মির্জা ফখরুল- মির্জা আব্বাসকে ডিভিশন দেওয়ার নির্দেশ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি কারাবিধি অনুযায়ীই চিকিৎসা পাবেন তারা।
এর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের মামলায় জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তাদের পক্ষে ডিভিশন ও চিকিৎসা চেয়ে আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
সারাদিন. ১০ ডিসেম্বর