জর্জিয়ায় জয় পেলো ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ারনক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া সিনেটে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ারনক। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) জর্জিয়া সিনেট আসনে দ্বিতীয় দফার ভোট হয়। তার এই জয়ের ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের বাকি মেয়াদের জন্য সিনেটে তার দলের সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম, রয়টার্স, বিবিসি, সিএনএন’র প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (৬ ডিসেম্বর) জর্জিয়া সিনেট আসনে দ্বিতীয় দফার ভোট হয়। এই ভোটে রিপাবলিকান প্রার্থী সাবেক ফুটবল তারকা হার্শেল ওয়ালকারকে হারিয়ে দেন ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল। এই নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

এডিসন রিসার্চের তথ্যানুসারে, এখন পর্যন্ত ৯৭ শতাংশ ভোটের গণনা শেষ হয়েছে। এর মধ্যে ৫০ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ওয়ালকার পেয়েছে ৪৯ দশমিক ৪ শতাংশ। এই জয়ে ফলে সিনেটে ৫১-৪৯ আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা।

সারাদিন/০৭ ডিসেম্বর/এমবি

Nagad