যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধে ফের ডিএমপির গণবিজ্ঞপ্তি
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করে আবারও গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়সহ আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ৯ জুলাই ২০২৫ (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।


নিষিদ্ধ ঘোষিত এলাকার মধ্যে রয়েছে—হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং পর্যন্ত বিস্তৃত অঞ্চল।
এর আগে একাধিকবার একই ধরনের নির্দেশনা দিয়েছিল ডিএমপি। সর্বশেষ গতকাল (সোমবার) বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা যমুনা অভিমুখে রওনা দিলে পুলিশ জলকামান ও লাঠিচার্জের মাধ্যমে তা প্রতিহত করে। এতে বেশ কয়েকজন আহত হন।
গত এক বছরে সচিবালয়, যমুনা, প্রধান বিচারপতির বাসভবন, সেনানিবাস এলাকা এবং অন্যান্য কৌশলগত স্থানগুলোতে ধারাবাহিকভাবে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি ও আইএসপিআর।
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা দাবিতে আন্দোলনে যুক্ত হচ্ছেন। নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও আন্দোলনকারীরা তা উপেক্ষা করে যমুনার দিকে অগ্রসর হওয়ায় রাজধানীতে নিয়মিত অচলাবস্থা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।