পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উপকরণ ও সরবরাহ ইউনিটে চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচির (এইচপিএনএসপি) আওতায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় প্রকিউরমেন্ট, স্টোরেজ অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট (পিএসএসএম-এফপি) অপারেশনাল প্ল্যানে অস্থায়ী ভিত্তিতে অপারেশনাল প্ল্যানের মেয়াদকালীন ১০ম গ্রেডে সরবরাহ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সরবরাহ কর্মকর্তা। পদসংখ্যা: ছয়জন।

শিক্ষাগত যোগ্যতাসহ পদের বিবরণ:

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করা যাবে।

Nagad

আবেদনের পদ্ধতিসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন

আবেদন ফি: মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরাবর পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-২৭৮১-০০০০-২০৩১ কোডে জমা দিতে হবে। চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (উপকরণ ও সরবরাহ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ০৬ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২২।

সারাদিন/৩১ আগস্ট/এমবি