দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি হেনরীকে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

সিরাজগঞ্জ-২ আসনের (সদর-কামারখন্দ) সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে সকালে হেনরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে দুদকের পক্ষে অংশ নেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদের আবেদনে উল্লেখ করা হয়, জান্নাত আরা হেনরী বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন, যা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া, ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার দুই কোটি টাকা এবং ১৩ কোটি মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

জান্নাত আরা হেনরী ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনকালে হলমার্ক ঋণ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে। তিনি ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

১২ জানুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে আদালত হেনরীর জমি, ফ্ল্যাট, ১৬টি গাড়ি, ৪৫টি স্থাবর সম্পত্তি, এবং ব্যাংক হিসাবে থাকা ৫৭ কোটি টাকা ক্রোকের আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর দুদক জান্নাত আরা হেনরী, তার স্বামী ও মেয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে। ২৫ নভেম্বর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

Nagad