সবই বৈধপথে আয়, সুকেশের থেকে যা পেয়েছি উপহার: জ্যাকুলিন
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ২০০ কোটি রুপি প্রতারণার মামলার চার্জশিটে অভিযুক্ত হিসেবে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নাম উল্লেখ করেছেন। প্রমাণ হিসেবে তার একাধিক ফিক্সড ডিপোজিটের তথ্যও দেওয়া হয়েছে। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সাথে ঘনিষ্ঠতার জেরে বিপাকে পড়েছেন এই নায়িকা।
বৃহস্পতিবার (২৫) প্রতারণার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাক পড়েছে বলিউডের অভিনেত্রী জ্যাকুলিনের। তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের বাইরে যেতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।
জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাতিল গণমাধ্যমকে জানান, বাজেয়াপ্ত সম্পত্তি বৈধভাবেই আয় করেছেন অভিনেত্রী জ্যাকুলিন। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তাকে কেউ ফাঁসিয়েছে, তিনি নির্দোষ।
এদিকে, জিজ্ঞাসাবাদে জ্যাকুলিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি’কে জানান, তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৭ কোটি দুই লাখ রুপি বৈধভাবে আয় করা অর্থ। তার যা যা আছে, সবই বৈধপথে আয় করা।
জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, “সুকেশের সাথে দেখা-সাক্ষাতের আগে থেকে আমার এই সম্পত্তি ছিল। সুকেশের থেকে যা পেয়েছি, তা সবই উপহার।”
সারাদিন/২৫ আগস্ট/এমবি