লিগে বাজে পারফর্মেন্স, স্টিভেন জেরার্ড বরখাস্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২২

শঙ্কা জেগেছিল আগেই। লিগে বাজে পারফর্মেন্সের কারণে যেকোনো দিন বরখাস্ত হতে পারেন অ্যাস্টন ভিলার কোচ। সেই শঙ্কা সত্যি হতে বেশি দেরি হয়নি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) অ্যাস্টন ভিলার কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হন স্টিভেন জেরার্ড।

অ্যাস্টন ভিলা প্রিমিয়ার লিগ রিলিগেশন জোনের ওপরে রয়েছে। তারা এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে। ১১ মাস দায়িত্বে থাকার পর জেরার্ডকে সরিয়ে দেয়।

এক বিবৃতিতে অ্যাস্টন ভিলা ক্লাব জানায়, ‘অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব নিশ্চিত করছে যে প্রধান কোচ স্টিভেন জেরার্ড দ্রুত ক্লাব ছাড়ছেন। আমরা স্টিভেনকে তার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাতে চাই। ভবিষ্যতের জন্য তার মঙ্গল কামনা করি।’

জেরার্ড গত নভেম্বরে সাড়ে তিন বছরের চুক্তিতে ডিন স্মিথের স্থলাভিষিক্ত হন। রেঞ্জার্স থেকে আসার পর গত মেয়াদে ভিলাকে ১৪তম স্থানে নিয়ে যান।

সাবেক লিভারপুল এবং ইংল্যান্ড তারকা এই মৌসুমে ভিলাকে টেবিলের ওপরে নিয়ে যাবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু দল রেলিগেশনের দুয়ারে। জেরার্ড ২০২১ সালে রেঞ্জার্সের হয়ে স্কটিশ খেতাব জিতেন।

Nagad