আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২২

‘পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে’
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। দেশটিতে ঐতিহাসিক বন্যায় এক-তৃতীয়াংশ এলাকা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ু মন্ত্রী। বিধ্বংসী আকস্মিক এ বন্যায় ভেসে গেছে রাস্তা, বাড়িঘর ও ফসল। ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব (দক্ষিণ) ও খাইবার প্রদেশের বন্যাকবলিত লাখ লাখ মানুষ। এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে যাচ্ছেন। এ বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে পাকিস্তান। জলবায়ু মন্ত্রী শেরি রেহমান বলেন, এটি একটি বিশাল সমুদ্র। পানি সেচে ফেরার জন্য কোনো শুকনো জমি নেই। তিনি একে অকল্পনীয় সংকট বলে উল্লেখ করেছেন। এ বছরের জুন মাসে পাকিস্তানে বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত এক হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। গত এক দশকের মধ্যে দেশটিতে এত ভারী বর্ষণ আর হয়নি। এ বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে দেশটির সরকার। সূত্র: প্রথম আলো

খামখেয়ালি জলবায়ু, বিপর্যস্ত এশিয়া

এশিয়া মহাদেশের জলবায়ু পরিস্থিতিতে নাটকীয় আচরণ লক্ষ করা যাচ্ছে। ঋতুচক্রের স্বাভাবিক ধারা ভেঙে অনিয়মিত বর্ষা ও দাবদাহ দেখা যাচ্ছে। বছরের শুরুতে খরায় আক্রান্ত এলাকা এখন মারাত্মক বন্যার কবলে। পাকিস্তানে খরার পর তীব্র বন্যায় এখন পর্যন্ত সহস্রাধিক মৃত্যু হয়েছে।ভারত ও চীনের বিভিন্ন এলাকায়ও একই পরিস্থিতি।ভারত, পাকিস্তান ও চীনে বছরের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন মাত্রায় খরার প্রভাব দেখা গেছে। অথচ বছরের দ্বিতীয়ার্ধে ওই তিন দেশেই বন্যার ঝুঁকি ও প্রভাব ক্রমান্বয়ে বাড়ছে। ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে গত জুলাই মাসে ১২২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে। দাবদাহের তীব্রতার পাশাপাশি দেশটিতে ভারি বৃষ্টিপাতের হার বেড়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানায়, ২০১২ সালের পর থেকে দেশে ভারি বৃষ্টিপাতের হার ৮৫ শতাংশ বেড়েছে। অর্থাৎ আবহাওয়ার শৃঙ্খলা প্রকৃতিতে দেখা যাচ্ছে না। ভারতের বিভিন্ন রাজ্যে এ বছর বন্যার প্রভাবে প্রাণহানিসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সূত্র: কালের কণ্ঠ

দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসে অস্বস্তি বাড়ছে
এবার মমতার পরিবারের সম্পত্তির হিসাব চেয়ে মামলা

স্বল্প সময়ের মধ্যে দুর্নীতি ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও মন্ত্রীর নাম জড়িয়ে যাওয়ায় বেশ অস্বস্তিতেই পড়েছে দলটি। বিরোধী বাম বিজেপির সভা-সমাবেশ এমনকি রাস্তাঘাটেও তৃণমূলের নেতাদের নাম ধরে প্রকাশ্যেই ‘চোর’ আখ্যা দেওয়া হচ্ছে। এমন প্রেক্ষাপটে দলের ভাবমূর্তি রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের শিক্ষার্থী সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার কলকাতার মেয়ো রোডে এক জনসভা থেকে বিরোধীদের ইঙ্গিত করে মমতা বলেছেন, ‘রাজনীতি না করলে শিক্ষা নিয়ে অপপ্রচারকারীদের জিভ টেনে খুলে ফেলার কথা বলতাম।’ তিনি বলেন, ‘একটা দলের নামে বদনাম করা হচ্ছে, অথচ বিষয়টি আদালতে বিচারাধীন, এখনও বিচার হয়নি, এখনও অভিযোগই প্রমাণ হয়নি।’ স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত জুলাইয়ে পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কোটি রুপি। সপ্তাহ খানেক আগেই গরু পাচার মামলায় তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে ভারতের আরেকটি তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর বিজেপি রাজ্যজুড়ে প্রতিবাদ ও মিছিল শুরু করে। একই ইস্যুতে সিপিআইএম, কংগ্রেসও রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি নেয়। ফলে ক্ষমতায় থাকার পরও কোণঠাসা হয়ে পড়ে মমতার দল। সূত্র: সমকাল

‘ইউক্রেনের বিমান বাহিনীর দক্ষ কর্মীদের কার্যত নিমূল করা হয়েছে’

Nagad

ইউক্রেনের বিমান বাহিনীর দক্ষ কর্মীদের কার্যত নিমূল করা হয়েছে বলে রাশিয়ার একটি সামরিক-কূটনীতিক সূত্র সোমবার রুশ সংবাদমাধ্যম তাসকে জানিয়েছে। ওই সূত্র জানায়, রাশিয়ার এরোস্পেস ফোর্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিয়ে ইউক্রেনের মিগ-২৯, এসইউ-২৭ ও এসইউ-২৫ বিমানের পুরো যোগ্য অপারেটিং কর্মীদের কার্যত নির্মূল করে দিয়েছে। ওই সূত্র মতে, পশ্চিমা প্রতিশ্রুতি অনুযায়ী আরও সোভিয়েত-নির্মিত যুদ্ধবিমান সরবরাহ সম্ভবত অপূর্ণই হয়ে যাবে। ওই সূত্র আরও জানায়, চলমান যুদ্ধে ইউক্রেনের অল্প প্রশিক্ষিত এয়ার ক্যাডেটদের জড়াতে বাধ্য করা হয়েছিল যার ফলে ‘ইউক্রেনীয় বিমান বাহিনীর বিপর্যয়কর ক্ষতি হয়েছে’। পোল্যান্ড ও অন্যান্য পূর্ব ইউরোপের দেশ থেকে পাইলট নিয়োগের প্রচেষ্টা সফল হয়নি বলেও ওই সূত্র জানিয়েছে। সূত্র: যুগান্তর

গ্যাসের দাম না কমলে ইউরোপে শীত হবে ভয়াবহ
রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রেক্ষিতে ইউরোপে ক্রমশ বেড়ে চলেছে জ্বালানি ও বিদ্যুতের দাম। বিশেষ করে প্রাকৃতিক গ্যাসের দামের উল্লেখ করে বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী বলেছেন, এখনই ব্যবস্থা না নিলে সামনের পাঁচ থেকে দশটি শীত মৌসুম হবে ভয়াবহ। খবর বিবিসি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম সংস্কারের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী ভ্যান ডের স্ট্রেটেন।এ অঞ্চলের প্রধান গ্যাস সরবরাহকারী দেশ রাশিয়া। কিন্তু ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলার পর অবস্থা পাল্টাতে থাকে। মস্কোর সঙ্গে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে এখন সংকটে পড়েছে দেশগুলো। তবে ইইউ’র অন্যতম দেশ জার্মানি জানিয়েছে, তারা প্রত্যাশার চেয়ে দ্রুত গ্যাস মজুদ পূরণ করছে।রাশিয়ার গ্যাস ও তেল আমদানি বন্ধ করে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমর্থন জানিয়েছিল। যদিও রাশিয়া একাই ইইউ’তে ৪০ শতাংশ গ্যাসের জোগান দিত এতদিন। গতকাল রোববার বেলজিয়ামের জ্বালানিমন্ত্রী ভ্যান ডের স্ট্রেটেন টুইটারে লেখেন, ইউরোপে গ্যাসের দাম জরুরিভাবে স্থির করা দরকার। গ্যাস ও বিদ্যুতের দামের সংযোগটি কৃত্রিম ও এর সংস্কার করা দরকার। আমরা এ বিষয়ে পদক্ষেপ না নিলে পরবর্তী পাঁচ অথবা দশটি শীতের ভয়াবহ হবে। আমাদের অবশ্যই উৎস খুঁজতে হবে, এ নিয়ে কাজ করতে হবে। সূত্র: বণিক বার্তা।

ভারতের টুইন টাওয়ার ভাঙায় ৫০০ কোটি রূপির লোকসান
রোববার দুপুরে বিস্ফোরক দিয়ে মাত্র ৯ সেকেন্ডে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নয়ডা শহরে বিধিবহির্ভূতভাবে নির্মিত ‘সুপারটেক টুইন টাওয়ার’। জোড়া ভবন ধ্বংসে প্রায় ৫০০ কোটি রূপির লোকসান হয়েছে। এমনটাই দাবি করেছেন নির্মাণকারী সংস্থা সুপারটেকের চেয়ারম্যান আরকে অরোরা।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে অরোরা বলেছেন, ”জমি, নির্মাণ, একাধিক অনুমোদন, ব্যাংকে সুদের হার, সেই সঙ্গে জোড়া টাওয়ারের ক্রেতাদের ১২ শতাংশ সুদের হারে টাকা ফেরত ও অন্যান্য খরচ- এই সব মিলিয়ে আমাদের ক্ষতি হয়েছে প্রায় ৫০০ কোটির।”টাওয়ার ধ্বংসের খরচ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, ‘এডিফিস ইঞ্জিনিয়ারিং’ নামে যে সংস্থা টুইন টাওয়ার ভাঙার দায়িত্ব নিয়েছিল, তাদের ১৭.৫ কোটি রূপি দিয়েছে সুপারটেক। কুতুব মিনারের চাইতেও থেকেও উঁচু নয়ডার এই টাওয়ার দুটি বেআইনিভাবে নির্মাণের অভিযোগ উঠেছিল। যা নিয়ে পরবর্তী সময়ে মামলা গড়ায় আদালতে। শেষমেশ এই ইমারত ভেঙে ফেলার নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। রোববার ভারতের শীর্ষ আদালতের নির্দেশ মেনে ভেঙেই ফেলা হয় প্রাসাদোপম ভবন দুটি। ৩,৭০০ কেজিরও বেশি বিস্ফোরক ব্যবহার করে নিরাপদে ধ্বংস করা হয়েছে এই বহুতল। বেআইনি নির্মাণ প্রসঙ্গে অরোরা দাবি করেছেন, ”নয়ডা উন্নয়ন পরিষদের ছাড়পত্র নিয়েই আমরা ওই দু’টি টাওয়ার তৈরি করেছিলাম।” ছবি: বিজনেস স্ট্যান্ডার্ড।

জাপোরিশা পরমাণু কেন্দ্রে যাচ্ছে আইএইএ পরিদর্শক দল

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর প্রধান বলেছেন, তাদের একটি পরিদর্শক দল ইউক্রেনের বিপর্যস্ত জাপোরিশা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দিকে রওনা হয়েছে। রাফায়েল গ্রসি বলছেন, ‘এই সপ্তাহের শেষের দিকে দলটি ওই কেন্দ্রে পৌঁছুবে বলে আশা করা হচ্ছে। টুইটারে এক পোস্টে তিনি বলেছেন, ‘আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রটির নিরাপত্তা রক্ষা করতে হবে।’ গত মার্চ মাস থেকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি রুশ সেনাদের দখলে রয়েছে। তবে এই কঠিন পরিস্থিতিতেও ইউক্রেনের কর্মীরা বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করছে। ক্রেমলিনের সরকার এর আগে ইঙ্গিত দিয়েছিল যে, তারা শুধু আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু কেন্দ্রটি পরিদর্শন করার অনুমতি দেবে। ফলে ওই এলাকায় বাস্তবে কী ঘটছে তা জানার জন্য আইএইএ পরিদর্শকদের এই সফরটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। সূত্র: বিডি প্রতিদিন।

সালমান রুশদি: খোমেনির ফতোয়ার পেছনে কি এক ব্রিটিশ ইমামের হাত ছিল

নিউইয়র্কে দু’সপ্তাহ আগে ছুরিকাহত হয়ে এখনও হাসপাতালে বিতর্কিত সেটানিক ভার্সেস বইয়ের লেখক সালমান রুশদি। তার জখম এতটাই মারাত্মক যে কখনই তিনি আগের মত পুরোপুরি সুস্থ হতে পারবেন না।
ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খোমেনি তাকে হত্যার জন্য ফতোয়া জারির গত ৩০ বছরেরও বেশি সময় ধরে জীবনের হুমকি নিয়ে বাঁচতে হচ্ছে সেটানিক ভার্সেস বইয়ের লেখক সালমান রুশদিকে।উনিশশো উননব্বই সালের ফেব্রুয়ারিতে এই ফতোয়া জারির আগে ইরান বইটি নিয়ে তেমন মাথাব্যথা দেখায়নি।কিন্তু ঐ ফতোয়া জারির কয়েক ঘণ্টা আগে তেহরানের প্রধান বিমানবন্দরে ইরানের তৎকালীন এক প্রভাবশালী মন্ত্রীর সাথে কাকাতালীয়ভাবে সাক্ষাৎ হয়েছিল ব্রিটিশ দুই ইমামের।কলিম সিদ্দিকী এবং গিয়াসউদ্দিন সিদ্দিকী তখন তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ছিলেন। ইরানে ইসলামি বিপ্লবের ১০ বছর পূর্তি উপলক্ষে এক সম্মেলনে যোগ দিতে এই দুই ইমাম ব্রিটেন থেকে তেহরানে গিয়েছিলেন। সেটা শেষ করে তারা সেদিন দেশে ফিরছিলেন।বিমানবন্দরের ভেতর হঠাৎ তাদের সাথে দেখা হয় ইরানের সে সময়কার প্রভাবশালী মন্ত্রী মোহাম্মদ খাতামির সাথে। তিনি কলিম সিদ্দিকীর সাথে একান্তে কিছু কথা বলতে চান। “তারা দুজন আড়ালে গিয়ে কথা বলেন,” ২০০৯ সালে সেটানিক ভার্সেস অ্যাফেয়ার নামে বিবিসির এক ডকুমেন্টারিতে বলেছিলেন গিয়াসউদ্দিন সিদ্দিকী। সূত্র: বিবিসি বাংলা।

১৮০ বছর পর ব্রিটিশ নগরীর স্বীকৃতি পেল জিব্রাল্টার

যুক্তরাজ্যের রানি ভিক্টোরিয়ার কাছ থেকে প্রথম আনুষ্ঠানিক মর্যাদা পাওয়ার পরও প্রশাসনিক এক ভুলে কেটে গেছে ১৮০ টি বছর, অবশেষে ব্রিটিশ নগরী হিসাবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে জিব্রালটার।

প্রশাসনিক ওই ভুলের কারণে এতদিন জিব্রাল্টার ব্রিটেনের নগরী হিসাবে স্বীকৃতি পাওয়া থেকে বঞ্চিত ছিল।
বিবিসি জানায়, চলতি বছরের শুরুতে রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রিটিশ শাসিত ভূখণ্ড জিব্রালটার ব্রিটেনের নগরীর তালিকাভুক্ত হওয়ার আবেদন করেছিল। কিন্তু যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভের গবেষণায় দেখা গেছে, জিব্রাল্টারকে ১৮৪২ সালেই ব্রিটিশ নগরীর মর্যাদা দেওয়া হয়েছিল।ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে বলেছেন, “জিব্রাল্টার নগরীর সরকারি স্বীকৃতি দেখতে পাওয়াটা দারুণ ব্যাপার। এই নগরীর সমৃদ্ধ ইতিহাস এবং সক্রিয়তার জন্য এ এক বড় ধরনের সম্মাননা।”“রানির সাম্রাজ্যে এই স্বীকৃতি জিব্রাল্টারের বিশেষ মর্যাদা নতুন করে নিশ্চিত করেছে। পাশাপাশি জিব্রাল্টারিয়ান সম্প্রদায়ের মর্যাদা এবং স্বতন্ত্র ঐতিহ্য এর মধ্য দিয়ে সঠিকভাবে মহিমান্বিত হয়েছে।” সূত্র: বিডি নিউজ

বিশ্বের নিঃসঙ্গতম মানুষের মৃত্যু

ব্রাজিলের একটি আদিবাসী সম্প্রদায়ের সর্বশেষ জীবিত ব্যক্তি মারা গেছেন। তাকে বলা হতো বিশ্বের নিঃসঙ্গতম মানুষ। কারণ জীবনের শেষ ২৬টি বছর তিনি একা কাটিয়েছেন। সোমবার বিবিসি তার মৃত্যুর সংবাদ প্রকাশ করে।এই ব্যক্তিকে ‘ম্যান অব হোল’ বা ‘গর্তমানব’ও বলা হতো। কারণ তিনি গর্ত খুঁড়তেন। যেগুলো বন্য প্রাণী ধরা এবং নিজে লুকিয়ে থাকার জন্য ব্যবহার করতেন।বিবিসি তাদের প্রতিবেদনে বলছে: বলিভিয়ার সীমান্তের কাছে অবস্থিত তানারু আদিবাসী এলাকার রন্দোনিয়ায় বসবাস ছিল তার। গত ২৩ আগস্ট ওই ব্যক্তিকে তার কুঁড়ে ঘরের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন না পাওয়া যাওয়ায় স্বাভাবিক ভাবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: চ্যানেল আই অনলাইন