আকাশে যান্ত্রিক গোলযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান খান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি-

মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করায় অল্পের জন্য রক্ষা পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। ইমরানসহ বিমানের অন্য যাত্রীরা সুস্থ এবং অক্ষত আছেন বলে রোববার জানিয়েছে ডন অনলাইন।

শনিবার বিশেষ বিমানে করে পাকিস্তানের গুজরানওয়ালায় এক সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন ইমরান খান। মাঝ আকাশে বিমানটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার কাছে জরুরি অবতরণের আবেদন জানান পাইলট। অনুমতি পাওয়ার পর নিরাপদেই অবতরণ করে বিমানটি।

ইমরানের দল পিটিআই জানিয়েছে, বিমান থেকে নেমে পরে সড়কপথে সভাস্থলের উদ্দেশে চলে যান ইমরান।

পিটিআই নেতা আজহার মাশওয়ানি জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পরেই বিমানটিকে ইসলামাবাদে ফিরিয়ে আনা হয়।

দেশটির এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এর আগে চলতি মাসের শুরুতে ইমরানের নিরাপত্তা বহরের গাড়িতে আগুন লাগে। সে সময়ও বেঁচে যান ইমরান খান। এদিকে গুজরানওয়ালায় র‍্যালিতে হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খান। তিনি দেশটির সেনাবাহিনীকে উদ্দেশ করে বলেন, এই সরকারের আমলে যদি দেশের অর্থনীতি আরও খারাপ হয় তাহলে এর জন্য দায়ী হবে সেনাবাহিনী।

Nagad