আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

দুই ফিলিস্তিনি কিশোর-তরুণকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

দুই ফিলিস্তিনি কিশোর-তরুণকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খবর রয়টার্সের-গতকাল শনিবার দখলকৃত পশ্চিম তীরে সংঘর্ষকালে এ হত্যার ঘটনা ঘটে। ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হত্যাকাণ্ডের শিকার দুজনের মধ্যে একজনের বয়স ১৬ বছর, অপরজনের ১৮ বছর। সংঘর্ষের ঘটনায় ১১ জন আহত হয়েছেন।এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অন্যদিকে পূর্ব জেরুজালেমের একটি তল্লাশিচৌকিতে হামলায় আহত এক ইসরায়েলি সেনা মারা গেছেন। আজ রোববার ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, রাতে পূর্ব জেরুজালেমের একটি তল্লাশিচৌকিতে হামলা হয়। এক ফিলিস্তিনি বন্দুকধারী এ হামলা চালান।আজ সকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গুলিতে গুরুতর আহত এক সেনা মারা গেছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।আগে ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র বলেছিলেন, একজন হামলাকারীকে ধরতে অভিযান চলছে। হামলাকারী একটি তল্লাশিচৌকিতে দুই ইসরায়েলি সেনাকে গুলি করে গুরুতর আহত করেন। সূত্র: প্রথম আলো

ক্রিমিয়ার সেতুতে বিস্ফোরণে ধাক্কা খেল রাশিয়া

বেশ কিছু ইউক্রেনীয় অঞ্চলের দখল হারানোর পর ক্রিমিয়া উপদ্বীপে গতকাল শনিবার বড় ধাক্কা খেল মস্কো। উপদ্বীপটির সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ড সংযোগকারী সেতুতে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি এর একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটি যুদ্ধের রসদ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ পথ। এদিকে যুদ্ধে ঘুরে দাঁড়াতে গতকাল নতুন কমান্ডার নিয়োগ করেছে মস্কো।ক্রিমিয়ার কের্চ প্রণালির ওপর নির্মিত সেতুটির বিপর্যয়ের পর ইউক্রেন শিবিরে বেশ উত্ফুল্ল ভাব দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনাকে গত এপ্রিলে রাশিয়ার মস্কভা রণতরি ধ্বংসের সঙ্গে তুলনা করেছে। সূত্র: কালের কণ্ঠ

৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন
কী আছে বাইডেনের ভাগ্যে
প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে রিপাবলিকানদের পাঁচটি অতিরিক্ত আসন জিততে হবে। সিনেটের পূর্ণ নিয়ন্ত্রণে প্রয়োজন একটি বাড়তি আসন * ইতিহাস বলছে, ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল প্রায় সবসময়ই মধ্যবর্তী নির্বাচনে হাউজে আসন হারিয়েছে * পেনসিলভানিয়া উইসকনসিন, নেভাদা ও জর্জিয়া এই ৪ রাজ্যের হাতে জয়-পরাজয়ের চাবি

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। এরই মধ্যে পেরিয়েছেন প্রায় অর্ধেক পথ। কখনো মসৃণ, কখনো বন্ধুর ছিল সে পথচলা। মার্কিনিদের অনেক প্রত্যাশার ওপর ভর করে এ দায়িত্ব তার কাঁধে। সেসবের কতটা সফল হয়েছেন। কিংবা কতটা সাফল্যের পথে? কিংবা এরই মধ্যে অর্পিত দায়িত্বের প্রতি মনোযোগে চিড় ধরেছে কি? তারই মোক্ষম পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে বাইডেন প্রশাসন। সে লক্ষ্যেই ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির মধ্যবর্তী নির্বাচন। কিন্তু কী আছে দেশটির সবচেয়ে বয়োবৃদ্ধ এ প্রেসিডেন্টের ভাগ্যে? তিনি কি চার বছর মেয়াদ পূরণের পথে এগিয়ে যাবেন, নাকি রিপাবলিকানদের সুযোগ সন্ধানী রাজনীতির খড়গে কাটা পড়বে ডেমোক্র্যাটদের ভবিষ্যৎ? এএফপি, দি গার্ডিয়ান ও বিবিসির বিশ্লেষণ।
কেন এ নির্বাচন : মধ্যবর্তী নির্বাচন হচ্ছে দুই বছরের মাথায় মার্কিন প্রেসিডেন্টের পেরিয়ে যাওয়া প্রশাসনিক দক্ষতা মূল্যায়ন। অন্য কথায় ব্যালটবিহীন নির্বাচনে জাতীয় রায় দেওয়ার অনন্য সুযোগ। যুক্তরাষ্ট্রের সরকারে জনগণের প্রতিনিধিত্ব করেন ৫৩৫ জন আইন প্রণেতা। যারা কংগ্রেস সদস্য হিসাবে পরিচিত। কংগ্রেসের আছে দুটি কক্ষ-সিনেট ও হাউজ অব রিপ্রেজেনটেটিভস। আইন তৈরির জন্য কংগ্রেসের এই দুটি কক্ষ এক সঙ্গে কাজ করে। সিনেট কংগ্রেসের ১০০ সদস্যের উচ্চকক্ষ। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য (তাদের আকার যাই হোক) দুজন করে সিনেট সদস্য নির্বাচিত করে। সূত্র: যুগান্তর

Nagad

যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কে নতুন টানাপড়েন
জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণায় হোয়াইট হাউস ও রাজপরিবারের মধ্যে নতুন করে দূরত্ব তৈরি হয়

যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে ওপেক। এতে হোয়াইট হাউস ও সৌদি রাজপরিবারের মধ্যে নতুন করে দূরত্ব তৈরি হয়েছে। সম্পর্কের ফাটল আরও চওড়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় দেশগুলোর ডজনখানেক সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞ এমন আভাসই দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রিয়াদের নেতৃত্বাধীন তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের তেল উৎপাদন কমানো আটকাতে জোর চেষ্টা করেছিল সৌদি আরবের একসময়কার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। বাইডেনের আশা ছিল, নভেম্বরে হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে ফের জ্বালানির দাম বেড়ে যাওয়া ঠেকিয়ে রাখা যাবে। এমনিতেই তার ডেমোক্রেটিক পার্টি মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে হিমশিম খাচ্ছে, মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম বেড়ে গেলে তা ভোটের ফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। ইউক্রেন যুদ্ধের এ সময় রাশিয়ার জ্বালানি আয় সীমিত করে আনাও ওয়াশিংটনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। সূত্র: বিডি প্রতিদিন।

উড়োজাহাজ চলাচল খাত
শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিতে জাতিসংঘের সম্মতি

০৫০ সাল নাগাদ এভিয়েশন বা উড়োজাহাজ চলাচল খাতে কার্বন নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনার দীর্ঘমেয়াদি লক্ষ্যে সম্মতি দিয়েছে জাতিসংঘ। চীন ও রাশিয়ার কারণে সৃষ্ট সমস্যার মধ্যেও সংস্থাটি এতে সম্মতি দিয়েছে। খবর দ্য গার্ডিয়ান।উড়োজাহাজ খাতে কার্বন নিঃসরণ কমাতে এয়ারলাইনস প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ আসতে থাকায় দেশগুলোও এতে অংশ নিল। সম্মতি প্রকাশ করলেও পরিবেশবিদরা এ চুক্তিকে দাঁতহীন বলে আখ্যা দিয়েছেন। বেশ কয়েকটি ইউরোপীয় দেশের আপসের কারণে এ দীর্ঘমেয়াদি লক্ষ্যে কমিটি সম্মতি দিয়েছে। এসব দেশ আরো উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তিন বছর পরপর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) আয়োজিত সম্মেলনে তাদের বাহবা দেয়া হয়। রাশিয়া ও ইরিত্রিয়ার সমর্থনের পরিপ্রেক্ষিতে চীন অধিক প্রমাণ ছাড়া এ লক্ষ্য অর্জনের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই সঙ্গে যেসব উন্নয়নশীল দেশ এখনো তাদের এভিয়েশন বা উড়োজাহাজ বাজার বিস্তারে কাজ করছে তাদের আর্থিক সহায়তা দেয়ার জন্য উন্নত দেশগুলোকে ভূমিকা পালন করতে হবে বলে দাবি জানায়। সূত্র:বণিক বার্তা।

অ্যাপলে চাকরি করতে চান? প্রার্থীদের মধ্যে এই ৪ দক্ষতা খোঁজেন সিইও টিম কুক!

অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে কে না চায়? কিন্তু এসব প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া যে বেশ দুরূহ তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ প্রতিভাবান ব্যক্তি এসব প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেন। সম্প্রতি অ্যাপলের সিইও টিম কুক প্রকাশ করেছেন এক দুর্লভ সত্য, জানিয়েছেন কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের মধ্যে ৪টি দক্ষতা বা বৈশিষ্ট্য খোঁজেন তিনি।সম্প্রতি ইতালির ইউনিভার্সিটি অব নেপলস ফেডেরিকো টু থেকে উদ্ভাবন ও আন্তর্জাতিক ব্যবস্থাপনায় সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত হয়েছেন ৬১ বছর বয়সী টিম কুক। অ্যাপলের সিইও মনে করেন একটি কোম্পানির সফলতা নির্ভর করে কোম্পানির নিজস্ব সংস্কৃতি ও কাদের নিয়োগ দিচ্ছে তার ওপর।টিম কুক বলেন, আমাদের প্রতিষ্ঠানে একদল মানুষ আছেন যারা পৃথিবীতে পরিবর্তন আনতে চান, মানুষের জীবনকে সমৃদ্ধ করতে চান, তারা যেমন পৃথিবীতে এসেছেন, ভবিষ্যত প্রজন্মকে তার চেয়ে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে চান। এটা এমন একটা অনুভূতি যার কারণে মানুষ তার সেরাটা দিতে চায় কর্মস্থলে। আর এর প্রমাণ আমি বারবার পেয়েছি এবং এর ফলাফলও অবিশ্বাস্য!” চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে অ্যাপলের সিইও জানান, অ্যাপলের কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের মধ্যে তিনি যে চারটি বৈশিষ্ট্য খোঁজেন সেগুলো হলো:- সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বিস্ফোরণের পর আংশিক সচল ক্রিমিয়া সেতু: রাশিয়া

রাশিয়ার মূল ভূখণ্ডকে ক্রিমিয়ার সঙ্গে যুক্ত করা একমাত্র সেতুটিতে ফের হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটি।ভয়াবহ ওই বিস্ফোরণের কয়েক ঘণ্টার মাথায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই ঘোষণা দেওয়া হয়। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। গতকাল শনিবার ইউরোপের সবচেয়ে দীর্ঘ এই সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন। সেতুটিকে ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।এ ঘটনায় বিস্ফোরণের সময় একটি গাড়িতে থাকা তিন আরোহী নিহত হওয়ার কথা জানিয়েছেন রুশ কর্মকর্তারা। ব্রিজে তাদের গাড়ির পাশেই একটি লরিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সূত্র: সমকাল

তেলের উৎপাদন হ্রাস: আমেরিকাকে সৌদি বৃদ্ধাঙ্গুলি, খেপেছে বাইডেন প্রশাসন, পরিণতি কী?

জ্বালানি তেলের উৎপাদন দিনে দুই লাখ ব্যারেল কমানোর যে সিদ্ধান্ত ওপেক প্লাস অর্থাৎ বিশ্বের প্রধান তেল উৎপাদক দেশগুলোর জোট বুধবার নিয়েছে তা পশ্চিমা দুনিয়ায়, বিশেষ করে আমেরিকায় – তা একই সাথে উদ্বেগ এবং ক্ষোভ তৈরি করেছে।বাইডেন প্রশাসন সাথে সাথেই তাদের ক্রোধে প্রধান লক্ষ্যবস্তু করেছে সৌদি আরবকে, কারণ যদিও রাশিয়াও এই জোটের অন্যতম প্রধান সদস্য – কিন্তু বিশ্বের এক নম্বর তেল উৎপাদক হিসাবে সৌদিরাই ওপেক প্লাসের যে কোনো সিদ্ধান্তের প্রধান নিয়ন্তা। এমনিতেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এখন মুদ্রাস্ফীতি এবং আর্থিক অস্থিতিশীলতার মধ্যে হাবুডুবু খাচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে দলাদলির জেরে রাশিয়া থেকে গ্যাস সরবররাহ প্রায় বন্ধ হওয়ার সম্ভাবনার মুখে এই শীতে অবস্থা কী দাঁড়াবে – তা নিয়ে ইউরোপের সরকারগুলো গভীর শংকায় ভুগছে।এই পরিস্থিতিতে বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমা এবং পরিণতিতে আরেক দফা দাম বাড়ার নিশ্চিত সম্ভাবনাকে তারা মরার ওপর খাঁড়ার ঘা হিসাবে দেখছে।যদিও ওপেক বলছে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে নভেম্বর থেকে, কিন্তু বুধবারের সিদ্ধান্ত জানার সাথে সাথেই অপরিশোধিত তেলের বাজারে দাম চড়তে শুরু করেছে। বিশ্লেষকরা ধারণা করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।এই পরিস্থিতি আটকাতে পশ্চিমা দেশগুলো গত কয়েকমাস ধরেই প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল।নির্বাচনী প্রচারণার সময় মি বাইডেন যে সৌদি সরকারকে বিশ্বে অচ্ছুৎ বানিয়ে ফেলার অঙ্গীকার করেছিলেন – সেই তিনি ১৫ই জুলাই জেদ্দায় গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ করেন। সূত্র: বিবিসি বাংলা।

নাইজেরিয়ায় নৌকা উল্টে নিহত ১০, নিখোঁজ ৬০

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকা উল্টে অন্তত ১০ আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই ঘটনায় ৬০ জন এখনও নিখোঁজ। শুক্রবার আনামব্রায় তীব্র বন্যার মধ্যে ৮৫ আরোহীর ওই নৌকাটি উল্টে যায় বলে জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমুর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজ্যটির গভর্নর চুকয়ুমা চার্লস সোলুদো এক বিবৃতিতে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সূত্র: বিডি নিউজ

 

পাত্তা পেল না পশ্চিমা উদ্বেগ

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে (ইউএনএইচআরসি) চীনের উইঘুর মুসলিম ইস্যুতে তোলা একটি প্রস্তাব শেষ পর্যন্ত গৃহীত হয়নি। কাউন্সিলের ৪৭ সদস্য দেশের মধ্যে ১৭টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ১৯টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। ১১টি দেশ ভোটদানে বিরত ছিল। চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গত বৃহস্পতিবার ইউএনএইচআরসিতে প্রস্তাবটি উপস্থাপন করেছিল কাউন্সিলের সদস্য যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ব্রিটেন এবং তুরস্ক। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশ চীনের জন্য নেতিবাচক পশ্চিমা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া, আরব বিশ্বের কাতার, সংযুক্ত আরব আমিরাত এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। একই সঙ্গে পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তানের মতো মুসলিমপ্রধান দেশগুলোও ভোটাভুটিতে চীনের পক্ষেই রায় দিয়েছে। সূত্র: দেশ রুপান্তর