ঢাকায় জাতিসংঘ মহাসচিব, ড. ইউনূসের সঙ্গে বৈঠক আজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৫

চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। এ বৈঠকে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রে উত্তরণ, রোহিঙ্গা সংকট ও মানবাধিকার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।

বৈঠক শেষে আজই জাতিসংঘ মহাসচিব কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন। তাঁর সফরসঙ্গী থাকবেন ড. ইউনূস। সেখানে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তাঁরা।

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিভিন্ন সংস্থা মহাসচিবকে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করবে। ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারও করবেন জাতিসংঘ মহাসচিব ও ড. ইউনূস। এরপর রাতেই তারা ঢাকায় ফিরবেন।

আগামীকাল শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে যাবেন আন্তোনিও গুতেরেস। সেখানে জাতিসংঘের কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে হোটেলে ফিরে বাংলাদেশের যুবসমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। বিকেলে অনুষ্ঠিত হবে যৌথ প্রেস ব্রিফিং।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সৌজন্যে আয়োজিত ইফতার ও নৈশভোজে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। সফর শেষে রোববার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

Nagad

জাতিসংঘ মহাসচিবের সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে। এই সফর রোহিঙ্গা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে বাংলাদেশ।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, “জাতিসংঘ সব সময় বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা নির্বাচিত সরকার জাতিসংঘকে জানাবে।”

জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে কক্সবাজারে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকের জন্য উখিয়ার কুতুপালং ক্যাম্পের ২০ নম্বর এলাকায় একটি মাঠ প্রস্তুত করা হয়েছে। সেখানে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন আন্তোনিও গুতেরেস ও ড. ইউনূস। এছাড়া, ক্যাম্পের বিভিন্ন সেবা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, কক্সবাজারে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এসএসএফ পুরো বিষয়টি সমন্বয় করছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।