৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘তারুণ্যের উৎসব’: নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের ঐক্য ও উদ্যমকে কেন্দ্র করে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার (৮ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসবের প্রতিপাদ্য ছিল: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।’ এতে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণ সমাজের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং আত্মকর্মসংস্থানের প্রবণতা বাড়াতে উৎসব কার্যকর ভূমিকা রাখছে বলে জানানো হয়।

প্রথম পর্যায়ে এই উৎসবে ৭১ লাখ ৬৬ হাজার ৪৭৩ জন তরুণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ২৭ লাখ ৪২ হাজার ১৭১ জন নারী এবং ৪৪ লাখ ২৪ হাজার ৩০২ জন পুরুষ। সারাদেশে আয়োজিত ১৩ হাজার ৭১১টি ইভেন্টের মধ্যে নারীদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট ছিল ২ হাজার ৯৩১টি।

জেলা ক্রীড়া অফিসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। নারীদের অংশগ্রহণে ৮৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ২৫ হাজার ৬০০ নারী অ্যাথলেট অংশ নেন।

মূলত প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে ২৬টি মন্ত্রণালয়ের সমন্বয়ে এই উৎসব বাস্তবায়িত হচ্ছে। ‘তারুণ্যের উৎসব’-এর লক্ষ্য হলো—জাতীয় ঐক্য ও সহযোগিতার চেতনা বৃদ্ধি, উদ্যোক্তা কর্মী হিসেবে আত্মকর্মসংস্থানে তরুণদের উৎসাহিত করা,স্থানীয় ও তৃণমূল উদ্যোগকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা।

উৎসবের সময়সীমা ১৯ ফেব্রুয়ারিতে সমাপ্তি ঘোষণা করা হলেও, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

Nagad

তরুণদের অর্জন ও সাফল্যে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ এগিয়ে যাবে—এই আশায় নতুন উদ্যমে উৎসবের কার্যক্রম অব্যাহত রয়েছে।