ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, মৃত্যু বেড়ে ৬২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

ছবি- সংগৃহীত

ভয়ংকর তুষার ঝড় চলছে উত্তর আমেরিকাজুড়ে। এই তুষার ঝড়ে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যেই ২৮ জন মারা গেছেন। নিউইয়র্কের প্রান্তিক নগরী বাফেলোতে বেশিরভাগ মৃত্যু ঘটেছে।

বুধবার (২৮ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, উত্তর আমেরিকাজুড়ে এই তুষার ঝড় শুরুর পর থেকে কয়েক হাজার মানুষ এখনও বিদ্যুৎহীন। বাফেলো শহরের কর্মকর্তারা বলছেন, শহরটিতে গাড়ি চালনা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মিলিটারি পুলিশ আনা হয়েছে। এরই মধ্যে তুষার ঝড়ের কারণে দেওয়া জরুরি অবস্থার মধ্যেই বেশ কিছু জায়গা থেকে লুটপাটের খবর পাওয়া গেছে।

নিউইয়র্ক রাজ্যের একজন কর্মকর্তা জানান, অনেক মানুষ দুই দিনের বেশি সময় ধরে তাদের গাড়িতেই আটকে পড়েছিলেন। দেশটির আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, নিউইয়র্কে আরও প্রায় নয় ইঞ্চি তুষারপাত হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কেন্দ্রীয় সরকারের তরফে নিউইয়র্ক রাজ্যকে সহায়তা দেওয়ার জন্য একটি জরুরি ঘোষণা অনুমোদন করেছেন। এই টুইট বার্তায় তিনি বলেন, যারা এই ছুটির মধ্যে প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা।

সারাদিন/২৮ ডিসেম্বর/এমবি

Nagad