আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

উইঘুর মুসলিমদের নিপীড়নের বিশ্বাসযোগ্য প্রমাণ আছে: জাতিসংঘ

জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর চীনের মারাত্মক নিপীড়নের ‘বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ’ পাওয়া গেছে। এসব তথ্য–প্রমাণ সম্ভাব্য ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের পর্যায়ে পড়ে। জাতিসংঘের বহুল প্রতীক্ষিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। খবর বিবিসির।প্রতিবেদনটি প্রকাশ না করার আহ্বান জানিয়েছিল চীন। বেইজিং প্রতিবেদনটিকে পশ্চিমা শক্তিগুলোর ‘প্রহসনের আয়োজন’ বলেও মন্তব্য করেছে। প্রতিবেদনে উইঘুর মুসলিম ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন। তবে তদন্তকারীরা বলছেন, তাঁরা নিপীড়নের ‘বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ’ উদ্‌ঘাটন করেছেন, যা সম্ভাব্য ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের পর্যায়ে পড়ে। তাঁরা অভিযোগ করেন, সংখ্যালঘুদের অধিকার হরণ করতে চীন অস্পষ্ট জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করছে এবং ‘বিধিবহির্ভূত আটকের ব্যবস্থা’ প্রতিষ্ঠা করেছে। সূত্র: প্রথম আলো

গর্বাচেভ-পুতিনের সম্পর্কে শ্রদ্ধা-বিদ্বেষ দুটিই ছিল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষায় মিখাইল গর্বাচেভ বিশ্ব ইতিহাসে ‘বড় প্রভাব’ রেখেছিলেন। সেই নেতার সঙ্গে পুতিনের সম্পর্ক কখনোই সরল ছিল না, বরং তাঁদের সম্পর্কে ছিল এক ধরনের বৈপরীত্য।গতকাল বুধবার প্রকাশিত শোক বিবৃতিতে গর্বাচেভের অর্জন বিস্তারিত তুলে ধরার পরিবর্তে পুতিন বলেন, ‘আমাদের দেশের কঠিন সময়ে, নাটকীয় পরিবর্তনের মধ্যে, বড় মাপের বৈদেশিক নীতি, আর্থিক ও সামাজিক চ্যালেঞ্জ চলাকালে নেতৃত্ব দিয়েছেন গর্বাচেভ। তিনি গভীরভাবে বুঝতে পেরেছিলেন সংশোধন প্রয়োজন।তিনি চেষ্টা করতেন জরুরি সমস্যার ক্ষেত্রে নিজের সমাধান দেওয়ার। ’ এই পুতিনের ব্যাপারে কখনোই মনস্থির করে উঠতে পারেননি গর্বাচেভ। গত ২০ বছরেরও বেশি সময়ে কখনো পুতিনকে প্রত্যাখ্যান করেছেন, কখনো দাঁড়িয়েছেন পাশে, কখনো করেছেন কড়া সমালোচনা। সূত্র: কালের কণ্ঠ

ইউরোপকে ফের গ্যাস পরীক্ষায় ফেলল রাশিয়া

ইউক্রেনে হামলার কারণে রাশিয়াকে নানাভাবে শাস্তি দিতে চেয়েছে ইউরোপ। কিন্তু পাল্টা সমস্যায় পড়েছে গোটা ইউরোপ। শীত আসার এখনো ঢের বাকি। কিন্তু সেই শীতকে এবার কীভাবে মোকাবিলা করবে তা নিয়ে ঘাম ছুটছে। কারণ শীতে বাড়ি ও যানবাহন গরম রাখার জন্য যে জ্বালানির প্রয়োজন হয় তার প্রধান সরবরাহ হয় রাশিয়া থেকে। এবার রাশিয়া থেকে আশানুরূপ সেই জ্বালানি পাবে না ইউরোপ। সেই ধকল সইতে হবে গোটা ইউরোপকে। এই দুশ্চিন্তার মধ্যে ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম বলছে, গ্যাস পাইপলাইন মেরামত কাজের কারণে সরবরাহ বন্ধ থাকবে। স্থানীয় সময় বুধবার ভোরে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। খবর দ্য নিউইয়র্ক টাইমসের। সরবরাহ বন্ধের বিষয়ে গ্যাজপ্রম জানিয়েছে, এটি সাময়িক অসুবিধা। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের সুবিধার্থে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। কোনো ত্রুটি পাওয়া না গেলে, তিন দিন পর আবারও আগের মাত্রাতেই সরবরাহ নিশ্চিত করা হবে। জুলাইয়ের শেষ থেকে পাইপলাইনটির সরবরাহ ক্ষমতার ২০ শতাংশ গ্যাস সরবরাহ করছে রাশিয়া। ত্রুটি না পাওয়া সাপেক্ষে এই মাত্রাতেই গ্যাস দেওয়া হবে বলে জানিয়েছে গ্যাজপ্রম। তবে জার্মান সরকার এবং দেশটির জ্বালানি নির্বাহীরা এটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে মনে করছেন। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ও মাত্রায় আবারও সরবরাহ শুরু হয় কি না তা পর্বেক্ষণ করবে জ্বালানি বাজার। গেল জুলাইয়েও পাইপলাইন রক্ষণাবেক্ষণের কথা বলে জার্মানিতে ১০ দিন গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল রাশিয়া। অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতো জার্মানিও শীতের আগেই প্রাকৃতিক গ্যাস মজুদ করতে চাইছে। তবে রাশিয়া থেকে বারবার সরবরাহ বন্ধ, উদ্বেগ তৈরি করেছে দেশটিতে। জার্মান নীতিনির্ধারকদের অনুমান, গ্যাস মজুদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে এবং ভবিষ্যতের জন্য অনিশ্চয়তা তৈরি করতেই রুশ সরকার রক্ষণাবেক্ষণের নামে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে জার্মানিতে। এদিকে, রাশিয়ার সরবরাহ বন্ধের এই পদক্ষেপে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপজুড়ে। এতে রেকর্ডমাত্রায় পৌঁছেছে গ্যাসের দাম। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

চীনা ড্রোনকে গুলি করে সতর্ক বার্তা তাইওয়ানের

উপকূলের কাছে একটি ছোট দ্বীপে চীনের ড্রোন ওড়ার সময় সেটিকে গুলি করে সতর্ক করেছে তাইওয়ানের সেনাবাহিনী। মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট চীনের যে কোনো ধরনের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ‘শক্তিশালী পাল্টা ব্যবস্থা নেওয়ার’ নির্দেশ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে। খবর বিবিসির।এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের তাইওয়ান সফর ঘিরে চীন ও তাইওয়ানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে এই প্রথম তাইওয়ান চীনের কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়ে বেইজিংকে সতর্ক করল। চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যা একদিন বলপ্রয়োগ করে হলেও পুনরায় মিলিত হবে। এদিকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করা তাইওয়ান বলেছে, তারা কখনও পিপলস রিপাবলিক অব চায়নার শাসনে ছিল না। তাই চীন যে দাবি করছে তা অমূলক। তাইওয়ান বেশ কয়েক দিন ধরে অভিযোগ করছে, চীনের উপকূলের কাছে তাদের নিয়ন্ত্রণে থাকা ছোট ছোট কয়েকটি দ্বীপের খুব কাছ দিয়ে বারবার চীনা চালকবিহীন বিমান (ড্রোন) ওড়াউড়ি করছে। মঙ্গলবার সকালে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন পেনঘু দ্বীপপুঞ্জের সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিদর্শনে যান। সেখানে এক বক্তৃতায় তিনি চীনের ড্রোন এবং তাদের অন্যান্য ‘গ্রে জোন’ যুদ্ধ কার্যক্রমের সমালোচনা করেন। সূত্র: সমকাল

বিবিসির বিশ্লেষণ
গর্বাচেভের উত্থান-পতন

মিখাইল গর্বাচেভ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী নেতা। তবে তাঁর সময়ে ৭০ বছর ধরে এশিয়া ও পূর্ব ইউরোপে প্রভাব বিস্তারকারী সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল। ১৯৮৫ সালে তিনি রাশিয়ায় সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। সেই সংস্কারের মূল উদ্দেশ্য ছিল অর্থনীতিকে শক্তিশালী করা এবং রাজনৈতিক প্রক্রিয়াকে ঢেলে সাজানো। তাঁর এসব প্রচেষ্টা রাশিয়ায় কমিউনিস্ট শাসনের অবসান ঘটাতে এক গুচ্ছ ঘটনার প্রভাবক হিসেবে কাজ করেছে। এর প্রভাব শুধু সোভিয়েত ইউনিয়নই নয়; দূরের দেশগুলোতেও পড়েছিল। মিখাইল সেরগেইভিচ গর্ভাচেভের জন্ম ১৯৩১ সালের ২ মার্চ দক্ষিণ রাশিয়ার স্ট্যাভরোপোলে। তাঁর বাবা-মা দু’জনই কৃষিকাজ করতেন। কৈশোরে শস্য সংগ্রহ কাজে অংশ নিয়েছেন গর্ভাচেভও। ১৯৫৫ সালে মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জনকালে তিনি কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্যে পরিণত হন। পরে স্ত্রী রাইসাকে নিয়ে তিনি স্ট্যাভরোপোলে ফেরেন এবং দলের আঞ্চলিক পর্যায়ে প্রভাবশালী নেতা হয়ে ওঠেন। ক্রমেই দেশের তরুণ কমিউনিস্ট নেতাদের মধ্যে পরিচিত হয়ে উঠতে থাকেন গর্বাচেভ। ১৯৬১ সালে তরুণ কমিউনিস্ট শাখার আঞ্চলিক সাধারণ সম্পাদক এবং পার্টি কংগ্রেসের প্রতিনিধি মনোনীত হন। সূত্র: সমকাল

প্রেমিকাদের বয়স ২৫ পেরোনোর আগেই তাদের ছেড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, নেটিজেনদের ট্রল!

অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। অভিনয়ে যেমন তার জুড়ি মেলা ভার, তেমনই সৌন্দর্য্য, চলন-বলনে সবাইকে মুগ্ধ করে এসেছেন সবসময়। মার্ভিন’স রুম থেকে শুরু করে টাইটানিক, ইনসেপশন, দ্য রেভেন্যান্ট, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড… রূপালি পর্দায় সবসময় নিজের সেরাটা দিয়েছেন ডিক্যাপ্রিও। তবে এই মার্কিন অভিনেতার ব্যক্তিগত জীবনও অনেকটা তার পর্দার জীবনের মতই বিচিত্র।৪৭ বছর বয়সী লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমিকার তালিকাটা বেশ লম্বা। বরাবরই নিজের চেয়ে অনেক কম বয়সী নারীদের সাথে সম্পর্কে জড়িয়ে বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছেন ডিক্যাপ্রিও। তার চেয়ে অবাক করা তথ্য হলো, প্রেমিকারা ২৫ বছর বয়সে পা রাখার আগেই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন ‘টাইটানিক’ তারকা! কাকতালীয়ভাবে হোক কিংবা ইচ্ছাকৃত, ডিক্যাপ্রিওর কোনো প্রেমিকার বয়সই ২৫-এর ঘর পেরোতে পারেননি। সম্প্রতি নিজের সর্বশেষ প্রেমিকা ক্যামিলা মোরনের সাথে চার বছরের সম্পর্কের পর বিচ্ছেদ ঘটেছে ডিক্যাপ্রিও। ক্যামিলার বয়সও বর্তমানে ২৫ বছর। তাই ইতোমধ্যেই ডিক্যাপ্রিওকে নিয়ে ট্রল করতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা! সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

জাপোরিঝিয়ার পথে আনবিক শক্তি সংস্থা

দক্ষিণ ইউক্রেনের আলোচিত জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শনে যাচ্ছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ’র একটি দল। আজ বুধবার এ উদ্দেশ্যে তারা কিয়েভ ত্যাগ করেছে। খবর আনাদোলু এজেন্সি।ইউক্রেনের রাজধানী ত্যাগের আগে আইএইএ প্রধান রাফায়েল গ্রসি জানান, ছয় মাসের জোর প্রচেষ্টার পর অবশেষে তারা সেখানে যাচ্ছেন। গত মার্চ থেকে ইউরোপে বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে। কেন্দ্রটি পরিদর্শনের জন্য গত সোমবার ইউক্রেনে এসে পৌঁছায় গ্রসি ও তার দল।জাপোরিঝিয়ার আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিকবার গোলাগুলি হওয়ায় পারমানবিক বিপর্যয়ে আশঙ্কা বেড়েছে। ওই ঘটনায় মস্কো ও কিয়েভ পরস্পরকে দোষ দিয়ে আসছে।
গ্রসি বলেন, জটিল একটি অভিযানে যাচ্ছি। অঞ্চলটি যুদ্ধক্ষেত্র ও অধিকৃত স্থান হওয়ায় রাশিয়া ও ইউক্রেনের সুস্পষ্ট প্রতিশ্রুতি দরকার ছিল। আমরা তা পেয়েছি। সেখানে কিছুদিন থাকতে হবে বলেও জানান তিনি। সূত্র: বণিক বার্তা।

ইউক্রেনে বড় সামরিক সহায়তা পাঠাল সুইডেন
রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা পাঠিয়েছে সুইডেন। নতুন প্রতিরক্ষা সহায়তার প্যাকেজে আর্টিলারি রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।বুধবার রেজনিকভ টুইটবার্তায় জানিয়েছেন, সুইডেন থেকে বড় ধরনের সুখবর। আর্টিলারি ও গোলাবারুদসহ সপ্তম সামরিক প্যাকেজ ইউক্রেনের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে।
টুইটারে সুইডিশ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।এতে আরও উল্লেখ করেছেন, আমরা একসঙ্গে ইউরোপে শান্তি ও নিরাপত্তা ফিরেয়ে আনব। সম্প্রতি সুইডিশ প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন জানিয়েছিলেন, ইউক্রেনকে নতুন করে ৫০০ মিলিয়ন ক্রাউন (৪৬.৭৫ মিলিয়ন ডলার) সামরিক সহযোগিতা পাঠাবে সুইডেন। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় সহযোগিতার অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হচ্ছে। সূত্র: যুগান্তর

উইঘুর মুসলিম: জাতিসংঘের রিপোর্ট বলছে, চীন সম্ভবত শিনজিয়ানে মানবতাবিরোধী অপরাধ করেছে

শিনজিয়ান প্রদেশে চীন উইঘুর মুসলমানদের প্রতি “গুরুতর মানবাধিকার লঙ্ঘন” করেছে বলে মনে করছে জাতিসংঘ। এই বিষয়ে এক দীর্ঘ প্রতীক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। চীন জাতিসংঘকে প্রতিবেদনটি প্রকাশ না করার আহ্বান জানিয়েছিল। বেইজিং এটিকে পশ্চিমা শক্তির সাজানো একটি “প্রহসন” বলে অভিহিত করেছে।প্রতিবেদনে উইঘুর মুসলিম এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখা হয়েছে, চীন যা অস্বীকার করে।জাতিসংঘের প্রতিবেদনে কী বলা হয়েছে?তদন্তকারীরা বলেছেন যে তারা নির্যাতনের “গ্রহণযোগ্য প্রমাণ” খুঁজে পেয়েছেন, যা সম্ভবত “মানবতার বিরুদ্ধে অপরাধ”।তারা সংখ্যালঘুদের অধিকার দমন করার জন্য একটি অস্পষ্ট জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করা এবং “বিধিবহির্ভূতভাবে আটকে রাখার ব্যবস্থা” প্রতিষ্ঠার জন্য চীনকে অভিযুক্ত করেছে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে এই প্রতিবেদন তৈরি করার দায়িত্ব দেয়া হয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আটক বন্দীদের সঙ্গে অপরাধমূলক আচরণ করা হয়েছে, যার মধ্যে “যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতার ঘটনা” রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

গর্বাচেভের শেষকৃত্য মস্কোতে, সমাহিত হবেন নভোদেভিশি সিমেট্রিতে

সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্য শনিবার মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত হাউজ অব ইউনিয়নস ভবনের বিখ্যাত বলরুম হল অব কলামসে অনুষ্ঠিত হবে।গর্বাচেভের ফাউন্ডেশনের এক মুখপাত্র এবং প্রয়াত নেতার মেয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯৫৩ সালে মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের আরেক শীর্ষ নেতা জোসেফ স্তালিনের মরদেহও এই হল অব কলামসেই প্রদর্শিত হয়েছিল।
১৯৮৫ সাল থেকে বছর সাতেক সোভিয়েত ইউনিয়নের শীর্ষ নেতার দায়িত্বে থাকা গর্বাচেভ ৯১ বছর বয়সে মঙ্গলবার মস্কোর একটি হাসপাতালে মারা যান।গর্বাচেভের শেষকৃত্য সবার জন্য উন্মুক্ত থাকবে এবং পরে তাকে নভোদেভিশি সিমেট্রিতে সমাহিত করা হবে, গর্বাচেভ ফাউন্ডেশনের প্রেস সেক্রেটারি ভ্লাদিমির পলিয়াকভের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে। সূত্র: বিডি নিউজ

করোনায় বিশ্বে প্রাণহানি ছাড়াল ৬৪ লাখ ৯৪ হাজার

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৯৪ হাজার ৮৯৯ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৯ হাজার ৭০১ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৭৭ লাখ ৯১ হাজার ২১১ জনে।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ৩১১ জন। আর যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ২৬৩ জন এবং মারা গেছেন ৩৯৮ জন। ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৬৬৮ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৪০ জন এবং মারা গেছেন ৫৪ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৩২১ জন। সূত্র: বিডি নিউজ