সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ে বরিশালের বড় সংগ্রহ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩

ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসরে ঢাকা পর্বের খেলা শেষে সাত ফ্র্যাঞ্চাইজি এখন চট্টগ্রামে। গতকাল সাগরিকার তীরে প্রথম দিনে জয় পেয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। আর আজ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়ছে ফরচুন বরিশাল।

চট্টগ্রাম পর্বে শনিবার (১৪ জানুয়ারি) বিধ্বংসী চেহারায় দেখা গেছে সাকিব আল হাসানকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৫ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন সাকিব। অধিনায়কের সেই ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৭ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ফরচুুন বরিশাল।

৮১ রানে অপরাজিত ছিলেন সাকিব। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৪টি ছয়ের মার। কুমিল্লার হয়ে ৪টি উইকেট পেয়েছেন তানভির ইসলাম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বরিশাল। মেহেদি হাসান মিরাজ (৬) ওপেনিংয়ে এবার সুবিধা করতে না পারলেও শুরু থেকেই মারমুখী ছিল দলটি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলে সাকিবের দল। চতুরঙ্গ ডি সিলভা ১২ বলে তোলেন ২০।

এনামুল হক বিজয় ২০ বলে করেন ২০ রান। ঝড় তুলতে চেয়ে ইনিংস বড় করতে পারেননি ইব্রাহিম জাদরানও (২০ বলে ২৭)। ইফতিখার আহমেদ (৫), মাহমুদউল্লাহ রিয়াদ (০) ব্যাট হাতে ব্যর্থ। শেষ পর্যন্ত সাকিবের বিধ্বংসী ৮১ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৭ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ফরচুুন বরিশাল।

কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪টি উইকেট।

Nagad

সারাদিন/১৪ জানুয়ারি/এমবি