বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক রাখলেন ট্রাম্প, কার্যকর ১ আগস্ট
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প এ তথ্য জানান। একই পোস্টে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা একটি চিঠিও প্রকাশ করেন।


চিঠিতে ট্রাম্প লেখেন, ‘২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো যেকোনো বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। উচ্চ শুল্ক এড়াতে তৃতীয় কোনো দেশ ঘুরে পণ্য পাঠানো হলে সেই পণ্যে আরও বেশি হারে শুল্ক বসবে।’ তিনি আরও উল্লেখ করেন, যদি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রেই পণ্য উৎপাদন করে, তাহলে তাদের ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না।
এই ঘোষণায় শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ মোট ১৪টি দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে গত ৩ এপ্রিল ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেও তা পরবর্তীতে তিন মাসের জন্য স্থগিত করা হয়।
ট্রাম্পের চিঠিতে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, ‘বাংলাদেশ যদি পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, তাহলে যুক্তরাষ্ট্রও তার শুল্কহার বাড়াবে এবং তা ৩৫ শতাংশের সঙ্গে যোগ হবে।’
বিশ্ববাণিজ্যে এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। বাংলাদেশি পোশাক, চামড়া, হোম টেক্সটাইল ও হস্তশিল্প খাতের ওপর এই শুল্কের প্রত্যক্ষ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স, আল-জাজিরা, ট্রুথ সোশ্যাল