ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ইয়াছির আরাফাত (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ । গতকাল রাতে শহরের ক্যাসেলব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয় । আটককৃত যুবক সদর উপজেলার খাজুরা গ্রামের আবুল কাশেমের ছেলে ।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ শহরের ক্যাসেল ব্রীজ এলাকায় সেভেন গিয়ারসহ এক যুবক অবস্থান করছে । এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছে ইয়াছির নামের যুবককে আটক করে । পরে তার দেহ তল্লাসী করে প্যান্টের পকেটে একটি সেভেন গিয়ার পায় । আটককৃত যুবকের স্বীকারোক্তি মোতাবেক তার গ্রামের বাড়ী সদরের খাজুরা থেকে একটি ট্যাটা, একটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করে ।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে । যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে ।