রাশিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ নিহত ৯

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

ছবি- সংগৃহীত

রাশিয়ার সাখালিন দ্বীপে একটি পাঁচতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে দক্ষিণপূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপের তিমোভস্কোয় শহরে এই বিস্ফোরণ ঘটে।

তিমোভস্কোয় শহরের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, বিস্ফোরণের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে চার শিশু রয়েছে। তাছাড়া এই দুর্ঘটনায় ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি ১৯৮০’র দশকে নির্মিত।

রুশ সংবাদমাধ্যমগুলোকে গভর্নর ভ্যালেরি আরও বলেন, আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দুইজন এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা।

রুশ গণমাধ্যমগুলোর একটি ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, বাদামি রঙের ব্যালকনির সাদা ওই ভবনের একাংশ ধসে পড়েছে। অন্তত ৬০ জন উদ্ধারকারী সেখানে কাজ করছেন।

Nagad

সারাদিন/১৯ নভেম্বর/এমবি