ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে যোগাযোগ উন্মুক্ত থাকবে: যুক্তরাষ্ট্র

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র নিজের স্বার্থেই রাশিয়ার সাথে যোগাযোগ চলমান রেখেছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। তিনি জানান, পারমাণবিক উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে যোগাযোগ উন্মুক্ত থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।

জেক সুলিভান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজ স্বার্থেই ক্রেমলিনের সাথে যোগাযোগ বজায় রেখেছে। তবে তিনি জানান, মস্কোর কোন কোন ব্যক্তি ওয়াশিংটনের সাথে আলোচনায় যোগ দিচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, জেক সুলিভান এরই মধ্যে বিগত কয়েক মাসে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এবং ক্রেমলিনের জ্যেষ্ঠ বৈদেশিক নীতিবিষয়ক সহযোগী ইউরি উশাকভের সাথে কয়েক দফায় আলোচনা করেছেন।

জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জেক সুলিভান রুশ নীতি নির্ধারকদের সাথে ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার যেন কোনোভাবেই না হয়, সেই বিষয়ে আলোচনা করেছেন। তবে, তারা যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো দর-কষাকষি করেননি।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বিষয়টি নিয়ে কোনো তথ্য দিতে অস্বীকার করেছেন।

Nagad

সারাদিন/০৮ নভেম্বর/এমবি