আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাঁকে।স্থানীয় সময় গতকাল বুধবার রাতে কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, কানেকটিকাট অঙ্গরাজ্যে নিজ বাড়িতে মারা যান তিনি।১৯২৩ সালের ২৭ মে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম কিসিঞ্জারের। পরে তাঁর পরিবার পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যায়। ওই শহরেই বেড়ে ওঠেন কিসিঞ্জার।যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার।অনেকেই কিসিঞ্জারের নানা বিতর্কিত ভূমিকার জন্য তাঁকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিযুক্ত করে থাকেন। সূত্র: প্রথম আলো


পিটিআই চেয়ারম্যান পদে নির্বাচন
ইমরানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিভ্রান্তি
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান পদে ইমরান খানের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শের আফজাল মারওয়াতের দাবি, আন্তর্দলীয় নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ইমরান। তবে এই দাবি অস্বীকার করেছে পিটিআই।সংশ্লিষ্ট সূত্র বলছে, তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আগামী পাঁচ বছরের জন্য ইমরান খানকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তাই আন্তর্দলীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি।
পিটিআইয়ের মুখপাত্র শোয়েব শাহীন বলেন, কারাবন্দি পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দলীয় প্রতিনিধিদের সাক্ষাতের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সূত্র: কালের কণ্ঠ
আরও ৩০ ফিলিস্তিনি মুক্তি পেলেন ইসরায়েলের কারাগার থেকে
আরও ৩০ ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে ইসরায়েলের কারাগার থেকে। হামাস ও ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে এই ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়। এর আগে ১০ ইসরায়েলিসহ আরও ১৬ বন্দির মুক্তি দেয় হামাস। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে চূড়ান্ত পর্যায়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে বুধবার রাতে মুক্ত করা হয়েছে। এই কারামুক্তির পর যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা পৌঁছেছে ২১০ জনে। অন্যদিকে এই চুক্তির অধীনে ৭০ জন ইসরায়েলিকে এবং অন্যান্য জাতীয়তার আরও প্রায় ৩০ জন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস ও গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো। সূত্র: সমকাল
যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের নৌকায় ইসরাইলের গুলি
যুদ্ধবিরতির মধ্যেই গাজার খান ইউনুস উপকূলে বুধবার গোলাবর্ষণ করেছে ইসরাইলি গানবোট। এ সময় ফিলিস্তিনি নৌকায় গুলিও চালানো হয়েছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও পাঁচ দিন বাড়তে পারে বলে জানিয়েছেন ইসরাইল সরকারের মুখপাত্র ইয়েলন লেভি। তবে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চারদিন বাড়তে পারে। যুদ্ধবিরতির পঞ্চম দিনে ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছে। এএফপি, আলজাজিরা ও বিবিসি।আলজাজিরার সংবাদদাতা জানিয়েছেন, যুদ্ধবিরতির মধ্যে বুধবার সকালে দক্ষিণ গাজার খান ইউনুসের উপকূলে ইসরাইলি গানবোট গোলা বর্ষণ করেছে। ইসরাইলে ওয়ালা নিউজ গাজার উপকূলে আরও একটি ঘটনার কথা জানিয়েছে। সেখানে বলা হয়, নৌবাহিনীর যোদ্ধারা একটি ফিলিস্তিনি নৌকার ওপর গুলি চালায়। নৌকাটি যেটি দেইর আল-বালাহ উপকূল থেকে সাগরে যাওয়ার চেষ্টা করছিল। গুলিবর্ষণের পর নৌকাটি তীরে ফিরে আসে।যুদ্ধবিরতি ও সংঘাত নিয়ে ইসরাইলের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের ইয়েলন লেভি বলেন, বন্দিবিনিময় অব্যাহত রেখে চলমান যুদ্ধবিরতির প্রক্রিয়া আরও পাঁচ দিন বাড়ানো যেতে পারে। তিনি বলেন, হামাস যদি জিম্মিদের মুক্তি দেওয়া অব্যাহত রাখে, তাহলে আমরা আরও ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেব। হামাস যখন জিম্মিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত করবে, তখন আমরা তাদের ওপর সামরিক চাপ সৃষ্টি করব। সোমবার যুদ্ধবিরতির মেয়াদ ৪৮ ঘণ্টা বাড়াতে সম্মত হয় হামাস ও ইসরাইল। সূত্র: যুগান্তর
ইসরায়েলকে গোলান মালভূমি ছেড়ে দিতে হবে : জাতিসংঘ
ইসরায়েলকে অধিকৃত গোলান মালভূমি থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের সংবাদদাতা এক রিপোর্টে এ কথা জানান। রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন এবং সৌদি আরবসহ মোট ৯১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৮টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। ৬২টি দেশ ভোটদানে বিরত ছিল। ভোটের জন্য ওই প্রস্তাবটিতে জাতিসংঘে উত্থাপন করে একটি গ্রুপ যাতে রয়েছে- আলজেরিয়া, ভেনেজুয়েলা, মিসর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও তিউনিসিয়া। ওই নথিতে মোট ৮টি অনুচ্ছেদ রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, ইসরায়েল ১৯৮১ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৪৯৭ রেজ্যুলেশন বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।
ফেয়ারফোন: যে টেকসই স্মার্টফোন খুলে নিজেই ঠিক করতে পারবেন ব্যবহারকারী
ছোট্ট, চৌকোনো একটি বস্তু উঁচিয়ে ধরে বাস ভ্যান অ্যাবেল বললেন, ‘এটা আমার ফোনের ক্যামেরা।’ একটু আগে ছোট একটা স্ক্রুড্রাইভার দিয়ে নিজের স্মার্টফোন থেকে জিনিসটা বের করেছেন তিনি।’মোট আটটা কম্পোনেন্ট আছে, সবগুলো খুলে নেওয়া যায়, নতুন লাগানো যায়,’ নিজের ফোনটাকে খুলতে খুলতে বললেন তিনি। একে একে ফোন থেকে বের হলো ব্যাটারি, ইউএসবি পোর্ট, পর্দা, ও লাউডস্পিকার। ডাচ সামাজিক উদ্যোগ ফেয়ারফোন-এর সহপ্রতিষ্ঠাতা ভ্যান অ্যাবেল। এ ফোন কোম্পানিটির দাবি, এটি ‘বিশ্বের সবচেয়ে টেকসই স্মার্টফোন’ তৈরি করে। কিন্তু একটি স্মার্টফোন কতটা টেকসই হতে পারে?২০১৩ সালে আমস্টারডামে পথচলা শুরু করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ফেয়ারফোন। এ ব্র্যান্ডের তৈরি ফোনগুলো সহজেই বদলানো, পরিবর্তন, ও সারাই করানো যায়। আর ব্যবহারকারীরা নিজেরাই এ কাজগুলো করতে পারেন।হালকা কোনো ত্রুটির কারণে ফোন ফেলে দেওয়ার বদলে এভাবে ফোন ঠিক করার উৎসাহ দিয়ে ইলেকট্রনিক বর্জ্য কমাতে সহায়তা করছে ফেয়ারফোন।জাতিসংঘের তথ্যমতে, বিশ্বে প্রতিবছর আনুমানিক ৫০ মিলিয়ন টন ইলেকট্রনিক বর্জ্য তৈরি হয়। এর মাত্র ২০ শতাংশ রিসাইকেল করা হয়। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।
যত ফিলিস্তিনির মুক্তি, প্রায় ততজন গ্রেপ্তার
হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিমুক্তির বিনিময়ে দেশটির কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনিদের একজন রুবা। গত মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় তাঁকে কাঁধে তুলে উচ্ছ্বাস করতে দেখা যায় কয়েকজনকে। ছবি: এএফপি
টানা প্রায় সাত সপ্তাহ ধরে চলা হামলা ও ধ্বংসযজ্ঞের পর গাজায় গতকাল বুধবার ষষ্ঠ দিনের মতো যুদ্ধবিরতি চলছিল। এই যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত ছিল হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিমুক্তির বিনিময়ে দেশটির কারাগার থেকে তিন গুণ ফিলিস্তিনির মুক্তি পাওয়ার বিষয়টি। হামাস বলেছে, যুদ্ধবিরতি চলাকালে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। প্যালেস্টেনিয়ান প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চলাকালে চার দিনে ১৫০ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছে। এর মধ্যে ১১৭ জন শিশু এবং ৩৩ জন নারী। এ সময় ১৩৩ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এই চার দিনে হামাস মুক্তি দেয় ৬৯ জিম্মিকে। এর মধ্যে ইসরায়েলি ৫১ জন এবং অন্য দেশের নাগরিক ১৮ জন। সূত্র: আজকের পত্রিকা।
স্বামীর প্ররোচনায় মাদক নিয়ে স্ত্রী এখন পুনবার্সন কেন্দ্রে
আফগানিস্তানে গত ছয় মাসে প্রায় ৫০০ জন মাদকাসক্ত নারী ও ২৫০ জন শিশুকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন মাদকবিরোধী বিভাগ এ তথ্য জানিয়েছে। বুধবার (২৯ নভেম্বর) টোলোনিউজের প্রতিবেদনে বিষয়টি উঠে আসে। মাদকবিরোধী উপমন্ত্রীর কার্যালয় প্রধান হাসিবুল্লাহ আহমাদি বলেন, দেশের বিভিন্ন জোনে প্রতি তিন মাসে ২০ হাজার মাদকাসক্তকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে বর্তমানে এক হাজারের বেশি মাদকাসক্ত নারী চিকিৎসাধীন রয়েছে। সূত্র; দেশ রুপান্তর
যুদ্ধবিরতির আওতায় গাজা থেকে আরও ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্তি
ইসরায়েল জানিয়েছে, হামাস তাদের আরও ১২ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং মুক্তির পর তারা গাজা ছেড়ে ইসরায়েলে এসে পৌঁছেছেন। এদের মধ্যে দুইজন থাই নাগরিক আছেন। অন্যদিকে, দেশটির কারা কর্মকর্তারা জানিয়েছেন যে ইসরায়েল থেকেও ৩০জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছে। এর আগে আরও দেড়শো ফিলিস্তিনি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন যাদের বেশিরভাগই কিশোর ও নারী। উভয় পক্ষ যুদ্ধবিরতি ৪৮ ঘণ্টা বাড়াতে একমত হওয়ার পর মঙ্গলবার ছিলো হামাস ও ইসরায়েলের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতির পঞ্চম দিন।যুদ্ধবিরতি শুরুর পর এ পর্যন্ত গাজা থেকে মোট ৮১ জন জিম্মি মুক্তি পেয়ে ইসরায়েলে ফেরত গেছেন, এর মধ্যে ৬১ জন ইসরায়েলের নাগরিক এবং তারা সবাই নারী ও শিশু। সূত্র: বিবিসি বাংলা।
গাজায় যুদ্ধবিরতিতে গান-খেলায় শিশুদের বিরল আনন্দ
গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের লাগাতার লড়াইয়ের পর হওয়া যুদ্ধবিরতি অধিবাসীদের জন্য যেমন স্বস্তি বয়ে এনেছে, তেমনি উদ্বাস্তু শিশুদের জন্যও নিয়ে এসেছে আনন্দের বিরল মুহূর্ত।
ইসরায়েল এবং হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি চলছে গত শুক্রবার থেকে। আর এ সুযোগেই এক স্কুল প্রাঙ্গণে বিরল আনন্দে মাততে দেখা গেছে শিশুদেরকে। তারা হাততালি দিয়ে, গেয়ে, খেলে, লাফালাফি করে আনন্দ করেছে। তাদের হাতে ধরা ছিল নানা রঙের কাপড়ে তৈরি একটি প্যারাসুট।যুদ্ধের কারণে গাজার স্কুলগুলো উদ্বাস্তু মানুষদের উপচে পড়া আশ্রয়শিবির হয়ে উঠৈছে। সেখানকার শিশুরা বোমা হামলার ভয়, বাড়িঘর ছেড়ে এসে খাবার, পানি এবং বিদ্যুতের অভাবের মধ্যে দুর্ভোগ পোহাচ্ছে। সূত্র: বিডি নিউজ