আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩

সিগারেটের পোড়া অংশ সড়কে ফেলায় জরিমানা ৭৩ হাজার টাকা

সিগারেট খেয়ে পোড়া অংশ অনেকে ছুড়ে ফেলে দেন সড়কে। এতে সড়কে আবর্জনা তৈরি হয়। সিগারেটের পোড়া অংশ ডাস্টবিনে ফেলার নিয়ম। কিন্তু অনেকে তা করেন না। আর পোড়া অংশ সড়কে ফেললে অনেকেই বিপাকে পড়েন। যেমন পড়েছেন যুক্তরাজ্যের এক নাগরিক। সড়কে সিগারেটে অবশিষ্টাংশ ফেলে ৫৫৮ পাউন্ড জরিমানা দিতে হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৩ হাজার টাকা (১ পাউন্ড‍=১৩১ টাকা)। ওই ব্যক্তির নাম অ্যালেক্স ডেভিস। তিনি সিগারেট খেয়ে শেষাংশ (ফিলটার) সড়কে ফেলে দেন। তাঁকে সিটি কাউন্সিলের কর্মকর্তারা এটি করতে নিষেধ করেন। এরপর রাস্তায় আবর্জনা ফেলার জন্য শাস্তির একটি নোটিশও ধরিয়ে দেওয়া হয় তাঁকে। অ্যালেক্স ডেভিস গ্লুচেস্টারশায়ারের কাছের ওডরুফের পথ দিয়ে ধূমপান করতে করতে হাঁটছিলেন। সূত্র: প্রথম আলো

বিধ্বস্ত রণাঙ্গনমুখী কপ্টার স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এবং তিন শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করা না গেলেও যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল বা উড্ডয়ন বিধি লঙ্ঘন এবং নাশকতার কথা সবই মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। গতকাল বুধবার স্থানীয় সময় সকালে রাজধানীর অদূরের ব্রোভারি উপশহরের একটি কিন্ডার গার্টেন স্কুল ও আবাসিক ভবনের কাছে কপ্টারটি বিধ্বস্ত হয়। ব্রোভারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রথম দিকে ব্যাপক লড়াই হয়েছিল। সূত্র: কালের কণ্ঠ

আরও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ছে রাশিয়া

বর্তমান কাঠামো দিয়ে বিশ্বে প্রভাব বিস্তার করা সম্ভব নয়। এ উপলব্ধি থেকে প্রতিরক্ষা বিভাগকে পুরো ঢেলে সাজানোর পরিকল্পনা করছে রুশ প্রশাসন। এ সংস্কারে প্রশাসনের পাশাপাশি নৌ, মহাকাশ ও কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী যুদ্ধ সক্ষমতা আরও জোরদার করা হবে, বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুরু হওয়া নতুন বছর থেকে শুরু করে ২০২৬ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে এ বড় ধরনের পরিবর্তন আনা হবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, সশস্ত্র বাহিনীর মূল কাঠামোগত উপাদানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে রাষ্ট্রের সামরিক নিরাপত্তা এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো রক্ষা করা সম্ভব। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি কিছুটা কমলেও জনজীবনে স্বস্তি ফেরেনি

যুক্তরাজ্যের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত ডিসেম্বরে তা নেমে আসে ১০ দশমিক ৫ শতাংশে। কিন্তু এখনো গত ৪০ বছরের মধ্যে তা শীর্ষে রয়েছে। সেই সঙ্গে জীবনযাত্রার ব্যয় ক্রমাগতভাবে বেড়েই চলেছে। যদিও জ্বালানি, পোশাক ও বিনোদনমূলক কাজের খরচ কিছুটা কমেছে। আর এগুলোই মূলত সূচকে এ পরিবর্তন এনেছে। পরিস্থিতি বিবেচনায় দেখা গেছে, মূল্যস্ফীতি খুব সামান্য পরিমাণ কমলেও তা সাধারণ মানুষের জীবনে এখনো তেমন প্রভাব রাখতে পারেনি। খবর দ্য গার্ডিয়ান। দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) বলছে, ভোক্তা মূল্যস্ফীতি সূচকের (সিপিআই) বার্ষিক হার গত মাসে আবার নেমেছে। ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৫ শতাংশ, যা নভেম্বরের ১০ দশমিক ৭ শতাংশ থেকে কম। এটি সবশেষ চূড়ায় উঠেছিল অক্টোবরে, তখন এ হার ছিল ১১ দশমিক ১ শতাংশ, যা ছিল গত ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদদের ধারণা ছিল, ডিসেম্বরে ১০ দশমিক ৫ শতাংশের মতোই হবে। মাস শেষে সেটিই সত্যি হয়েছে। সূত্র: বণিক বার্তা।

রাশিয়া জিতবেই, সন্দেহ নেই
কারখানার শ্রমিকদের উদ্দেশে পুতিন * ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্তে স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

ইউক্রেনের মাটিতে রাশিয়া জিতবে। এতে কোনো সন্দেহ নেই। বুধবার দেশটির দ্বিতীয় শহর সেন্টপিটার্সবার্গে এমন মন্তব্যই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি কারখানার কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিজয় সুনিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাশিয়ার জনগণের ঐক্য-সংহতি, যোদ্ধাদের সাহস, বীরত্ব এবং সামরিক-শিল্প খাতের অবদান-এসব কিছুই আমাদের জয় এনে দেবে।আগের দিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র বাহিনীতে বড় পরিবর্তন আনছে রাশিয়া। নৌ, মহাকাশ ও কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীতে যুদ্ধসক্ষমতা আরও জোরদার করা হবে। চলতি বছর থেকে শুরু করে ২০২৬ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘বড় ধরনের পরিবর্তন’ আনবে মস্কো। খবর রয়টার্সের। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই বলেন, ‘শুধু সশস্ত্র বাহিনীর মূল কাঠামোগত উপাদানগুলোকে শক্তিশালী করার মাধ্যমেই রাষ্ট্রের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাশিয়ান ফেডারেশনে যুক্ত হওয়া নতুন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষা করা সম্ভব।’ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে পশ্চিমারা যে ‘ছায়া যুদ্ধ’ চালাচ্ছে তার জন্যই সশস্ত্র বাহিনীতে এ বড় ধরনের পরিবর্তন দরকার হয়ে পড়েছে। সূত্র; যুগান্তর

‘দাও ফিরে সে অরণ্য’

ব্যস্ততাহীন জীবন কাটাবেন বলে পানামার এক দ্বীপে ৯ একর জমি কেনেন হাভিয়ের লিহো। মন চাইলে ঘরে থাকবেন। মন চাইলে সার্ফ বোর্ডে সমুদ্রের ঢেউ কেটে এগিয়ে যাবেন।আর্জেন্টিনায় জন্ম হাভিয়েরের। চেয়েছিলেন লাতিন আমেরিকার যানজট থেকে দূরে আরাম-আয়েশে বাকি জীবন কাটিয়ে দেবেন। সে কারণেই দ্বীপে ‘নির্বাসন’। তবে টেকসই বনায়নের প্রতি ভালোবাসা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। বিবিসি বলছে, হাভিয়েরের কেনা জমিটি পানামার ক্যারিবীয় উপকূলের বাস্তিমেন্তোস দ্বীপে। আগে বন ছিল। উজাড় করেই তার কাছে বিক্রি করা হয়। হাভিয়ের চাইলেন বন ফিরিয়ে আনতে। স্থানীয়দের সঙ্গে নিয়ে এক টুকরো জমিকে সমৃদ্ধ অরণ্যে পরিণত করেন। নাম দেন ‘আপ ইন দ্য হিল’ ইকো-ফার্ম।পঞ্চাশোর্ধ্ব হাভিয়ের চান তার এই উদ্যোগ যেন উদাহরণ হয়ে থাকে। যেন অন্যরাও তার মতো বনানী ফিরিয়ে আনতে সচেষ্ট হন।হাভিয়ের তার জমির এক পাশে আসবাব তৈরির জন্য কাষ্ঠল উদ্ভিদ লাগিয়েছেন। আরেক অংশে চকলেটের জন্য আছে কোকোয়া গাছ। ওপরের দিকে ঔষধি গাছের বাগান আছে। বাকিটা ফলদ বৃক্ষ, শাকসবজি আর ফুলের গাছে পূর্ণ। এখানে যে পণ্য ও ফসল হয়, তা স্থানীয়ভাবেই বিক্রি করেন তিনি। সূত্র: দৈনিক বাংলা

পাকিস্তান কি আগাম নির্বাচনের পথে এগোচ্ছে

পাকিস্তানের পাঞ্জাবের পর এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশ সরকারের বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এক সপ্তাহের কম ব্যবধানে দেশটির চার প্রদেশের মধ্যে দুটির সরকার নিজেদের বিলুপ্ত ঘোষণা করায় চাপে পড়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ সরকার। পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্ষমতায় ছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি।
খাইবার পাখতুনখোয়ার পিটিআইয়ের মুখ্যমন্ত্রী মাহমুদ খান নিজ সরকারের বিলুপ্তি ঘোষণার জন্য মঙ্গলবার (১৭ জানুয়ারি) গভর্নর হাজি গোলাম আলীর কাছে একটি চিঠি লেখেন। এই চিঠির ভিত্তিতে বুধবার প্রদেশটির সরকারের বিলুপ্তি ঘোষণা করেন হাজি গোলাম আলী। মঙ্গলবার এক ভিডিও বার্তায় মাহমুদ খান বলেন, ‘শুধু খাইবার পাখতুনখোয়া নয়, পাকিস্তানের যেকোনো প্রদেশে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারি। কেন্দ্রেও তা পারব। কথা নয়, কাজের ভিত্তিতে আমাদের সরকার গঠন ও পরিচালনার সক্ষমতা রয়েছে। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি।’ সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

১০ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আলামত যেন ক্রমশই দৃশ্যমান হতে শুরু করেছে। আগেভাগে জানান দিচ্ছে প্রযুক্তি খাত। এবার জানা গেল, মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ শতাংশ কর্মী কমে যাবে। মাইক্রোসফটের এক অভ্যন্তরীণ এক নোটিসের মাধ্যমে কর্মী ছাঁটাইয়ের এ তথ্য জানা গেছে। ওই নোটিসে প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, “কোভিডের সময় গ্রাহকেরা ব্যয়ের পরিমাণ বাড়িয়েছিলেন। তবে এখন মানুষ ‘সতর্কতার নীতি’ অনুসরণ করছে। বিশ্বের অনেক অংশে মন্দা চলছে। অনেক জায়গায় (মন্দা) আসন্ন।” কোভিডকালে প্রযুক্তি ব্যবসা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় অনেক কর্মী নিয়োগ করতে হয়েছিল এ খাতের প্রতিষ্ঠানগুলোকে। ২০২১ সালের জুন থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ৪০ হাজার নতুন কর্মী নিয়েছিল মাইক্রোসফট। ফলে প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মীর সংখ্যা দুই লাখ ২১ হাজারে দাঁড়িয়েছিল। এর মধ্যে ৯৯ হাজার যুক্তরাষ্ট্রের বাইরের। সূত্র: সমকাল

ইউক্রেনে শান্তির জন্য কোন ‘সিরিয়াস প্রস্তাব’ আসেনি, বলছেন লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তিনি এখন পর্যন্ত কোন ‘সিরিয়াস’ প্রস্তাব দেখেননি এবং যে কোন আলোচনাতে অবশ্যই মস্কোর বৃহত্তর নিরাপত্তা উদ্বেগগুলো অন্তর্ভুক্ত হতে হবে। মস্কোতে তার বার্ষিক সংবাদ সম্মেলনে মি. লাভরভ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দেয়া শান্তি পরিকল্পনা সম্পূর্ণ অবাস্তব, তবে পশ্চিমাদের দিক থেকে আসা যে কোন সুনির্দিষ্ট উদ্যোগের প্রতি রাশিয়া সাড়া দিতে প্রস্তুত আছে। তিনি অভিযোগ করেন যে ওয়াশিংটন ইউক্রেনে একটি ‘প্রক্সি যুদ্ধ’ চালাচ্ছে । মি.লাভরভ নেটো জোটের প্রতি আবারো আহ্বান জানান যেন তারা দেশটি থেকে তার ভাষায় “সামরিক অবকাঠামো” অপসারণ করে। সূত্র; বিবিসি বাংলা।

পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদও বিলুপ্ত

পাকিস্তানে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ফেডারেল সরকারের ওপর চাপ তৈরি করতে নির্ধারিত সময়ের আগেই পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ বিলুপ্তির পর এবার খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদও ভেঙে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।পাকিস্তানে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের জন্য প্রতি পাঁচ বছর অন্তর একই সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি প্রাদেশিক পরিষদ আগেই ভেঙে দেওয়ায় এখন নিয়মানুযায়ী, ৯০ দিনের মধ্যে আলাদা নির্বাচন দিতে হবে।আগামী অক্টোবরে পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশটিতে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় নির্বাচন আলাদা করে হবে কি না, তা নিয়ে সংশয় আছে। সূত্র; বিডি নিউজ