অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি-পরিবেশন, চার হোটেলকে জরিমানা

দিনাজপুর সংবাদদাতাদিনাজপুর সংবাদদাতা
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২

সংগৃহীত

দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে চারটি হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হিলি বাজারের বিভিন্ন হোটেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম। এ সময় সেখানে স্যানিটারি ইন্সপেক্টর আতিকুল রহমান উপস্থিত ছিলেন।

এদিন বাবা হোটেলকে দুই হাজার, রুবেল হোটেলকে তিন হাজার, লিজা মনি হোটেলকে ২০ হাজার এবং আল-মদিনা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ নূর এ আলম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, হিলি বাজারের কয়েকটি হোটেল ও রেস্টেুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। খবর পেয়ে বিভিন্ন এলাকার ৪টি হোটেল ও রেস্টেুরেন্টে এই অভিযান চালানো হয়। এ সময় হোটেল ও রেস্টেুরেন্টের মালিকদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আর যেন নোংরা বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশন না করে সেজন্য তাদের সতর্ক করা হয়েছে বলেও জানান ইউএনও।

সারাদিন/২৬ সেপ্টেম্বর/এমবি

Nagad