তিন বছর পর বিদেশিদের জন্য সীমান্ত খুলে দিল চীন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

ছবি- সংগৃহীত

মহামারী করোনাভাইরাস শুরু হওয়ার পর বিদেশি পর্যটকদের জন্য এই প্রথম সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে চীন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

বিদেশ থেকে ভ্রমণকারীদের চীনে যাওয়ার পর এখন আর কোয়ারেন্টিনে থাকতে হবে না এবং চীনা নাগরিকরাও এখন বিদেশে ভ্রমণ করতে পারবে। তবে ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে তাদেরকে পিসিআর টেস্টের ফলাফল নেগেটিভ দেখাতে হবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন সরকার ২০২০ সালের মার্চ মাসে ভ্রমণের ওপর এসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

দেশটিতে যখন চান্দ্র নববর্ষ পালিত হচ্ছে তখনই সর্বশেষ এই কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া হলো। নতুন বছর উদযাপন উপলক্ষে এ সময় প্রচুর মানুষ চীনের ভেতরে চলাচল করে থাকে। এ সময় লোকজন পরিবারের সাথে সময় কাটানোর জন্য বাড়িতে ফিরে যায়।

ধারণা করা হচ্ছে, এবারের নববর্ষের ছুটিতে ২০০ কোটি ট্রিপ হতে পারে যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

কোভিড মহামারী মোকাবেলায় চীন সরকার যেসব নীতি গ্রহণ করেছিল, ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে এই নীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Nagad

যেসব পরিবারের সদস্যরা ভ্রমণ নিষেধাজ্ঞা কারণে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হয়েছিল তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

সারাদিন/০৯ জানুয়ারি/এমবি