বিস্কুট–কেকের ওপর ভ্যাট কমাল এনবিআর
হাতে ও মেশিনে তৈরি সব ধরনের বিস্কুট ও কেকের ভ্যাট কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে বিস্কুট ও কেকে ৭.৫% ভ্যাট প্রযোজ্য হবে, যা এতদিন ১৫% ছিল।
আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।


চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়, যার মধ্যে বিস্কুট ও কেকও ছিল। এতে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছিল, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এর আগে, গত জানুয়ারিতে মেশিনে প্রস্তুত করা বিস্কুটের ভ্যাট ১০% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছিল। হাতে তৈরি বিস্কুট (প্রতি কেজি ২০০ টাকার বেশি মূল্যের) ভ্যাট ১০% থেকে বাড়িয়ে ১৫% করা হয়।
সমালোচনার মুখে সরকার এখন ভ্যাট ৭.৫% নির্ধারণ করেছে, যা আগের ১৫% হারের তুলনায় অর্ধেক।