যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
একাধিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানটিতে চার ক্যাটাগরির পদে চারজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
পদের নাম: উপপরিচালক (বাজেট), সহকারী পরিচালক (বাজেট), মেডিকেল অফিসার (আবাসিক), সহকারী টেকনিক্যাল অফিসার (বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ)।
শিক্ষাগত যোগ্যতাসহ পদের বিবরণ:
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই সেট আবেদনপত্র রেজিস্ট্রারের দপ্তরে পাঠাতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অথবা রেজিস্ট্রারের কার্যালয় থেকে আবেদন ফরম ও যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করতে হবে।
আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণসংক্রান্ত ও অন্যান্য মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্র; সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি; জাতীয় পরিচয়পত্র; নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীর যোগাযোগের বর্তমান ঠিকানা লিখিত ১০ টাকার ডাকটিকিট সংযুক্ত ১০ ইঞ্চি বাই সাড়ে ৪ ইঞ্চি সাইজের দুটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদন ফি: রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ১ নম্বর পদের জন্য ১১০০ টাকা, ২ নম্বর পদের জন্য ১০০০ এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ৯০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ অক্টোবর ২০২২
আবেদনপদ্ধতিসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে …এখানে ক্লিক করুন।
সারাদিন/০১ অক্টোবর/এমবি