সহিংসতার আশ্রয় নিলে কেউ রেহাই পাবেন না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

সংগৃহীত ছবি-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে যদি কেউ দুর্বৃত্তগিরি করেন, সহিংসতার আশ্রয় নেন, তাহলে আমরা তাদের চিহ্নিত করে শাস্তি দেব এবং কেউ রেহাই পাবেন না।’

রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর কালীগঞ্জ মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সনাতম ধর্মাবলমম্বীদের আশ্বস্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা ভয় পাবনে না, আতঙ্কিত হবেন না। এবার আমরা প্রস্তুত। আমি আশা করি, দুর্বৃত্তরা কোনো দলের নয়, এরা যে দলেরই পরিচয় হোক তাদের প্রতিরোধ করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’

‘পূজা কমিটি বলেছে, বিচার হয়নি। কেন বিচার হবে না? বাংলাদেশে কত অপরাধীদের বিচার করেছেন শেখ হাসিনা। এমনকি নিজের দলের লোকও জেলে। কাজেই যারা হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা করেছে, সে যে পরিচয়ই হোক-এই দুর্বৃত্তদের ক্ষমা নেই। তাদের বিচারের সম্মুখীন করতেই হবে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে।’

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে একটা অশুভ চক্র আছে যারা হিন্দুদের অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায় যে কাজটা আওয়ামী লীগ করেছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময় বিরোধী রাজনৈদিক দলের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন চান শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম করতে দিন। সংলাপ করছেন করুন, সেটা আপনাদের নিজেদের ব‌্যাপার, কিন্তু আমি বলবো দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে সরকারি দলের পাশাপাশি বিরোধীদলেরও ভূমিকা আছে। আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। দুর্বৃত্তরা কোনো রাজনৈতিক দলের নয়।’

Nagad

অন‌্য যেকোনো সময়ে চেয়ে এবার সরকার বেশি সতর্ক রয়েছে জানিয়ে কাদের বলেন, ‘সারা বাংলায় আইনপ্রয়োকারী সংস্থা তারা প্রস্তুত আছে। তারা সতর্ক পাহারায় আছে। বিশৃঙ্খলা, সহিংসতার বিরুদ্ধে এবার অনেক বেশি শক্তিশালী অবস্থায় আছে। তাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আজকে সক্রিয় অবস্থানে রয়েছে।’

‘কোনো চিন্তা করবেন না। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসব সার্বজনীন।”

সেতুমন্ত্রী বলেন, ‘আশা করি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে উৎসব। সোমবার কুমারী পুজো, মহাষ্টমী। এরপর নবমী, তারপর দশমী। এ কয়েক দিন আমরা সকলে মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করব, আমরা পাশে থাকব। এটা শুধু আওয়ামী লীগ নয়, সব দলেরই কর্তব্য।’

বিরোধীদলকে ইঙ্গিত করে কাদের বলেন, ‘শুধু রাজনীতি করলে হবে না। হিন্দুদের জন্য এটা ঈদ। কাজেই তাদের ধর্মকর্ম যাতে তারা পালন করতে পারে, সে ব্যাপারে আপনারাও সহযোগিতা করবেন।’

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা, রমনা কালিমন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক পলাশ হাজরা, সদস্য সচিব উৎপল বিশ্বাস উপস্থিত ছিলেন।