ফ্রান্সের চূড়ান্ত দল ঘোষণা, নেই পল পগবা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২

ছবি- সংগৃহীত

কাতারে অনুষ্ঠিতব্য ২২তম ফুটবল বিশ্বকাপের আর বাকি মাত্র নয় দিন। এখন চলছে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি। এজন্য আগামী ১৫ নভেম্বরের আগেই চূড়ান্ত দল ঘোষণা করার সময়সীমাও বেঁধে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’।

ইতোমধ্যেই ব্রাজিল, জাপান, ক্রোয়েশিয়াসহ অনেক দেশ তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এবার বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ২৬ জনের দেওয়ার সুযোগ থাকলেও ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

ফ্রান্সের গুরুত্বপূর্ণ খেলোয়াড় পল পগবা আর এনগোলো কন্তেকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বুধবার (০৯ নভেম্ভর) রাতে এক বিবৃতির মাধ্যমে এই দল ঘোষণা করেন ফ্রান্সের কোচ।

চোটের কারণে তাদের দলে রাখা হয়নি। কিন্তু দলটির তারকা ডিফেন্ডার রাফায়েল ভারানের ও প্রেসনেল কিমপেম্বেরও চোট ছিল। তবে এই দুজনকেই স্কোয়াডে রেখেছে ফ্রান্স। স্কোয়াডে আছেন গেল বিশ্বকাপজয়ী দলের সদস্য অলিভিয়ের জিরু। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন তিনি। ফ্রান্সের হয়ে থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড ছুঁতেও আর মাত্র ২টি গোল চাই তার।

কাতার বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে ফ্রান্স। যেখানে আগামী ২২ নভেম্বর তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরের দুই ম্যাচে ডেনমার্ক ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবেন কিলিয়ান এমবাপ্পেরা।

ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ দল:

Nagad

গোলরক্ষক: হুগো লরিস (টটেনহ্যাম হটম্পার), আলফঁস আরিওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), স্তিভ মাঁদাঁদা (রেন)।

ডিফেন্ডার: রাফায়েল ভারান (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস এরনান্দেজ (বায়ার্ন মিউনিখ), থিও এরনান্দেজ (এসি মিলান), প্রেসনেল কিম্পেম্বে (পিএসজি), বেঞ্জামিন পাভার্দ (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল, ডায়ট উপামেকানো (বায়ার্ন মিউনিখ), জুলস কুন্দে (বার্সেলোনা), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল) ।

মিডফিল্ডার: আদ্রিয়াঁ রাবিও (জুভেন্তাস), মাতেও গেনদোজি (অলিম্পিক মার্সেই), অহেলিয়া চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জরদাঁ ভেরেতু (অলিম্পিক মার্সেই), এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো)।

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ে জিরুদ (এসি মিলান), অ্যান্টোয়ান গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি), ত্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ)।

সারাদিন/১০ নভেম্বর/এমবি