যুক্তরাষ্ট্রকে বিমান ও ফুড ড্রিংক কেনায় অগ্রাধিকার দেবে বাংলাদেশ: বাণিজ্য সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে বাণিজ্য ঘাটতি হ্রাসে নানা পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে সরকারি খাতে উড়োজাহাজ, সামরিক সরঞ্জাম ও খাদ্যপণ্য কেনাকাটায় যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মঙ্গলবার (৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, ‘আমাদের বিমানের বেশিরভাগ এয়ারক্রাফট বোয়িং, অবকাঠামোও তাই। শিগগিরই কিছু অর্ডার দেওয়ার পরিকল্পনা আছে। পাশাপাশি সরকারি খাতে যে সমস্ত ফুড ড্রিংক কেনা হয়, সেগুলোর ক্ষেত্রেও আমেরিকাকে প্রাধান্য দেওয়া হবে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তুলা, সয়াবিন, এয়ারক্রাফট, বিভিন্ন যন্ত্রপাতিতে শুল্ক ছাড় চেয়েছে। অনেক পণ্যে এমনিতেই শুল্ক কম। আমরা কিছু ক্ষেত্রে ছাড় দিতে রাজি হয়েছি।’

সচিব জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন চিঠিতে ১ আগস্ট থেকে ৩৫ শতাংশ শুল্ক কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পাঠানো ফ্রেমওয়ার্ক চুক্তির খসড়ার আলোকে আলোচনা এখনও চালু আছে। ‘১০ ও ১১ জুলাই মূল আলোচনা হবে, আমি আজই যাচ্ছি যুক্তরাষ্ট্রে,’ বলেন তিনি।

তিনি আরও জানান, সামরিক হার্ডওয়্যার অর্থাৎ ভেহিকল ও অন্যান্য সরঞ্জামের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়া হবে, তবে অস্ত্র নয়। আমদানি বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য রক্ষাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

ভিয়েতনামের মতো শুল্ক ছাড়ে বাংলাদেশের তৎপরতা কম ছিল—এমন অভিযোগ নাকচ করে দিয়ে সচিব বলেন, ‘আমরা ফুলটাইম এনগেজড ছিলাম ২ এপ্রিল থেকে। একাধিক চিঠি, পাঁচ দফা বৈঠক, খসড়ায় চার দফা সংশোধনী পাঠানো হয়েছে।’

Nagad

তবে তিনি স্বীকার করেন, হঠাৎ করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা সরকার আশা করেনি। ‘তবে শুল্ক কার্যকরের আগে এক মাস সময় দেওয়া এবং আলোচনার দরজা খোলা রাখা থেকেই বোঝা যায়, সমঝোতার সম্ভাবনা রয়েছে,’ বলেন সচিব মাহবুবুর রহমান।