রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ ইউরোপীয় ইউনিয়ন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

সংগৃহীত

রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসেছিলো। ওই বৈঠকে রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেন, বৈঠকে কোনও সমাধান আসেনি। ওই বৈঠকে শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক হয়েছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে শুধু সদস্য দেশগুলোই নয় বরং ইউরোপীয় কমিশন লিখিতভাবে কিছু প্রস্তাব উপস্থাপন করবে।

চলতি মাসের প্রথম দিকে গ্যাসের দাম বেড়ে যাওয়া ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক ডাকার পরামর্শ দিয়েছিল ইউরোপীয় কমিশন।

এরপর ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে যেসব পরামর্শ দেওয়া হয়েছিল তার মধ্যে একটি ছিল রাশিয়ার পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসের দাম ঠিক করে দেওয়া। কিন্তু সদস্য দেশগুলো গতকালের (০৯ সেপ্টেম্বর) বৈঠকে এই প্রস্তাবের বিষয়ে একমত হতে পারেনি। ইউরোপীয় ইউনিয়নের কোনও কোনও সদস্য দেশ বলছে, এই ধরনের পদক্ষেপে হিতে-বিপরীত হতে পারে।

সারাদিন/১০ সেপ্টেম্বর/এমবি

Nagad