আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

বিদ্যুৎ ও বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক
বিদ্যুতে ভর্তুকির বিকল্প জানতে চায় আইএমএফ
আইএমএফের দল ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের আর্থিক প্রভাব এবং বিদ্যুৎকেন্দ্রের ভাড়া কমার বিষয়ে জানতে চেয়েছে।

বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির বিকল্প কী, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ঋণদাতা সংস্থাটির সফররত প্রতিনিধিদল বলেছে, বিদ্যুৎ খাতে উৎপাদন খরচ ও বিক্রির মধ্যে ঘাটতি কমাতে মূল্য সমন্বয় করা যেতে পারে। এটি না হলে ভর্তুকির পরিবর্তে বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিলে কী হবে, তা-ও জানতে চেয়েছে তারা। বিদ্যুৎকেন্দ্রের ভাড়া (ক্যাপাসিটি পেমেন্ট) কমার বিষয়েও জানতে চেয়েছে আইএমএফ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় জানতে চাওয়া হয়। বৈঠকে ছয় সদস্যের আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশীয় ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ।আর পিডিবির পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের বিস্তারিত তথ্য নিয়েও পিডিবির সঙ্গে আলোচনা করেছে আইএমএফ। মূলত পিডিবির আয়-ব্যয় নিয়েই বিস্তারিত জানতে চেয়েছে তারা। সূত্র: প্রথম আলো

তিন উৎস টান, চাপে অর্থনীতি

আরো চাপে পড়তে যাচ্ছে অর্থনীতি। গত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে প্রবাস আয় বা রেমিট্যান্স কমেছে ৭.৯ শতাংশ। আট মাসের মধ্যে এটা সর্বনিম্ন। পাশাপাশি এ মাসে রপ্তানি আয়ও কমেছে। আর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমেছে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক সহায়তার অর্থছাড়ের পরিমাণও। একমাত্র জনশক্তি রপ্তানির সূচক এখনো ইতিবাচক আছে।
রপ্তানি আয়, রেমিট্যান্স ও বৈদেশিক সহায়তা আরো সংকুচিত হওয়ায় ডলারের সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়ায় আমদানিতে যেকোনো সময়ের তুলনায় বেশি ডলার ব্যয় করতে হচ্ছে। রপ্তানি আয়ের বিপরীতে আমদানি ব্যয় অনেক বাড়ায় কয়েক মাস ধরে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা চলছে। কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। সূত্র: কালের কণ্ঠ

উদ্বোধনের প্রস্তুতি
ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল, মতিঝিল যেতে আরো এক বছর

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল। তবে পুরো মেট্রো নয়, প্রথমে চালু হবে উত্তরা-আগারগাঁও অংশ। ১০টি ট্রেন দিয়ে এ অংশে শুরু হবে যাত্রী পরিবহন। আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করা যাত্রীদের মতিঝিল পর্যন্ত যাতায়াতের জন্য রাখা হবে ‘শাটল’ বাস। একইভাবে শাটল বাস রাখা হবে উত্তরা নর্থ স্টেশন থেকেও।

Nagad

মেট্রো নির্মাণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরের যেকোনো দিন মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এমআরটি লাইন-৬ প্রধানমন্ত্রী কীভাবে উদ্বোধন করবেন তার খসড়া পরিকল্পনা প্রস্তুত করার কাজ চলছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল করতে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত সময় প্রয়োজন। মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু করতে পরিচালন ও রক্ষণাবেক্ষণ এবং অবচয় ব্যয় নির্বাহের জন্য প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এরই মধ্যে সরকারের অর্থ বিভাগের কাছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাধ্যমে ১ হাজার কোটি টাকা অনুদান বা ভর্তুকি চেয়েছে ডিএমটিসিএল। ঠিক করে ফেলা হয়েছে যাত্রী ভাড়ার হারও। মেট্রোরেলের নিরাপত্তার জন্য বিশেষ পুলিশ ফোর্স গঠনের কাজও রয়েছে চূড়ান্ত পর্যায়ে।নির্মাণাধীন মেট্রো রুটের প্রথম অংশ উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও পর্যন্ত। আগারগাঁওয়ের কিছু সরকারি অফিস ও বাণিজ্যিক কেন্দ্র বাদে মেট্রো রুটের এ অংশের প্রায় পুরোটাজুড়ে আবাসিক এলাকা। মেট্রোর উত্পত্তি স্টেশনটি উত্তরার দিয়াবাড়িতে। স্টেশনটি ঢাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের ‘অরিজিন ডেস্টিনেশন’ বা মূল গন্তব্য না হওয়ায় যাত্রীর চাপ খুব বেশি হবে না। সূত্র: বণিক বার্তা

পিডিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে আইএমএফ
বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ অর্থনীতিতে রক্তক্ষরণ
ভর্তুকি কমাতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রস্তাব * ক্যাপাসিটি চার্জ বাবদ ১২ বছরে ৮৬,৬৭০ কোটি টাকা প্রদান

বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ দেওয়ার প্রস্তাব করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকলেও চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ (ক্যাপাসিটি চার্জ) কবে নাগাদ বন্ধ হবে সে বিষয়েও জানতে চেয়েছে।আইএমএফের প্রতিনিধি দলের সদস্যরা বুধবার বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে আলাদাভাবে বৈঠক করে। সেখানে বিদ্যুৎ, ব্যাংক ও বাণিজ্য খাত নিয়ে আলোচনা করেন তারা। আইএমএফ মিশনের নেতৃত্ব দিচ্ছেন রাহুল আনন্দ। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বিদ্যুৎ খাতে লাগামহীন ভর্তুকি দিতে থাকলে অর্থনীতিতে রক্তক্ষরণ থামবে না। এ কারণে চাপে থাকবে অর্থনৈতিক ব্যবস্থাপনা। এছাড়া তারা পণ্যের ট্যারিফ ব্যবস্থা যৌক্তিকীকরণ, এলডিসি উত্তরণের পর প্রস্তুতি এবং ব্যবসা সহজীকরণের বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। ঋণের জন্য যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলোও মানার প্রক্রিয়া শুরু করার কথা বলেছেন। জানিয়েছেন, এগুলো না মানলে ঋণ মিলবে না। সূত্র: যুগান্তর ।

চলন্তবাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: বাসচালককে ৫ বছরের কারাদণ্ড

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় বাসচালক শহীদ মিয়াকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত।বৃহস্পতিবার সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন। সূত্র: সমকাল

মরাল পুলিশিং: ‘এত রাতে ক্যাম্পাসে কী’ – ছাত্রীকে চড় দেয়ার অভিযোগ, এমন ঘটনা কি বাড়ছে? বাংলাদেশের গণমাধ্যম খবর দিচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে মারধর ও হেনস্তার অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী।ওই ছাত্রী বলেছেন, জন্মদিন উপলক্ষে ছবি তোলার জন্য টিএসসি এলাকায় গিয়েছিলেন। রাজু ভাস্কর্যের সামনে ছবি তোলার সময় ‘বহিরাগত’ দাবী করে তাকে মারধর করেন ছাত্রলীগের এক কর্মী। সেই সময় শিক্ষার্থীকে ”এতো রাতে ক্যাম্পাসে কী করেন,” বলে থাপ্পড় মারেন ওই ব্যক্তি।এ ধরণের বেশ কয়েক ঘটনা সম্প্রতি সামনে এসেছে, যেটাকে মরাল পুলিশিং বলে চিহ্নিত করছেন কেউ কেউ।ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের ঘটনা ছাড়াও নারায়ণগঞ্জ এবং নরসিংদীসহ সাম্প্রতিক কয়েকটি মরাল পুলিশিংয়ের ঘটনায় প্রশ্ন উঠেছে যে, এই পরিস্থিতি দেশের জন্য উদ্বেগজনক হয়ে উঠছে কিনা? সূত্র: বিবিসি বাংলা।

বিশ্বকাপ, ভারত ও বাংলাদেশের বিষাদ

“২০১৬ বিশ্বকাপের মতোই আমরা খুব কাছে গিয়েছিলাম, কিন্তু তা যথেষ্ট হয়নি”… অ্যাডিলেইড ওভালের সংবাদ সম্মেলনে যখন বলছিলেন সাকিব আল হাসান, তার মুখে তখন হাসি। তবে সেই হাসির আড়ালে আসলে লুকিয়ে আক্ষেপ। হতাশা। আরও একবার খুব কাছে গিয়েও না পাওয়ার বেদনা। ভারতের বিপক্ষে ম্যাচ। বিশ্বকাপের মঞ্চ। শেষ বলে হার। সবকিছু মিলিয়ে ২০১৬ বিশ্বকাপের বেঙ্গালুরুর সেই ম্যাচের প্রসঙ্গ অবধারিতভাবেই উঠে আসার কথা ছিল। সেই ম্যাচের সঙ্গে মিলিয়ে প্রশ্ন হলোও বটে। তবে সব প্রশ্নের আগে সাকিব নিজে থেকেই ফিরে গেলেন সাড়ে ৬ বছর আগের সেই ম্যাচে। তাতে আরও বেশি করে ফুটে উঠল, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই এখন যেন বাংলাদেশের বিষাদ। কাছে গিয়েও না পাওয়ার যন্ত্রণা।বেঙ্গালুরুর সেই ম্যাচ নিয়ে নতুন করে বলার আছে সামান্যই। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে ক্রিজে নিয়েও ৩ বলে ২ রান করতে না পারার সেই ভুতুড়ে স্মৃতি বাংলাদেশকে তাড়িয়ে বেড়াবে বহু বছর। ভারতীয় সমর্থকে ঠাসা বেঙ্গালুরুর গ্যালারি ওই ৩ বলের আগে ছিল প্রায় নিশ্চুপ। গুটিকয় বাংলাদেশি সমর্থক তখন স্মরণীয় জয়ের আগাম উচ্ছ্বাসে গলা ফাটাচ্ছেন শুধু। সূত্র: বিডি নিউজ।

জেলহত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় চার নেতাকে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে পলাতক রয়েছেন তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।নি বলেন, জেলহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে আছে, তাদের আমরা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তাদের দেশে ফিরিয়ে এনে রায় অনুযায়ী সাজা কার্যকর করা হবে। সূত্র: বাংলানিউজ