প্রথম হারের স্বাদ পেলো নাপোলি, প্রতিশোধ নিলো লিভারপুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২

ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে দুর্দান্ত নৈপুণ্যে অপরাজেয় এক দলে পরিণত হয়েছিলো ইতালিয়ান ফুটবল ক্লাব ‘নাপোলি’। চ্যাম্পিয়নস লিগ থেকে ঘরোয় লিগ কোথাও কেউ হারাতে পারেনি নাপোলিকে।

অবশেষে সেই হারের স্বাদ পেলো ইতালিয়ান এই ক্লাবটি। বিখ্যাত ক্লাব লিভারপুলের কাছে দুই গোলে হেরেছে নাপোলি।

মঙ্গলবার (০১ নভেম্বর) রাতে অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহ ও দারউইন নুনিয়েজের লক্ষ্যভেদে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল।

হেরেও অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি। নাপোলিকে টপকে গ্রুপ সেরা হতে লিভারপুলকে জিততে হতো অন্তত চার গোলের ব্যবধানে।

লিভারপুলের জন্য এই ম্যাচ ছিলো প্রতিশোধের। কারণ এরআগে নাপোলির মাঠে ৪-১ গোলে হেরে আসর শুরু করেছিলো ইংলিশ দলটি। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে গ্রুপ পর্ব শেষ করলো লিভারপুল।

প্রথম জার্মান কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ক্লপের ১০০তম ম্যাচের উপলক্ষটা জয়ে রাঙাল তার শিষ্যরা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম হারের স্বাদ পেল নাপোলি।

Nagad

সারাদিন/০২ নভেম্বর/এমবি