আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

আমেরিকার স্কুলে মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা, ফল মিলল হাতেনাতে

করোনা মহামারির সময় ঘরবন্দী ছিল শিশুসহ অনেকেই। সময় কাটাতে অনেকেই ডিজিটাল বাক্সে বন্দী হয়ে পড়ে। বাদ যায়নি শিশুরাও। সময় কাটাতে ছোট্ট ডিজিটাল বাক্সে বন্দী হয়ে ছিল শিশুদের জীবন। পড়াশোনা থেকে গেম—সবকিছুই মুঠোফোনে চলছিল। এতে অভ্যস্ত হয়ে পড়েছিল অনেক শিশু। এ জন্য স্কুলেও মুঠোফোন নিত শিশুরা। এবার আর তা হচ্ছে না যুক্তরাষ্ট্রে। দেশটির ম্যাসাচুসেটসের বাক্সটন স্কুলেই বন্ধ হলো মুঠোফোনের ব্যবহার। পড়ুয়াদের ভবিষ্যৎ এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণ ছিল, মুঠোফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীরা ক্রমে অসামাজিক হয়ে পড়ছিল। তাদের শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব পড়ছিল। কারণ, শিক্ষার্থীরা খেলত না, মুঠোফোনে ব্যস্ত থাকত। তাই তাদের ভবিষ্যতের কথা ভেবে বড় এ সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। দুই মাসেই সুফল পেয়েছে স্কুল কর্তৃপক্ষ। সূত্র: কালের কণ্ঠ

দলীয় পদ থেকেও ইমরানকে সরানোর প্রক্রিয়ায় ইসি!

প্রধানমন্ত্রীর পদ গেছে। এবার যেতে পারে দলীয় প্রধানের পদও। তেমনই রাস্তা তৈরি করছে পাকিস্তান। মূলত দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তোষাখানা কেলেঙ্কারিতে ইসিপি ইমরানকে অযোগ্য ঘোষণা করার প্রেক্ষাপটে তাকে এ পদে থাকার অযোগ্য মনে করছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইমরান খানের রাজনৈতিক জীবনে ইতি টানতে মরিয়া নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে এ বিষয়ে একটি নোটিস পাঠানো হয়েছে। ১৩ ডিসেম্বর এই মামলার শুনানি হবে। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি প্রচুর মূল্যবান সামগ্রী বিভিন্ন দেশ থেকে উপহার পেয়েছিলেন। সেগুলো তিনি সরকারকে না জানিয়ে ব্যক্তিগত কারণে বিক্রি করে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর উপহারগুলো মূলত দেশের সম্পত্তি। সূত্র; বিডি প্রতিদিন।

মার্কিন যুদ্ধজাহাজের ১৫০ গজের মধ্যে ইরানি নৌকা, কী বলছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নেভির (আইআরজিসিএন) একটি নৌকা হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজগুলোর খুব কাছে চলে এসেছিল। পরে শ্রবণযোগ্য সতর্কতা সংকেত বাজিয়ে এবং লেজার রশ্মি ব্যবহার করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। খবর রয়টার্সের। গতকাল মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ শাখার নৌকাটি মার্কিন যুদ্ধজাহাজের ১৫০ গজের মধ্যে চলে এসেছিল। ৫ ডিসেম্বর ওই আন্তর্জাতিক পানিসীমা দিয়ে নিয়মিত টহলের সময় এ ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসিএন–এর এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পেশাদার ও নিরাপদ সামুদ্রিক আচরণসংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ডের লঙ্ঘন। এতে হিসাব–নিকাশে ভুল হওয়ার এবং সংঘর্ষ বেঁধে যাওয়ার ঝুঁকি থাকে-সূত্র: প্রথম আলো

Nagad

বিশ্বের প্রথম দেশ হিসেবে বছরে ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাওয়ার রেকর্ড ভারতের

বিশ্বজুড়ে ১৮ মিলিয়ন প্রবাসী ভারতীয় আছেন। তাদের কাঁধে ভর করে রেমিট্যান্স পাওয়ায় রেকর্ড গড়তে যাচ্ছে দেশটি। খবর কোয়ার্টজ-এর।বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, ২০২২ সালে ইতিমধ্যে মোট ১০০ বিলিয়ন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্সের পেয়েছে ভারত। এর আগে কোনো দেশ এক বছরে এই পরিমাণ রেমিট্যান্স আয় পায়নি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ‘মজুরি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ওইসিডি দেশগুলোতে শক্তিশালী শ্রমবাজারের সুবাদে ভারতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’২০২১ সালের তুলনায় এ বছর ভারতের রেমিট্যান্স প্রবাহ ১২ শতাংশ বেড়েছে। দেশটির জিডিপিতে রেমিট্যান্সের অবদান ৩ শতাংশ।মূলত অভিবাসী শ্রমিকদের আয়ে ভর করেই এই বিশেষ মাইলফলক গড়েছে ভারত। তবে দেশটির রেমিট্যান্স বৃদ্ধির পেছনে আরও কিছু কারণ রয়েছে। যেমন রেমিট্যান্সের অর্থে পড়াশোনা করা ভারতীয় অনেক শিক্ষার্থী সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সিঙ্গাপুরের মতো বিভিন্ন উচ্চ আয়ের দেশগুলোতে ভালো চাকরি পেতে শুরু করেছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

আন্তর্জাতিক
চীনকে অগ্রাহ্য করে তাইওয়ানে অস্ট্রেলীয় আইনপ্রণেতা দল

চীনের আপত্তি অগ্রাহ্য করে তাইওয়ানে গেছেন এক দল অস্ট্রেলীয় আইনপ্রণেতা। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। তাইওয়ানের মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, অস্ট্রেলীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের দলটি তাইপেতে পৌঁছেছে। এই সফরকালে তাইওয়ান ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থের বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হবে। মুখপাত্র আরও বলেন, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট তাইওয়ানের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ। ক্যানবেরার সঙ্গে তাইপের সম্পর্ক শক্তিশালী ও বৈচিত্র্যময়।বার্তা সংস্থা এএফপি জানায়, বেইজিং-ক্যানবেরা সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলেই অস্ট্রেলীয় আইনপ্রণেতা দলটি পাঁচ দিনের সফরে তাইওয়ান এসেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই এই সফরের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বেইজিং জানায়, অস্ট্রেলিয়ার উচিত ‘এক চীন নীতি’র প্রতি সম্মান দেখানো। তাইওয়ানের স্বাধীনতাকামীদের প্রতি ভুল বার্তা দেয়া অস্ট্রেলিয়ার বন্ধ করা উচিত। এদিকে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস বলেছে, তাইওয়ানের স্বাধীনতাপন্থিদের সমর্থন করে অস্ট্রেলিয়া আগুন নিয়ে খেলছে।এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ দেশটির সংবাদমাধ্যমে জানান, আইনপ্রণেতাদের সফর কোনো সরকারি সফর নয়। সূত্র: দৈনিক বাংলা।

যুবরাজ সালমানের বিরুদ্ধে হত্যা মামলা খারিজ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আদালতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে করা একটি মামলা খারিজ করা হয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনের ওই আদালতের বিচারক জন বেটস সৌদি যুবরাজকে প্রেসিডেন্ট বাইডেনের দেওয়া দায় মুক্তির কথা উল্লেখ করে মামলাটি খারিজ করেন। যদিও বিচারক বলেছেন, তিনি মামলাটি খারিজে রাজি ছিলেন না। কিন্তু বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি কিছু করতে পারেন না। খবর রয়টার্সের। বেটস ২৫ পৃষ্ঠার রায়ে আরও বলেছেন, খাসোগি হত্যায় যুবরাজ সালমানের জড়িতের বিশ্বাসযোগ্য অভিযোগ ব্যাপারে আদালতের অস্বস্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র আদালতকে জানিয়েছে যে তিনি দায়মুক্তি পেয়েছেন।২০১৮ সালের ২ অক্টোবর খাসোগিকে তুরস্কের ইস্তানবুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেন তার বাগ্দত্তা হেতিজে চেঙ্গিস। মামলায় অভিযোগ করা হয়, সৌদি নেতৃত্ব ও দেশটির কর্মকর্তারা খাসোগিকে আটকে রেখে মাদক প্রয়োগ ও নির্যাতন করে হত্যা করেছেন। সূত্র: কালবেলা

গোয়েন্দা হেফাজত থেকে পালানো সেই লায়লা গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা হেফাজত থেকে পালানো হেরোইন মামলার আসামি লায়লা সাবরিন ওরফে রেশমাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে একটি গোয়েন্দা টিম।বুধবার সকালে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক রবিউল ইসলাম সমকালকে এ তথ্য জানিয়েছেন। রেশমার গ্রামের বাড়ি নওগাঁ জেলা সদরের পারনগাঁও গ্রামে। তিনি বসবাস করেন রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানে। গত বুধবার বিকেল ৪টার দিকে তিনি নিজের মোটরসাইকেল চালিয়ে শেরেবাংলা নগর থানার মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রিফাত হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল রেশমার গতিরোধ করে। তাঁর কাছে থাকা ভ্যানিটি ব্যাগে তল্লাশি করে ১০০ পুরিয়া হেরোইন পাওয়া যায়। সূত্র; সমকাল

বিলুপ্তি ঘিরে বিভ্রান্তি
ইরানের নীতি পুলিশ

ইরানে চলতি বছরের সেপ্টেম্বরে নীতি পুলিশের হেফাজতে মারা যান কুর্দি তরুণী মাশা আমিনী। হিজাব পরিধানের বিধান লঙ্ঘন করায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশের এ বিশেষ শাখার সদস্যরা। ইরানি নারীরা যেন হিজাব এবং ঢিলেঢালা পোশাক পরেন সেটি নিশ্চিতে নীতি পুলিশ তৈরি করা হয়। ২২ বছর বয়সী মাশার মৃত্যুর পর পোশাকবিধি ও নীতি পুলিশবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানে। বিক্ষোভকারীরা নীতি পুলিশ বিলুপ্তির দাবি জানাতে থাকেন। সেই দাবি জোরালো হয়ে ইরানে সরকার পতনের আন্দোলনে মোড় নেয়। শুরু হয় ব্যাপক দমনপীড়ন। দেশটির ওপর নতুন করে জারি হয় পশ্চিমা নিষেধাজ্ঞা। এরই মধ্যে গত রবিবার ইরানের অ্যাটর্নি জেনারেল জাফর মনতাজেরি জানান, নীতি পুলিশ বিলুপ্ত করা হয়েছে। তবে পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়নি। মনতাজেরির বক্তব্যেও অনির্দিষ্টকালের জন্য এই বাহিনীর কার্যক্রম বন্ধের বিষয়ে কিছু বলা হয়নি। তাই আদৌ পুলিশের এ বিশেষ শাখার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে কিনাএ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ ইরানের সংবাদমাধ্যমগুলোই জানিয়েছে, বেশ কয়েকটি শহরে নীতি পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে ধর্মীয় শহরগুলোতে। এসব শহরের দোকানিদের বলা হয়েছে হিজাব যারা পরিধান করবেন না, তাদের যেন সেবা না দেওয়া হয়। এর মধ্যে আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরানের একটি শপিং মলের বিনোদন পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: দেশ রুপান্তর।

গুজরাটের ভোটেই কেন উধাও ছিল বিজেপির গুজরাট মডেলের থিওরি?

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে সবেমাত্র শেষ হল বিধানসভা নির্বাচনের পালা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য বলেই যেখানকার ভোটে সারা দেশের আলাদা নজর থাকে । বৃহস্পতিবার ১লা ডিসেম্বর ও সোমবার ৫ ডিসেম্বর – দুই দফায় সেখানে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনের ফলাফল জানা যাবে আগামী বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর।লক্ষ্যণীয়ভাবে এবারের ভোটে কিন্তু বিজেপির তথাকথিত ‘গুজরাট মডেল’ বা উন্নয়নের ন্যারেটিভ একেবারেই আড়ালে চলে গেছে – তার বদলে সাম্প্রদায়িক মেরুকরণ, গুজরাটি গর্ব, কিংবা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ক্যারিশমাকেই প্রাণপণে তুলে ধরার চেষ্টা করছে শাসক দল।কেন গুজরাটে এ ধরনের রাজনৈতিক পরিবেশে এবার ভোট হচ্ছে, তারই অনুসন্ধান থাকছে এই প্রতিবেদনে। বস্তুত গুজরাটের সর্বত্র এখন বাজছে বিজেপির নির্বাচনী প্রচারসঙ্গীত – গত সাতাশ বছর ধরে যে ভারতীয় জনতা পার্টি ওই রাজ্যটি শাসন করে আসছে, তাদেরই কেন আবার ক্ষমতায় ফেরা উচিত তা সবিস্তারে ব্যাখ্যা করা হচ্ছে ওই গানে।তবে যে গুজরাট মডেলের কথা বিজেপি বিগত এক যুগ ধরে ফলাও করে বলে এসেছে, এবং ২০১৪তে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পেছনেও যে মডেলের বিরাট ভূমিকা ছিল বলে মনে করা হয় – বিজেপির প্রচারে কিন্তু সেই উন্নয়নের কাহিনী এবারে নেই বললেই চলে। সূত্র: বিবিসি বাংলা।

ইরানের সাংস্কৃতিক কাঠামো ‘ঢেলে সাজাতে’ বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশের সাংস্কৃতিক কাঠামোর ‘বৈপ্লবিক পুনর্গঠনের’ আহ্বান জানিয়েছেন। দেশজুড়ে চলা ব্যাপক বিক্ষোভে কর্তৃপক্ষ অব্যাহত চাপে আছে, তার মধ্যেই মঙ্গলবার খামেনি এ আহ্বান জানিয়েছেন বলে খবর ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের। জাতীয় সাংস্কৃতিক কাউন্সিলের বৈঠক চলাকালে খামেনি বলেন, “দেশের সাংস্কৃতিক কাঠামোর আমূল পরিবর্তন করা দরকার, দেশের বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক দুর্বলতাগুলো সর্বোচ্চ কাউন্সিলের নিরীক্ষণ করা উচিত।” ‘ইসলামি বিধান অনুযায়ী’ হিজাব না পরার কারণে গ্রেপ্তারের পর ১৬ সেপ্টেম্বর মাশা আমিনি নামের এক তরুণী পুলিশ হেফাজতে মারা যান, তারপর থেকে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ, সহিংসতায় উত্তাল হয়ে আছে ইরান। সূত্র: বিডি নিউজ