আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২২

পুরুষের শুক্রাণুর হার কমছে, সন্তান জন্মদানে সংকটে পড়তে পারে মানবজাতি: গবেষণা

বিশ্বজুড়ে পুরুষের শুক্রাণুর হার অর্ধেকের বেশি কমেছে। সম্প্রতি এ নিয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি সাময়িকীতে। সেখানেই একদল গবেষক বিষয়টি তুলে ধরেছেন। তাঁরা বলেছেন, পুরুষের শুক্রাণুর হার কমা রোধে এখনই পদক্ষেপ নেওয়া না হলে মানবজাতি সন্তান জন্মদানে সংকটে পড়বে। ‘হিউম্যান রিপ্রোডাকশন আপডেট’ নামে যুক্তরাজ্যভিত্তিক সাময়িকীতে গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে। নিজেদের শুক্রাণু উৎপাদনক্ষমতার বিষয়টি নিয়ে সচেতন ছিলেন না, এমন ১৫৩ জন পুরুষের শুক্রাণু নিয়ে গবেষণাটি করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ১৯৭৩ সালের ২০১৮ সালে শুক্রাণুর ঘনত্ব গড়ে ৫১ দশমিক ৬ শতাংশ কমেছে। এ ছাড়া এই সময়ের মধ্যে (৪৫ বছর) শুক্রাণুর হার কমেছে ৬২ দশমিক ৩ শতাংশ। সূত্র: প্রথম আলো

ইউক্রেনের জাপোরিঝিয়া নিয়ে আইএইএ
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে করা হামলা ইচ্ছাকৃত

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়াকে ‘লক্ষ্যবস্তু করে ইচ্ছাকৃতভাবে’ হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। গোলাবর্ষণকে কেন্দ্র করে সেখানে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের পর্যবেক্ষকদের সেখানে গতকাল অনুসন্ধান চালানোর কথা ছিল।আইএইএ প্রধান রাফায়েল গ্রসি হামলা নিয়ে কিয়েভ ও মস্কোর পাল্টাপাল্টি দোষারোপের দিকে ইঙ্গিত করে ‘এই পাগলামি বন্ধ করার’ আহ্বান জানান। এক বিবৃতিতে আইএইএ জানিয়েছে, গত শনিবার থেকে রবিবার রাত পর্যন্ত জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে ১২টির বেশি বিস্ফোরণ ঘটেছে। এলাকায় থাকা আইএইএ সদস্যরা নিজেরাই জানালা দিয়ে কয়েকটি বিস্ফোরণ প্রত্যক্ষ করেছেন। সূত্র: কালের কণ্ঠ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৫৬

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। এতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। আহত হয়েছে ৭০০ জনেরও বেশি মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল পশ্চিম জাভায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার দূরের রাজধানী জাকার্তায়ও অনুভূত হয়েছে।ইন্দোনেশিয়াকে এমনিতেই বয়েলিং পট অব আর্থকোয়েক বলা হয়। কেন ইন্দোনেশিয়ায় এত ভূমিকম্প হয়? আসলে এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ বলে পরিচিত এই কারণে যে, এটি রিং অব ফায়ারের ওপর অবস্থিত। দুটি টেকটোনিক প্লেটের মধ্যে ধাক্কা লাগে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে, তাতে বড় রকমের বিপর্যয়ই ঘটেছে। এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

জাতিসংঘের মহাসচিব পশ্চিমের নাচের পুতুল
উত্তর কোরিয়ার ধিক্কার

জাতিসংঘের মহাসচিবকে আমার প্রায়ই হোয়াইট হাউজ বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য মনে হয়। জাতিসংঘের নীতিমালা, নিরপেক্ষতা, ন্যায়পরায়নতা, বস্তুনিষ্ঠতা-এসব তিনি ভুলে গেছেন। তিনি এখন ‘পশ্চিমের নাচের পুতুল’। দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘিরে দানা বাঁধা উত্তেজনায় যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেওয়ায় জাতিসংঘ ও সংস্থাটির মহাসচিবকে ধিক্কার জানালেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এনপিআর।রোববার এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, জাতিসংঘ উত্তর কোরিয়ার নিন্দা জানানোয় দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। বলেছেন, জাতিসংঘ মহাসচিবের মনোভাব নিয়ে আমাদের দুঃখ হয়, কারণ সংস্থাটি একচোখা আচরণ করছে। তিনি যুক্তরাষ্ট্রের পক্ষাবলম্বন করছেন। মার্কিন বাহিনী বিপজ্জনক সামরিক তৎপরতা চালালেও জাতিসংঘ মহাসচিব উলটো উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিষোদ্গার করছেন। সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটিকে অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেন। এরপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক মহড়াসহ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করে। চো সন বলেন, আমরা জাতিসংঘ মহাসচিবকে কোরীয় উপদ্বীপের বিষয়টি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠতার সঙ্গে বিবেচনা করার ব্যাপারে সতর্ক করেছি। যুক্তরাষ্ট্র ও দেশটির বাহিনীর উপস্থিতি এই অঞ্চলে অস্থির পরিবেশ তৈরি করেছে। এতে আঞ্চলিক নিরাপত্তায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। অথচ জাতিসংঘের পক্ষ থেকে উলটো উত্তর কোরিয়াকে দায়ী করা হচ্ছে। শুক্রবার যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া, সেটি ৬ হাজার ১০০ কিলোমিটার উচ্চতায় ১০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম হয়েছে। দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বাহিনী মনে করে, এটিই উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সূত্র: যুগান্তর

স্থানীয় পর্যটকে চাঙ্গা ভারতের পর্যটন খাত

বিশ্বে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয় ২০১৯ সালের শেষ দিন থেকে। এরপর সময়ের সঙ্গে বাড়তে থাকে এ তীব্রতা। সে সময় সংক্রমণ ঠেকাতে নেয়া হয় নানা ধরনের সতর্কতা, দেশগুলো বন্ধ করে দেয় নিজ নিজ সীমান্ত। মহামারী শুরু হলে তার ভীষণ প্রভাব পড়ে ব্যবসা-বাণিজ্যের ওপর। বিশেষ করে পর্যটন ব্যবসায় রীতিমতো ধস নামে। চলতি বছর ধীরে ধীরে সংক্রমণ কমতে শুরুর করার পর থেকে আবারো পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও পর্যটন খাতে পুনরুদ্ধার শুরু হয়েছে। যদিও এখনো পরিস্থিতি আগের মতো হয়নি, কিন্তু বিধিনিষেধ উঠে যাওয়ার পর যেন দ্বিগুণ উৎসাহে ঘুরে বেড়াতে শুরু করেছেন ভারতের পর্যটকরা। তাদের এ ঘোরাঘুরির নাম দেয়া হয়েছে রিভেঞ্জ ট্রাভেল। যেন কভিড-১৯-এর ওপর প্রতিশোধ নিতে আগের চেয়ে ঘুরে বেড়ানোর পরিমাণ বাড়িয়েছেন তারা। বিলাসবহুল হোটেল ও রিসোর্ট চেইনের পরিচালক বিভাস প্রসাদ বলেন, কিছুদিন আগেও আক্ষরিক অর্থে ব্যবসা বন্ধ ছিল আমাদের। সেখান থেকে চাহিদা এক লাফে উঁচুতে উঠে গিয়েছে। ফলে এ খাতের শ্রমবাজার দারুণভাবে সক্ষমতায় ফিরেছে। বিশেষ করে দেশীয় পর্যটকদের মাধ্যমেই এ খাত অনেক এগিয়ে গিয়েছে।২০২১ সালে ভারতের মোট জিডিপির ৫ দশমিক ৮ শতাংশই ছিল পর্যটন খাতের অবদান। সে বছর অর্থনীতিতে পর্যটন খাত থেকে এসেছিল ১৭ হাজার ৮০০ কোটি ডলার। ওয়ার্ল্ড ট্রাভেল ও ট্যুরিজম কাউন্সিলের পূর্বাভাস বলছে, ২০২৮ সাল নাগাদ এর পরিমাণ দাঁড়াবে ৫১ হাজার ২০০ কোটি ডলারে, যা বর্তমানের প্রায় দ্বিগুণ। এ মুহূর্তে ভারতের পর্যটন খাতে ১৩ কোটি ৭০ লাখ মানুষ কর্মরত। সূত্র: বণিক বার্তা।

চীনে কারখানায় আগুনে ৩৬ মৃত্যু

চীনের হেনান প্রদেশে একটি কারখানায় আগুন লেগে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত দুজন।

সোমবার বিকেলে আনিয়াং শহরের ‘হাই-টেক জোন’ হিসেবে পরিচিত ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে এই অগ্নিকাণ্ড ঘটে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। খবর ইন্ডিয়া টুডের। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ৬৩ গাড়ি কাজ করে। স্থানীয় সময় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভাতে রাত ১১টা বেজে যায়।স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে মোট ৩৬ জনের মৃত্যুর খবর জানায়। আরও দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুজন এখনও নিখোঁজ রয়েছেন জানা গেছে। সূত্র: সমকাল

সরকারি ফোনালাপ বন্ধ ৬ বছর

চীনা কর্তৃপক্ষ গত আগস্টে নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাইওয়ানের এক ব্যক্তিকে আটক করে। তাইওয়ানের কর্মকর্তারা এ বিষয়ে চীনের কাছে বিস্তারিত জানতে চেয়ে ফোনে বার্তা পাঠায়। বলাই বাহুল্য, চীনের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। চীনের কাছ থেকে গত ছয় বছর ধরেই এমন আচরণ পেয়ে আসছেন তাইওয়ানের কর্মকর্তারা। তারাও এখন আর চীনের কাছে কোনো উত্তর পাওয়ার আশা করে না। তাইওয়ানের কর্তৃপক্ষের চীনা নীতির সঙ্গে পরিচিত একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘তাইওয়ানের মূল ভূখণ্ডবিষয়ক পরিষদ গত ছয় বছর বেইজিংয়ের তাইওয়ানবিষয়ক দপ্তরে বার্তা, ফ্যাক্স পাঠিয়ে যাচ্ছে। কিন্তু কোনোটিরই উত্তর আসে না। তারা আমাদের উপেক্ষা করে।’ সূত্র: দৈনিক বাংলা।

কলম্বিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

টুইটারে মেয়র কিন্তেরো লিখেছেন, “বেলেন রোসালিস এলাকায় একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। সরকার তার সমস্ত সক্ষমতা নিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে।” তার টুইটের সঙ্গে দেওয়া ভিডিওতে ঘরবাড়ির ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার একটি কুণ্ডুলি উঠতে দেখা গেছে।দুই ইঞ্জিনের পাইপার বিমানটি মেডেলিন থেকে পার্শ্ববর্তী চোকো বিভাগের পিসারোর উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে জানিয়েছেন কিন্তেরো। আন্দিজ পর্বতমালার এক সংকীর্ণ উপত্যকায় মেডেলিন শহরটি অবস্থিত। সূত্র: বিডি নিউজ

বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়া এড়াতে পারবে ফ্রান্স?

গত পাঁচটি বিশ্বকাপের চারটিতেই চ্যাম্পিয়ন দল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছে। ঠিক বিশ বছর আগে ২০০২ সালে ফ্রান্স থেকে শুরু, এরপর ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন এবং ২০১৮ সালে জার্মানি- প্রতিবারই বর্তমান চ্যাম্পিয়ন দল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে।কেবলমাত্র ব্রাজিল এখানে ব্যতিক্রম যারা ২০০২ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েও ২০০৬ সালে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল।শেষবার রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সের পালা এবারে এই ধারা ভাঙ্গার। সূত্র: বিবিসি বাংলা।

‘বিয়ার এবং খেলা’- এ দুয়ের যোগসূত্রের গোড়া কোথায়?

প্রিয় দল মাঠে দারুণ খেলছে, আর উন্মাদ দর্শক সে খেলা দেখছেন গ্যালারিতে বসে। কিংবা বাড়িতে টেলিভিশন সেটের সামনে বসে খেলা দেখতে দেখতে খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করছেন উচ্ছ্বসিত দর্শক। এমন দৃশ্যের সাথে আমরা সকলেই পরিচিত। আমাদের দেশে ফুটবল, ক্রিকেট ম্যাচ চলাকালে এ দৃশ্য তো অহরহ দেখা যায়! পশ্চিমা বিশ্বেও এটি খুব সাধারণ এবং অতি পরিচিত একটি দৃশ্য। তবে পার্থক্য হলো তাদের হাতে থাকে অ্যালকোহল (মদ ও বিয়ার)। ক্রীড়াপ্রেমীরা খেলা দেখছে কিন্তু হাতে বিয়ারের ক্যান বা গ্লাস নেই, পশ্চিমা বিশ্বে এ যেন অসম্ভব ব্যাপার!যুক্তরাষ্ট্রের লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটির অধ্যাপক লরেন্স ওয়েনার আজ থেকে ৩০ বছর আগে লিখেছিলেন, ‘হাতে বিয়ার নিয়ে খেলা দেখাকালীন তুখোড় খেলোয়াড়দের নৈপুণ্য নিয়ে মন্তব্য করা এক বড় সাংস্কৃতিক পরিহাস!’ -বিসনেস স্ট্যান্ডার্ড।