ফরিদপুরে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার
ফরিদপুরের টেপাখোলা সিঅ্যান্ডবি ঘাট এলাকায় ভাগ্নিকে (১৯) ধর্ষণের অভিযোগে মামাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (০৯ ডিসেম্বর) রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হোগলা বুনিয়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রিপন মোল্যা (৪৫)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হবিগঞ্জ এলাকার সামছুদ্দিন মোল্যার ছেলে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর র্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৯ নভেম্বর ফরিদপুরের টেপাখোলা সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি ভাড়া বাড়িতে ভাগ্নিকে রাতের আধারে মুখ চেপে ধর্ষণ করে মামা। এ সময় ধর্ষণের ঘটনা জানাজানি হলে আত্মগোপনে চলে যান তিনি। পরে এই ঘটনায় ডাক্তারি পরীক্ষা শেষে স্থানীয় থানায় একটি মামলা করে ভুক্তভোগী ভাগ্নি।
পরে ধর্ষণের অভিযোগ ওঠা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে ফরিদপুর র্যাব-৮। এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৯ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মো: শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাদিন/১০ ডিসেম্বর/এমবি