ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত
দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র আয়োজনে অনুষ্ঠিত হলো ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। উদ্বোধনী পর্বে ডিস্ট্রিবিউটরদের সামনে ওয়ালটনের পণ্য বিক্রয়ে ধারাবাহিক উন্নয়ন, ক্রেতা আস্থা বজায় রাখা এবং পরিবেশবান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তির পণ্য বাজারে আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।


সম্মেলনে উপস্থিত ছিলেন সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা। অংশগ্রহণকারীরা ওয়ালটনের আন্তর্জাতিকমানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ঘুরে দেখেন এবং এর অত্যাধুনিক প্রযুক্তি দেখে মুগ্ধ হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. জিয়াউল আলম, প্রকৌশলী লিয়াকত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।
২০২৪ সালে সেরা পারফরম্যান্সের জন্য ১৭৩ জন ডিস্ট্রিবিউটরকে পুরস্কৃত করা হয়। দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি অতিথিদের মাতিয়ে তোলেন।