আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

পুতিনের যুদ্ধ ইউরেশিয়ায় চীনের আধিপত্যের সুযোগ করে দিচ্ছে

সব সন্দেহের অবসান ঘটিয়ে বিষয়টি এখন প্রকাশ্যে চলে এল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ‘উদ্বিগ্ন’ চীন। এ বিবৃতি যে মঞ্চ থেকে এসেছে, সেটি নানা কারণেই বড় বিস্ময়ের জন্ম দিয়েছে। কেননা, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন থেকেই এ বিবৃতি এসেছে। প্রশ্ন হলো, চীনের এই উদ্বেগ পুতিন স্বীকার করে নিলেন, এর তাৎপর্যটা আসলে কী? গত কয়েক সপ্তাহে ইউক্রেনে বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে নিজেদের দখলে নেওয়া আট হাজার বর্গকিলোমিটার এলাকা খুইয়েছে তাঁর সেনাবাহিনী। এর অর্থ হচ্ছে, ঘনিষ্ঠতম মিত্রদের ওপর রাশিয়ার প্রভাব কমেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ছাড়কৃত দামে তেল ও গ্যাস কিনছে চীন। কিন্তু ইউরোপের সঙ্গে স্থলপথে বাণিজ্যের ক্ষেত্রে চীনের প্রধান পথটি বন্ধ হয়ে গেছে। চীন স্থলপথে কাজাখস্তান ও রাশিয়া হয়ে ইউরোপে পণ্য পাঠায়। বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ছে এবং বৈশ্বিক মন্দার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে রপ্তানিনির্ভর অর্থনীতির দেশ চীনের জন্য অবশ্যই উদ্বিগ্ন হওয়ার অনেক কারণ রয়েছে। সূত্র: প্রথম আলো

দ্রুত যুদ্ধের শেষ চান পুতিন সম্ভাবনা দেখেন না জেলেনস্কি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে বাইডেনের হুঁশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যত শিগগির সম্ভব ইউক্রেনে সামরিক অভিযানের ইতি টানতে চান তিনি। তবে এ ব্যাপারে যে রাশিয়ার কোনো তাড়াহুড়া নেই, সেটা জানাতে তিনি ভোলেননি। তাঁর এসব মন্তব্যের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, যুদ্ধ কোন দিকে গড়াবে, সেটা বলার সময় এখনো হয়নি। তাঁর মতে, যুদ্ধের গতি-প্রকৃতি অনেকটাই নির্ভর করছে মিত্র দেশগুলোর অস্ত্র সরবরাহের ওপর। গত শুক্রবার উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রুশ রাষ্ট্রপ্রধান পুতিন বলেন, ইউক্রেনে সংঘাত নিয়ে নয়াদিল্লির উদ্বেগ তিনি বুঝতে পেরেছেন। ইউক্রেন যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে চান বলেও মোদিকে জানান তিনি। মোদি ও পুতিনের মধ্যকার বৈঠকের আলাপচারিতার ব্যাপারে ক্রেমলিন থেকে প্রকাশিত চুম্বকাংশে এ তথ্য জানানো হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

ইরানে ‘সঠিকভাবে’ হিজাব না পরায় আটক তরুণীর মৃত্যু, বিক্ষোভ

ইরানে ‘সঠিকভাবে’ হিজাব না পরার কারণে এক তরুণীকে আটকের পর তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। এ ঘটনায় দেশটিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মাহসা আমিনি (২২) নামে ওই তরুণীকে ‘সঠিকভাবে’ হিজাব না পরার কারণে আটক করে ‘গাশত-ই এরশাদ’ নামে পরিচিত ইরানের নৈতিকতা পুলিশ। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর রয়টার্সের-শুক্রবার হাসপাতালের কোমায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর শনিবার পশ্চিম ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। ওই তরুণীকে পুলিশি হেফাজতে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ইরানের কুর্দিস্তান প্রদেশের কাছে বিভিন্ন শহর থেকে ওই তরুণীর শহর সাকেজে জড়ো হন। সেসময় বিক্ষুব্ধ হয়ে তারা সরকারবিরোধী স্লোগানও দেন। সূত্র: সমকাল

Nagad

সুখের আশায় হাঁটছেন ৫ হাজার কিমি. পথ
চিলিতে পাড়ি জমাচ্ছেন ভেনিজুয়েলার বাসিন্দারা

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ভেনিজুয়েলা। কোভিড-১৯ মহামারির পর থেকে প্রায়ই অনাহারে অর্ধাহারে দিন কাটিয়ে আসছেন দেশটির মানুষ। রুশ-ইউক্রেন যুদ্ধের গ্যাঁড়াকলে পড়া বিশ্ব অর্থনীতির মন্দাভাবও শ্বাসরোধের হুমকি দিয়েছে তাদের। অনেকটা বাধ্য হয়েই জন্মভূমির সঙ্গে প্রাণের মায়াও ছেড়ে দিয়েছেন ভেনিজুয়েলানরা। পদে পদে ডাকাত দলের আক্রমণের ঝুঁকি আর প্রাণঘাতী রোগের আশঙ্কা মাথায় নিয়েই পাড়ি দিচ্ছেন সীমান্ত। উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় অভিবাসীদের লক্ষ্য চিলি। ইউএন নিউজ। জনি (২৬) তার গর্ভবতী স্ত্রী ক্রিবসেল (১৯) তাদের দুই সন্তানের সঙ্গে চিলির একটি অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রে বসে আছেন। তিন হাজার ৭০০ মিটার উচ্চতা এবং হিমায়িত জলবায়ু পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে এখানে এসে পৌঁছেছেন তারা। রোদে পুড়ে যাওয়া, হাইপোথার্মিয়ায় কাবু হওয়া পরিবারটি এখন শ্বাস নিতে হাঁপিয়ে উঠেছে। তারা বলিভিয়া থেকে এখানে পৌঁছেছেন পাঁচ ঘণ্টা ভ্রমণের পর। তাদের দুই মাসের অভিযাত্রার এটাই ছিল শেষ স্টেশন। আর এখানে পৌঁছাতে বিভিন্ন পর্যায়ে তারা হেঁটেছেন পাঁচ হাজার কিলোমিটার পথ, পার হয়েছেন ভেনিজুয়েলা, কলোম্বিয়া, পেরু, বলিভিয়া এবং চিলির পাঁচটি সীমান্তক্রসিং। পাঁচ দেশের এ দীর্ঘ মরু-জঙ্গলপথে এক প্রকার অলৌকিকভাবেই বেঁচে গেছেন বিপজ্জনক অপরাধী গোষ্ঠীগুলোর হাত থেকে। শীতে কাঁপতে কাঁপতে জনি বলছিলেন, ‘এমন ঠাণ্ডা আবহাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না।’ ভেনিজুয়েলায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন জনি। কিন্তু চাকরি হারিয়ে পথে বসে গিয়েছিলেন। পরিবারের মৌলিক চাহিদা মেটানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তাই আন্দিয়ান পার্বত্য অঞ্চল পেরিয়ে প্রথমে কলম্বিয়ায় পৌঁছান তারা। এরপর পাড়ি দেন ইকুয়েডর, পেরু ও বলিভিয়ার দীর্ঘ পথ। আর এ দীর্ঘ যাত্রায় তাদের পকেটের সঙ্গী ছিল মাত্র ৪৫০ ডলার। পরিবারটির গল্প এই অভিবাসন রুটের বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। প্রায়ই ছোট ছোট দলে বিভক্ত হয়ে লোকেরা এই রুটটি ব্যবহার করেন। কোথাও বাসে, কোথাও ট্যাক্সিতে কিংবা কোথাও হেঁটে পার হতে হয় অভিবাসন প্রত্যাশীদের। সূত্র: যুগান্তর

আজারবাইজান-আর্মেনিয়া সংঘর্ষে নিহত বেড়ে ২১০
দেশ দুটির দ্বন্দ্ব মূলত নাগারনো-কারাবাখ অঞ্চল ঘিরে

সীমান্ত নিয়ে আজারবাইজান-আর্মেনিয়ার সেনাদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। গত বৃহস্পতিবার থেকে চলে দুই পক্ষের তুমুল লড়াই। ইয়েরেভান ও বাকু এই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে। গত দুই বছর ধরে দ্বন্দ্বে লিপ্ত দেশ দুটির সেনাবাহিনী। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আজ ইয়েরেভান সফর করবেন বলে জানা গেছে। ককেশাসের প্রতিবেশী দেশ দুটির যুদ্ধ শুরু হয় ২০২০ সালে। এর আগে ’৯০-এর দশকে যুদ্ধে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। দেশ দুটির মধ্যে দ্বন্দ্ব মূলত নাগারনো-কারাবাখ অঞ্চলকে ঘিরে। আন্তর্জাতিক স্বীকৃত সীমানা অনুযায়ী নাগারনো-কারাবাখ আজারবাইজানের অংশ। তবে সেখানকার বাসিন্দারা জাতিগতভাবে আর্মেনীয়। উভয়পক্ষ একে অপরকে দুষছে সর্বশেষ সংঘর্ষের জন্য। যদিও আন্তর্জাতিক মধ্যস্থতায় গত বৃহস্পতিবার দুই পক্ষের লড়াই থামে। এদিকে, যুদ্ধবিরতির পর আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নিহত সেনার সংখ্যা ৭১ থেকে বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। অপরদিকে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানান, এখন পর্যন্ত আর্মেনিয়ার নিহত সেনার সংখ্যা ১৩৫ জন। সূত্র: বিডি প্রতিদিন।

ঘূর্ণিঝড় নানমাদোল
জাপানে কিউশু দ্বীপে সর্বোচ্চ সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ

ঘূর্ণিঝড়ের সতর্কতায় জাপানের লাখো মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করেছে দেশটির সরকার। স্থানীয় সময় রোববার দেশটির কিউশু দ্বীপে ঘূর্ণিঝড় নানমাদোল আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। জাপানের সর্ব দক্ষিণের এ দ্বীপটিতে ১ কোটি ৩০ লাখ মানুষের বাস। জাপানের আবহাওয়া অধিদফতর বলছে, ঝড়ের কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সেইসঙ্গে ২৪ ঘণ্টায় ৫০০ মিলিমিটার বৃষ্টিপাতও হতে পারে। সতর্কতার অংশ হিসেবে কিউশুতে বিশেষ ধরনের উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভূমিধস ও বন্যার সতর্কতাও জারি করা হয়েছে। ট্রেন ও আকাশপথে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়টি কিউশুতে আঘাত হানার পরপরই উত্তর-পূর্ব দিকে ঘুরে মধ্য টোকিওর দিকে অগ্রসর হতে পারে। কিউশুতে আঘাত হানার পরেও এটি পুরোপুরি শক্তি হারাবে না বলেও ধারণা করা হচ্ছে। সূত্র: বণিক বার্তা।

নিজের জন্মদিনে ভারতের জঙ্গলে পুনরায় চিতা’র সূচনা করালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আফ্রিকার নামিবিয়া থেকে প্রত্যাশিত সেই আটটি চিতা আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) ভারতে পৌঁছেছে। স্থানীয় সময় সাতটায় চিতা বহনকারী বিশেষ বিমানটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে পৌঁছায়। বিলুপ্তির দীর্ঘ ৭০ বছর পর এই প্রথমবার চিতা ভারতে বিচরণ করতে যাচ্ছে। ১৯৫২ সালে ভারত সরকার চিতাকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে।দুই থেকে ছয় বছর বয়সী এ আটটি চিতার মধ্যে পাঁচটি স্ত্রী চিতা এবং বাকি তিনটি পুরুষ চিতা। তবে শুধু এ আটটিই নয়, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া থেকে মোট অন্তত ২০টি চিতা ভারতে আনা হবে। বৃহদাকার মাংসাশী কোনো প্রাণীকে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে এনে বনে ছাড়ার ঘটনা এটাই প্রথম। বিশ্বের সবচেয়ে দ্রুততম এ প্রাণী ঘণ্টায় ১১৩ কিলোমিটার (৭০ মাইল) বেগে যেতে পারে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে সতর্ক করেছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের যুদ্ধে রাসায়নিক কিম্বা ট্যাকটিক্যাল পারমাণু অস্ত্র ব্যবহার না করতে রাশিয়াকে সতর্ক করে দিয়েছেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মি. বাইডেন বলেন, এধরনের অস্ত্র ব্যবহার করা হলে “যুদ্ধের চেহারা এমনভাবে বদলে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো দেখা যায়নি।”তবে এধরনের অস্ত্র ব্যবহারের জবাবে যুক্তরাষ্ট্র কী ধরনের ব্যবস্থা নেবে সেবিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কিছু বলেন নি।এবছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণু শক্তিকে “বিশেষ সতর্কাবস্থায়” রাখার কথা ঘোষণা করেছিলেন।রুশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের তিনি বলেছিলেন পশ্চিমা বিশ্বের “আগ্রাসী মনোভাবের” কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।সম্প্রতি রুশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থেকে ইউক্রেনের কিছু এলাকা হাতছাড়া হয়ে যাওয়ার পর পশ্চিমা দেশগুলোতে আশঙ্কা তৈরি হয়েছে যে প্রেসিডেন্ট পুতিন হয়তো এখন আরো কট্টর কৌশল গ্রহণ করতে পারেন। সূত্র:বিবিসি বাংলা ।

মিয়ানমার সীমান্তে সারাদিন গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বিপরীতে সারাদিন ভারী গোলাগুলির আওয়াজ শুনতে পেরেছেন সীমান্তের বাসিন্দারা; এতে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মিয়ানমার থেকে আসা গোলার বিস্ফোরণে রোহিঙ্গাদের হতাহতের ঘটনার পর শনিবার সকালে সীমান্ত এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।তবে শনিবার কোনো গোলা বাংলাদেশের সীমানায় এসে পড়েনি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।সীমান্ত পরিস্থিতি জানিয়ে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাংবাদিকদের বলেন, “প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে স্থানীয়দের সীমান্তের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।” সূত্র: বিডি নিউজ

সীমান্তে মর্টারশেল
ফের তলব করা হচ্ছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে

মিয়ানমার থেকে ছোড়া মর্টারের গোলার আঘাতে বাংলাদেশের বান্দরবানে একজন নিহত হওয়ার ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করা হচ্ছে। এক মাসের মধ্যে চতুর্থবারের মতো তলব করা হচ্ছে সামরিক জান্তা শাসিত দেশটির রাষ্ট্রদূতকে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করে এ বিষয়ে প্রতিবাদ জানানো হবে। মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের ওই গোলা এসে বিস্ফোরণ হয়। এতে মোহাম্মদ ইকবাল (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আট জন। সূত্র: জাগো নিউজ