ওয়াশিংটনে গুলি করে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৩ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগের প্রধান ক্রিস্টি নোম নিশ্চিত করেন, নিহত দুইজন—একজন পুরুষ ও একজন নারী—ইসরায়েলি দূতাবাসে কর্মরত ছিলেন। স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৫ মিনিটে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়।

ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে বলেন, “ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় আমাদের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা স্থানীয় ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রাখছি।”

সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, এটি পরিকল্পিত হামলা ছিল। হামলার ঘটনায় ইলিয়াস রদ্রিগেজ নামের শিকাগোর এক বাসিন্দাকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি এটিকে “ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা” হিসেবে উল্লেখ করেছেন।

Nagad