আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

বিচিত্র
৩০ হাজার কিমি পাড়ি দিয়ে খাবার সরবরাহ

মানাসা গোপাল, থাকেন সিঙ্গাপুরে। সেখানে খাবার সরবরাহকারী হিসেবে কাজ করেন তিনি। অনলাইনে অর্ডার দেওয়া খাবার দোকান থেকে সংগ্রহ করে ক্রেতার হাতে পৌঁছে দেওয়া তাঁর কাজ। সম্প্রতি এই কাজে অ্যান্টার্কটিকায় গিয়েছিলেন মানাসা। ক্রেতার হাতে খাবার তুলে দিতে তাঁর সিঙ্গাপুর থেকে অ্যান্টার্কটিকায় উড়াল দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে।ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন মানাসা। এতে তাঁকে খাবারের প্যাকেট হাতে বরফে ঢাকা অ্যান্টার্কটিকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্যাপশনে মানাসা লিখেছেন, ‘আজকে আমার জীবনের বিশেষ একটি দিন। আমি সিঙ্গাপুর থেকে যাত্রা করে অ্যান্টার্কটিকায় খাবার সরবরাহ করতে এসেছি।’ সূত্র: প্রথম আলো

গুপ্তচরবৃত্তি আইন নিয়ে বিতর্ক

সুইডেনের জাতীয় পার্লামেন্ট (রিক্সড্যাগ) সম্প্রতি বিদেশি গুপ্তচরবৃত্তিসংক্রান্ত আইনে এক বিতর্কিত সংশোধনী এনেছে।
বিদ্যমান আইনের পরিবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সহযোগিতামূলক কর্মকাণ্ডের গোপন তথ্য প্রকাশ করাসহ বিদেশি গুপ্তচরবৃত্তি মারাত্মক ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা তথা মত প্রকাশের স্বাধীনতা আইনেও একই বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। অন্য রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সুইডেনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে, আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক এমন গোপন তথ্য কোনো অনুমোদন ছাড়া প্রকাশ করা গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। ক্সড্যাগে ২৭০-৩৭ ভোটে আইনের সংশোধনীটি গৃহীত হয়। এর বিপক্ষে ভোট দিয়েছে শুধু বাম দল ও পরিবেশবাদী দল। সূত্র: কালের কণ্ঠ

নির্বাচনে মাহাথিরের শোচনীয় পরাজয়
আংশিক ফলে এগিয়ে মুহিউদ্দিনের জোট

৫৩ বছরের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গেলেন মালয়েশিয়ার প্রবীণ রাজনীতিবিদ ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সাধারণ নির্বাচনে তিনি পেরিকাতান জোটের প্রার্থী মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহর কাছে হেরে যান। যা তাঁর সাত দশকের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটাতে পারে। শনিবার (১৯ নভেম্বর) রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৯৬৯ সালের পরে প্রথমবারের মতো মাহাথির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গেছেন। দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার শাসন করা ৯৭ বছর বয়সী এই নেতা এবারের নির্বাচনে নিজের সংসদীয় আসন ধরে রাখতে ব্যর্থ হন। এই আসনে জিতেছেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোটের প্রার্থী। পাঁচ প্রার্থীর মধ্যে মাহাথির চতুর্থ হয়েছেন। সূত্র: সমকাল

Nagad

কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে আজ শুরু
মরুরাজ্যে বিস্ময়ের বিশ্বকাপ

কাতার নিয়ে কাতর হওয়ার সময় বুঝি চলে এলো। বিশ্বকাপের বদৌলতে এই গ্রহের ফুটবলপিপাসুদের ঠোঁটস্থ থাকবে ছোট্ট দেশটির নাম। যে উন্মাদনার দ্বারোদ্ঘাটন হচ্ছে আজ। ১১ হাজারের কিছু বেশি আয়তনের পারস্য উপসাগরের দেশটি ডলারের ফোয়ারায় ভিজে একশা। নিজেদের এমনভাবে রাঙিয়েছে তারা, যেন বেদুইনদের বদলে যাওয়া জীবনে জৌলুসের জয়গান গাইছে।মাত্র ৩০ লাখ ছুঁই ছুঁই জনসংখ্যার দেশটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপের পশরা সাজিয়ে আহলাদে আটখানা। ২০ বিলিয়ন মার্কিন ডলার এমনভাবে খরচ করছে তারা, যেন টাকা সত্যিই হাতের ময়লা। বিশ্বকাপের আসর পৃথিবীর যে প্রান্তেই বসুক না কেন, বাঙালির হৃদয় ছুঁয়ে যায় ফুটবলের প্রতি ভালোবাসা। বাংলাদেশের ক্রীড়া অন্তঃপ্রাণ মানুষও এই এক মাস পড়ে থাকবে ফুটবল নিয়ে। এদেশের ফুটবলভক্ত দুই ভাগে বিভক্ত। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা লক্ষ্য করা যায় ছাদে-বারান্দায়-পথে-ঘাটে পতাকা ওড়ানো দিয়ে। এসময় দুই লাতিন ফুটবল পরাশক্তির জার্সিও বিক্রি হয় দেদার। সূত্র: যুগান্তর

কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ

কাতার বিশ্বকাপে ব্যবহৃত হতে যাওয়া ৮টি স্টেডিয়ামের প্রতিটিতেই দর্শকদের কাছে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে নীতি পরিবর্তন করে এমন সিদ্ধান্ত জানায় ফিফা। খবর বিবিসির। মুসলিম দেশে হিসেবে প্রকাশ্যে মদ্যপানে বাধা রয়েছে কাতারে। দেশটির এমন নীতির ওপর সম্মান দেখিয়ে স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, কাতার বিশ্বকাপ ২০২২ এর সকল স্টেডিয়ামের চারপাশ থেকে বিয়ার বিক্রির পয়েন্টগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফিফার শুক্রবারে (১৮ নভেম্বর) দেওয়া বিবৃতি অনুযায়ী, স্টেডিয়ামের চারপাশ থেকে অ্যালকোহলযুক্ত বিয়ার বিক্রির বুথ উঠিয়ে নেওয়া হলেও ‘স্টেডিয়ামের মধ্যে কিছু নির্বাচিত এলাকায়’ পাওয়া যাবে অ্যালকোহল। ফিফার ফ্যান জোন, কিছু প্রাইভেট ফ্যান জোন এবং ৩৫টি হোটেল ও রেস্টুরেন্টে পাওয়া যাবে অ্যালকোহল সুবিধা। এছাড়া, টুর্নামেন্টগুলোতে স্টেডিয়ামের কর্পোরেট এলাকাতেও থাকবে অ্যালকোহল কেনাবেচার সুযোগ। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বিরূপ আবহাওয়া সত্ত্বেও ভোট দিয়েছেন ৭০% ভোটার

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকাল ৪টা নাগাদ প্রায় ২ কোটি ১০ লাখ ভোটারের মধ্যে ৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে আনোহার ইব্রাহিম নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ আসন পেতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গতকাল অনুষ্ঠিত নির্বাচনটি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটাতে সক্ষম হবে কিনা এ ব্যাপারে সুস্পষ্ট অবস্থান নিতে পারছেন না পর্যবেক্ষকরা।সকাল ৮টা থেকেই ভোটকেন্দ্রে দীর্ঘ সারি দেখা গিয়েছে। বৃষ্টির কারণে কিছু কিছু কেন্দ্রে ১৫ মিনিট আগে ভোটগ্রহণ হতেও দেখা গিয়েছে।ভোট-পরবর্তী জরিপে বলা হচ্ছে, বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট সংসদে সর্বাধিক আসন পাবে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ আসনে পৌঁছতে ব্যর্থ হতে পারে তার জোটটি। সূত্র: বণিক বার্তা।

বিশ্বকাপ ভুলিয়ে দেবে সব

এই তো, মাত্র ১২ বছর আগের কথা। ভবিষ্যদ্বাণীর খোঁজে তখন পল নামের এক অক্টোপাসের সামনে খাবারের দুটি বক্স দিয়ে রাখা হতো, দুই বক্সে থাকত ম্যাচে লড়তে যাওয়া দুই দলের পতাকা। পল যে বক্স থেকে খাবার নেবে, ধরে নেয়া হতো তারাই জিতবে! ঘটনাচক্রে অক্টোপাসটি একের পর এক সঠিক ভবিষ্যদ্বাণী করে রীতিমতো তারকা বনে গেছে।
পল গত হয়েছে সে-ও কয়েক বছর আগের কথা। সে জায়গা নিয়ে কত প্রাণীই এল-গেল! নেলি নামের হাতি, শাহিন নামের উট, অ্যাকিলিস নামের বিড়াল… কেউই পলের জায়গা নিতে পারেনি। কিন্তু ভবিষ্যদ্বাণী থেমে থাকেনি। পার্থক্য বলতে এতটুকুই, অবলা প্রাণীর জায়গা এখন নিয়েছে নিষ্প্রাণ সুপার-কম্পিউটার আর গাণিতিক কিছু মডেল। জটিল সময়ের চাহিদা মেনে জটিল সব হিসাব-নিকাশ, বিশ্বকাপটিও আর তার বাইরে নয়। সূত্র: দৈনিক বাংলা।

কোরীয় দ্বীপে বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শেষে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের হুমকির পর এবার বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। গতকাল দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ আকাশ প্রতিরক্ষা মহড়ার জন্য কোরীয় দ্বীপে পুনরায় বি-১বি বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমনটাই জানিয়েছে। বলা হয়েছে, পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এক দিন পর গতকাল এই বিমান মোতায়েন করা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া পরিচালনা করেছে। যৌথ এই মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমানসহ আরও অত্যাধুনিক কিছু বিমানও অংশ নিয়েছে। মহড়ায় কোরীয় দ্বীপে পুনরায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বি-১বি বোমারু বিমানও মোতায়েন করা হয়। এর আগে একটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা পর কিম জং উন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। সূত্র: বিডি প্রতিদিন।

কাতার বিশ্বকাপ নিয়ে ইউরোপের বিরুদ্ধে ভন্ডামির অভিযোগ করলেন ফিফার প্রেসিডেন্ট

বিশ্বকাপ ফুটবল শুরুর আগের দিন ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো স্বাগতিক দেশ কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনাকে ভণ্ডামি বলে অভিযোগ করেছেন। এক ঘণ্টা একনাগাড়ে দেয়া এক বক্তৃতায় মি. ইনফান্তিনো বলেছেন নৈতিকতা নিয়ে কাতারকে উপদেশ দেবার আগে ইউরোপের দেশগুলোর উচিত তারা অতীতে যা করেছে তার জন্য ক্ষমা চাওয়া।দোহায় এক সংবাদ সম্মেলনে জিয়ানি ইনফান্তিনো নজিরবিহীনভাবে একটানা প্রায় এক ঘণ্টা ধরে একাই কথা বলেন এবং কাতার ও এই টুর্নামেন্টের পক্ষ সমর্থন করে আবেগপূর্ণ মন্তব্য করেন।কাতারে ফিফার বিশ্বকাপ শুরু হবার আগে দেশটিতে অভিবাসী শ্রমিকদের মৃত্যু এবং এলজিবিটি সম্প্রদায়ের মানুষদের প্রতি দেশটির আচরণের বিষয়গুলো নিয়ে যেভাবে সমালোচনার ঝড় উঠেছে, তা আসল টুর্নামেন্টকে ম্লান করে দিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

জলবায়ু পরিবর্তন: গরিব দেশকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক সমঝোতা

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কপ২৭ সম্মেলনে। শনিবার গভীর রাতে মিশরের শার্ম-আল-শেখে প্রেসিডেন্ট সামি শৌকরি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়ার পর সম্মেলনকক্ষ করতালিতে মুখর হয়ে ওঠে বলে জানিয়েছে বিবিসি।জলবায়ু পরিবর্তনে দরিদ্র দেশগুলোর ক্ষতিপূরণ নিশ্চিতে এবারের সম্মেলনে ব্যাপক দেনদরবরার চলছিল।শেষ পর্যন্ত স্বাক্ষর হওয়া এই ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তিতে ধনী দেশগুলো কীভাবে ক্ষতিপূরণ দেবে আর ক্ষতিগ্রস্তরাই বা কীভাবে ক্ষতিপুরণ পাবে তার বিস্তারিত এখনও জানা যায়নি। সূত্র: বিডি নিউজ