‘ফেইস অব ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স’ হলেন জয়া আহসান
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন-এর হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স ইউনিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পক্ষে চুক্তিতে সই করেন কোম্পানির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামালসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জয়া আহসান বলেন, “দেশি ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। ওয়ালটনের পণ্য শুধু মানসম্মতই নয়, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করছে। ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স আজ দেশের প্রতিটি ঘরে জায়গা করে নিয়েছে।”
ওয়ালটনের সিবিও মোস্তফা কামাল বলেন, “জয়া আহসান তার প্রতিভা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার মাধ্যমে আমাদের ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করবেন। ওয়ালটনের মতো একটি উদীয়মান ব্র্যান্ডের সঙ্গে তার সংযুক্তি আমাদের প্রচারণা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।”