আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২

নিজের সম্পদের বেশির ভাগই দান করে দেওয়ার অঙ্গীকার

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস নিজের জীবদ্দশায় তাঁর সম্পদের বেশির ভাগই দান করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। অ্যামাজন প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর বিবিসির। বেজোস বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈষম্য কমাতে তিনি তাঁর সম্পদ দান করে দেবেন। দাতব্য কাজে নিজের সম্পদ উৎসর্গ করার প্রতিশ্রুতি না দেওয়ায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা অতীতে সমালোচিত হয়েছেন। অন্য শীর্ষস্থানীয় ধনকুবেরদের মধ্যে বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কট—সবাই নিজেদের সম্পদ দান করে দেওয়ার অঙ্গীকার করেছেন। বেজোস দাতব্য কাজে ব্যবহারের জন্য সংগীত তারকা ও জনহিতৈষী ডলি পার্টনকে ১০ কোটি ডলার দান করার পর নিজের এ পরিকল্পনার কথা জানান। সূত্র: প্রথম আলো

চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর বাইডেন
চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধ নেই

চীনের সঙ্গে কোনো নতুন স্নায়ুযুদ্ধের ব্যাপার নেই। ইন্দোনেশিয়ার বালিতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এসে এ কথাই বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের প্রভাবশালী এবং উদীয়মান ২০ দেশ ও সংগঠন নিয়ে গঠিত জি২০ জোটের সম্মেলন শুরুর আগে গতকাল এই দুই নেতা পার্শ্বরেখায় বহুপ্রতীক্ষিত এ বৈঠক করেন। জি২০ সম্মেলনে যোগ দিতে জোটের নেতারা গত দুই দিনে একে একে এসে ইন্দোনেশিয়া পৌঁছেছেন।আজ মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন।সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধ নেই। আমি মনে করি, চীনের পক্ষ থেকে শিগগিরই তাইওয়ান আক্রমণ করার কোনো চেষ্টা নেই। ’ সংবাদ সম্মেলনে ইউক্রেনের খেরসন পুনর্দখলকে ‘গুরুত্বপূর্ণ জয়’ আখ্যা দেন বাইডেন। সূত্র: কালের কণ্ঠ

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে তিন কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে তিন কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা তিনজনই বিশ্ববিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিল শহরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে গোলাগুলির পরপরই ক্যাম্পাসে থাকা সবাইকে নিজ নিজ অবস্থানে চলে যেতে বলা হয়। সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজতে পুরো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। পরে সন্দেহভাজন বন্দুকধারী ক্রিস্টোফার ডারনেল জোনস জুনিয়র (২২) নামের একজনকে আটক করা হয়। তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। সূত্র: সমকাল

Nagad

তুরস্কে জঙ্গি হামলায় নিহত ৮ সন্দেহভাজনসহ আটক ৪৬

তুরস্কের ইস্তাম্বুলে জঙ্গি হামলা হয়েছে। এ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিন বছরের এক শিশুও আছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮১ জন। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। এর মধ্যে একজন সিরীয় নারীও আছেন। তিনি এ ঘটনার প্রধান সন্দেহভাজন। খবর আলজাজিরা ও বিবিসির। রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিট নাগাদ শহরের ইস্তিকলাল এভিনিউয়ের তাকসিম স্কয়ার এলাকার একটি জনবহুল শপিং স্ট্রিটে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা করা হয়। বিস্ফোরণের ঘটনায় কুর্দি জঙ্গিদের দায়ী করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু। দেশটির ভাইস-প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেছেন, একজন নারী এ হামলার ঘটনায় জড়িত বলে মনে করা হচ্ছে। ইস্তাম্বুল পুলিশ বলেছে, এ হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে এক সিরীয় নারীকে আটক করেছে তারা। ওই নারীই ঘটনাস্থলে বোমাটি রেখে গিয়েছিলেন। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছেন তিনি সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আফরিন অঞ্চল দিয়ে তিনি তুরস্কে প্রবেশ করেন। সূত্র: বিডি প্রতিদিন।

জি-২০ সম্মেলন শুরু
পুতিন কেন দূরে?

শুরু হলো দুই দিনব্যাপী জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন। ইন্দোনেশিয়ার বালিতে আজ ও আগামীকালের এ সম্মেলনে বিশ্বের অনেক দেশের নেতা যোগ দিলেও অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের নেতার অংশ না নেওয়ার বিষয়টি গত বৃহস্পতিবার নিশ্চিত করে জাকার্তার রুশ দূতাবাস। কিন্তু কেন সম্মেলনে যাবেন না পুতিন-সোমবার এক প্রতিবেদনে সম্ভাব্য কিছু কারণ তুলে ধরেছে এএফপি।পর্যবেক্ষকরা বলছেন, মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা সমালোচনা থেকে নিজেদের আড়ালে রাখতে চায় ক্রেমলিন। তবে পুতিনের অংশ না নেওয়া ইতোমধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটিকে আরও বিচ্ছিন্ন করে তুলবে।এর আগে জুলাইয়ে জি-২০ এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কর্মকর্তারা ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে থাকলে প্রতিবাদে বৈঠকস্থল ছেড়ে যান ল্যাভরভ। ডায়ালগ অব সিভিলাইজেশন্স ইনস্টিটিউটের প্রধান গবেষক আলেক্সি মালাশেঙ্কো বলেন, পুতিন আসলে আরেকবার জনসমক্ষে অপমানিত হতে চাননি। তিনি মনে করিয়ে দেন, ২০১৪ সালে ব্রিসবেনের জি-২০ শীর্ষ সম্মেলনের কথা। রাশিয়া শুধু ক্রিমিয়া দখল করেছিল। এরই জেরে পুতিনকে ভয়াবহভাবে একঘরে করে রাখা হয়েছিল। অপদস্থতা ঠেকাতে দ্রুত সম্মেলন ত্যাগ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। সূত্র: যুগান্তর।

কভিড-১৯ বদলে দিয়েছে কর্মীদের মানসিকতা
পুরনো চাকরি ছেড়ে নতুনের সন্ধানে এশীয় কর্মীরা

বিশ্বজুড়ে কভিড-১৯ মহামারীর প্রকোপ অনেকটাই প্রশমিত। অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম চলছে। তবে মহামারীর সুপ্ত কিছু রেশ যেন স্থায়ীভাবে প্রভাবিত করে গেছে মানবজাতিকে। বিশ্বের ৩০টিরও বেশি দেশে কর্মী নিয়োগ ও মানবসম্পদ পরিষেবা প্রদান করে ব্রিটিশ বহুজাতিক কোম্পানি হেইস। তাদের বরাত দিয়ে নিক্কেই এশিয়া জানাচ্ছে, কভিড মহামারীর পর থেকে এশিয়ার কর্মীরা তাদের পুরনো চাকরি ছেড়ে ‘নতুন সুযোগ’ খুঁজতে অনেক বেশি তত্পর হয়ে উঠেছে। নতুন সুযোগ বলতে অনেক বেশি শোভন কর্মপরিবেশ—যেখানে মূল্যায়ন করা হয় কর্মীদের সামাজিক ও মানবিক বিষয়গুলো। হেইসের প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন অ্যালিস্টার কক্স। নিক্কেই এশিয়াকে তিনি বলেন, গোটা বিশ্বের মতো এশিয়াতেও বড় ধরনের চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। বছরজুড়ে এখানকার চাকরিবাজারের গরম বাতাস আমরা পরিলক্ষিত করেছি। আমরা দেখেছি, কর্মীরা এখন নমনীয় পরিবেশ, ভালো বেতন ও আকর্ষণীয় পরিবেশে কাজের সুযোগ খুঁজছেন।কভিড-১৯ মহামারী ক্রমে ত্বরান্বিত করেছে ডিজিটালাইজেশন ও প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলোকে। তবে জাপানসহ এশিয়ার অন্যান্য দেশ দক্ষ ও মেধাবী কর্মী সংকটে ভুগছে বলেও তিনি উল্লেখ করেন। শুধু সাধারণ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন কর্মী নয়, বিশেষ করে উদীয়মান নতুন প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। সূত: বণিক বার্তা।

বিশ্বের জনসংখ্যা এখন ৮০০ কোটি, মানুষের চাপ আর কত বাড়তে পারে? বাংলাদেশ কোন পথে?

৮০০ কোটি তম নবজাতক কে হবে? এই প্রশ্ন উঠেছে জাতিসংঘের সাম্প্রতিকতম জনসংখ্যা বিষয়ক প্রতিবেদন প্রকাশের পর। এতে বলা হয়েছে, নভেম্বরের ১৫ তারিখে (মঙ্গলবার) ভুমিষ্ঠ হবে ৮০০ কোটিতম মানব সন্তান। পৃথিবীর জনসংখ্যায় এটি বিশাল বড় এক উত্থান। কারণ জাতিসংঘের তথ্যানুসারে, ২০১১ সালে ৩১ অক্টোবর জন্ম নেয় ৭০০ কোটি তম শিশু। সেখান থেকে মাত্র ১১ বছরের ব্যবধানে শত কোটি বেড়েছে মানব সংখ্যা। এই বাস্তবতায় দেখা দিচ্ছে আরও অনেক প্রশ্ন। যেমন মানব সংখ্যা বৃদ্ধির চাপ পৃথিবী আর কতোটা বইতে পারবে। বাড়তি মানুষ মানেই অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, শিক্ষাসহ মৌলিক চাহিদাও বৃদ্ধি। সঙ্গে অন্যান্য সম্পদ ও পরিষেবার চাহিদা তো আছেই। পৃথিবী যখন জলবায়ু সংকটের মুখে, এই বিনাশী পরিবর্তন থামাতে যখন জোরালো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুসংস্থান সংরক্ষণের তাগিদ– ঠিক তার মাঝে কতটুকু টেকসই হতে পারবে জনসংখ্যার বিস্তার। উদ্বেগ দেখা দিয়েছে এমন অনেক বিষয়ে। জনসংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি নিয়ে প্রথম উদ্বেগ দেখা দেয় ১৯৬০ এর দশকে। কিন্তু, বর্তমানে পূর্ব ধারণার চেয়েও মারাত্মক হারে বেড়েছে মানুষের পদচারণা। বর্তমানে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই প্রবৃদ্ধি স্থায়ী হবে না। তবে কবে নাগাদ জনসংখ্যা সর্বোচ্চ সীমায় পৌঁছাবে ও তার পর কমতে থাকবে- সেসব তারিখ নিয়ে রয়েছে মতভেদ। তবে কিছু গবেষণায় আভাস দেওয়া হয়েছে যে, চলতি শতকের শেষ নাগাদই তা কমতে শুরু করবে। সূত্র বিজনেস স্ট্যান্ডার্ড।

চীন-মার্কিন সংঘাত এড়াতে একমত হলেন শি জিনপিং ও জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংএর মধ্যে এক মুখোমুখি বৈঠক সোমবার ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে দুই নেতাই ইউক্রেনের যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেছেন। জিটুয়েন্টি শীর্ষ সম্মেলনের জন্য বালিতে আগত মি. বাইডেন এবং মি শি-র মধ্যে এই বৈঠক তিন ঘন্টা ধরে চলে। সাক্ষাতের শুরুতে দুই নেতা সাংবাদিকদের সামনে হাসিমুখে করমর্দন করেন।এ বৈঠকের ফলে দুই পরাশক্তির মধ্যে সম্প্রতি শীতল হয়ে পড়া সম্পর্ক অন্তত কিছুটা উষ্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।হোয়াইট হাউস জানিয়েছে যে মি. বাইডেন এ বৈঠকের সময় মি. শি-কে বলেন, দু দেশের মধ্যে প্রতিযোগিতা চলবে, কিন্তু তা সংঘাতে পরিণত হতে দেয়া উচিত নয়। মি. শি এ বৈঠকে জো বাইডেনের সাথে একমত হন যে ইউক্রেনের যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার কখনোই হওয়া উচিত নয়। সূত্র: বিবিসি বাংলা।

সংঘর্ষের পর বন্ধ পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিং

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুই পক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর বাণিজ্য এবং ট্রানজিট হিসাবে ব্যবহারের প্রধান একটি ক্রসিং বন্ধ হয়ে গেছে। পাকিস্তানের স্থানীয় এক কর্মকর্তা সোমবার একথা বলেছেন। আফগানিস্তানের স্পিন বোলদাক জেলা সংলগ্ন চাহমান শহরের উপ-কমিশনার আব্দুল হামিদ জেহরি বলেছেন, একদিন আগে আফগানিস্তান ও পাকিস্তান উভয় পক্ষের নিরাপত্তা বাহিনী মধ্যে দীর্ঘক্ষণ ধরে তুমুল গোলাগুলির পর সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে। তিনি বলেন, উভয় পক্ষেই অনেক রাত পর্যন্ত গোলাগুলি চলছে। এরপরই চাহমান শহরে পাক-আফগান ক্রসিং এবং বাণিজ্য বন্ধ হয়েছে। সূত্র: বিডি নিউজ

নেতানিয়াহু শান্তিতে অবিশ্বাসী: মাহমুদ আব্বাস

ফিলিস্তিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘শান্তিতে অবিশ্বাসী’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যেহেতু নেতানিয়াহু আবার ইহুদি রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এ জন্য তার সঙ্গে ‘বাধ্য হয়ে কাজ করতে হবে’ বলেও আব্বাস মন্তব্য করেন। সোমবার (১৪ নভেম্বর) আল আরাবিয়ার খবরে বলা হয়, মাহমুদ আব্বাসের সাক্ষাৎকারটি গত শুক্রবার ধারণ করা। রোববার (১৩ নভেম্বর) সাক্ষাৎকারটি ফিলিস্তিন ছাড়াও মিসরের টিভিতে প্রচারিত হয়। এ সময় তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘উগ্রপন্থী’ বলেও মন্তব্য করেনগত ১ নভেম্বর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নেতানিয়াহুর জোট। এতে জোট প্রধান হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু আবারও ইহুদি রাষ্ট্রটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সূত্র: বাংলানিউজ