মাদারীপুরে সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ওসিসহ আহত ১০

মাদারীপুর সংবাদদাতামাদারীপুর সংবাদদাতা
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

ছবি- সংগৃহীত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে থানার ওসি’সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে এই ঘটনা ঘটে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। পরে আহতাবস্থায় ওসিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”

সারাদিন/২০ নভেম্বর/এমবি

Nagad