১৪৪ ধারা ভঙ্গ: ইমরান খানের জামিনের মেয়াদ বাড়লো

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

সংগৃহীত

১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের মেয়াদ আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

বুধবার (০৭ সেপ্টেম্বর) ইসলামাবাদের একটি জেলা ও দায়রা জজ জাফর ইকবাল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও তার দলের অন্যান্য নেতাদের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর এই আদেশ দেন।

গত মাসে দেশটির রাজধানী ইসলামাবাদে পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেপ্তারের প্রতিবাদে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ সমাবেশ করেছে পিটিআই।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ আগস্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীতে সমাবেশ করে ১৪৪ ধারা ভঙ্গ করেছেন ইমরান খান ও তার দলের নেতারা। পিটিআই নেতাদের মধ্যে মুরাদ সাঈদ, ফায়সাল জাভেদ খান, শেখ রশিদ আহমেদ, আসাদ উমর, রাজা খুররম নওয়াজ, আলি নওয়াজ আওয়ান, ফায়সাল ভাওদা, শাহজাদ ওয়াসিম, সাদাকাত আলী আব্বাসিসহ আরও অনেকের নাম উল্লেখ করা হয়।

সারাদিন/০৭ সেপ্টেম্বর/এমবি

Nagad