আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

নারীদের জেলে ট্রান্সজেন্ডার নয়: স্কটল্যান্ড আদালত

স্কটল্যান্ডের কারাগারে নারীদের সঙ্গে কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তিকে রাখা হবে না। তাঁদের থাকতে হবে পুরুষদের জেলেই। দেশটির আদালত একটি ধর্ষণের মামলার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছেন। তবে এটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।আদালত জানিয়েছেন, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের কোন কারাগারে পাঠানো হবে, তা মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের আগে কোনোভাবেই তাঁদের নারীদের কারাগারে পাঠানো যাবে না। তাঁদের থাকতে হবে পুরুষদের কারাগারেই। মূল্যায়নের সময় দেখতে হবে, ওই ট্রান্সজেন্ডার কখনো কোনো নারীর সঙ্গে অবমাননাকর ঘটনা ঘটিয়েছিলেন কি না। বিষয়টি সুনিশ্চিত করার পরই পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে প্রশাসনকে।আদালতের এ নির্দেশের অর্থ, কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তি গ্রেপ্তার হলে প্রথমে তাঁকে পুরুষদের জেলেই যেতে হবে। মূল্যায়নের পর প্রয়োজনে কোনো কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তিকে নারীদের জেলে পাঠানো হলেও হতে পারে। সূত্র: প্রথমম আলো

আদানির ফাঁদে না পড়তে বাংলাদেশকেও সতর্কতা

যুক্তরাষ্ট্রভিত্তিক শেয়ারবাজার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ ভারতের আদানি গ্রুপের শেয়ারবাজার কারসাজি, অর্থপাচার আর কর ফাঁকি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর থেকেই গ্রুপটির শেয়ারে ব্যাপক দরপতন ঘটেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার পর্যন্ত আদানি গ্রুপ সব মিলিয়ে ছয় হাজার ৫০০ কোটি ডলার হারিয়েছে। কারসাজি ও জালিয়াতির কারণে এখন বিশ্বের বিভিন্ন দেশ আদানি গ্রুপের সঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে বলে জানিয়ে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরাও আদানি গ্রুপের সঙ্গে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সরকারকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছেন। সূত্র: কালের কণ্ঠ

মোদির ‘রকফেলার’ আদানি হিন্ডেনবার্গের সঙ্গে লড়াইয়ে ৭১ বিলিয়ন ডলার হারালেন

ভারতের প্রভাবশালী ধনকুবের গৌতম আদানির সুসময়ে ভাটা পড়েছে হঠাৎ করেই। অথচ গত বছরেই তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনকুবের ছিলেন। তার বিত্ত পতনের সূত্রপাত হয় গত বুধবার। এদিন আদানি শিল্পগোষ্ঠীর কোম্পানিগুলোর শেয়ারমূল্যের শর্ট পজিশন প্রকাশ করে যুক্তরাষ্ট্র-ভিত্তিক হিন্ডেনবার্গ রিসার্চ। আর্থিকখাতের ফরেনসিক গবেষণা/ তদন্তকারী এ সংস্থা তাদের প্রতিবেদনে জানায়, আদানি গ্রুপের শেয়ারমূল্য হিসাবরক্ষণের জালিয়াতি ও বিভিন্ন সূক্ষ্ম কৌশলের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। ব্লুমবার্গ ও ফিন্যান্সিয়াল টাইমস অবলম্বনে। পুঁজিবাজারে শর্ট পজিশন হলো- স্বল্পমেয়াদে কোনো কোম্পানির শেয়ার কতখানি কমবে তা নির্ধারণের কৌশল। সাধারণত আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের জন্য এটা নিরূপণ করা হয়।হিন্ডেনবার্গের প্রতিবেদনের পর থেকেই সুবৃহৎ এ শিল্পগোষ্ঠীর বন্ড ও শেয়ারমূল্যে ধস নেমেছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

Nagad

৬ হাজার কর্মী ছাঁটাই করবে ফিলিপস

বিশ্বব্যাপী প্রায় ছয় হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ডাচ কোম্পানি ফিলিপস। প্রতিষ্ঠানের অর্থনৈতিক সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যেই এ পদক্ষেপ নিতে যাচ্ছে ডাচ প্রতিষ্ঠানটি। গতকাল ফিলিপসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের মধ্যেই কর্মী হ্রাসের পরিকল্পিত সংখ্যার অর্ধেক ছাঁটাই করা হবে। খবর রয়টার্স। প্রতিষ্ঠানটির সিইও রয় জ্যাকব জানান, কয়েক মাসের মধ্যে ১০ হাজার কর্মী ছাঁটাই হচ্ছে, যা ফিলিপসের বর্তমান কর্মীদের প্রায় ১৩ শতাংশ। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন ও জার্মান সফটওয়্যার নির্মাতা এসএপিজি খরচ কমানোর জন্য সাম্প্রতিক সময়ে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর পদাঙ্ক অনুসরণ করে ফিলিপসও সে পথেই হাঁটছে। যদিও প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকের আয় প্রত্যাশার তুলনায় অনেক ভালো অবস্থানে ছিল। সূত্র: বণিক বার্তা।

হেলায় পড়ে থাকা চিত্রকর্ম ৩২ কোটি টাকায় বিক্রি

গুদামঘরে হেলায় পড়ে ছিল এক তৈলচিত্র। নামমাত্র মূল্যে কিনে নেন এক সংগ্রাহক। চিত্রকর্মটি নিলামে ৩১ লাখ ডলারে বিক্রি হয়েছে গত বৃহস্পতিবার। বাংলাদেশি মুদ্রায় যা ৩২ কোটি টাকার বেশি।
লম্বায় তিন ফুটের কাছাকাছি তৈলচিত্রটি বিখ্যাত ফ্লেমিশ শিল্পী অ্যান্থনি ফন ডাইকের আঁকা। সপ্তদশ শতকে নেদারল্যান্ডস, ইতালি ও ইংল্যান্ডের শিল্পবোদ্ধাদের মাতিয়েছেন তিনি।সিএনএন জানায়, ফন ডাইকের বিখ্যাত শিল্পকর্মগুলোর একটি ‘সেন্ট জেরোম’। সেটির জন্য হাত পাকাতে গিয়ে নিলামে বিক্রি হওয়া ছবিটি এঁকেছিলেন। খসড়া বলা চলে। আর সেন্ট জেরোম নামের চূড়ান্ত ছবিটি বর্তমানে নেদারল্যান্ডসের রটারডামের বইমানস ফন বনিনেন জাদুঘরে শোভা পাচ্ছে। সূত্র: দৈনিক বাংলা।

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ জরুরি অবস্থা উঠে যাচ্ছে ১১ মে

প্রায় তিন বছর পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সোমবার জানিয়েছে, আগামী ১১ মে থেকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ জরুরি অবস্থা উঠে যাচ্ছে। খবর: বার্তা সংস্থা রয়টার্স’র।যুক্তরাষ্ট্রজুড়ে ২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে কোভিড-১৯ জরুরি অবস্থা ও জনস্বাস্থ্য জরুরি অবস্থা (পিএইচই) জারি করা হয়। জো বাইডেন ক্ষমতায় আসার পর অনেকবার তার মেয়াদ বাড়িয়েছেন। এই জরুরি অবস্থার ফলে করোনাকালে যুক্তরাষ্ট্রের কোটি মানুষ বিনামূল্যে নমুনা পরীক্ষা, টিকা ও চিকিৎসা সেবা পেয়েছে।হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) এক বিবৃতিতে বলেছে, আগামী মাসে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ১১ মে পর্যন্ত আরেক দফা বাড়িয়ে তা তুলে নেওয়া হতে পারে।বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ কমতির দিকে রয়েছে। তবে প্রতিদিন ৫০০ জনের বেশি মানুষ এতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সূত্র: সমকাল

কন্যাকুমারী থেকে কাশ্মীরে ভালোবাসা ছড়ালেন রাহুল
শেষ হলো ভারত জোড়ো যাত্রা

মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিয়ে ভারতে জোড়ো যাত্রা শেষ করলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল সোমবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে স্টেডিয়ামে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৪৬ দিনের ভারত জোড়ো যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন তিনি। সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন বেশ কয়েকটি বিরোধী দলের নেতা ও কর্মীরা। খবর এনডিটিভির। সমাপ্তি অনুষ্ঠানে রাহুল ছাড়াও বক্তব্য দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। রাহুল বলেন, হ্যান্ড গ্রেনেড নয়, কাশ্মীরের মানুষ ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাকে। তুষারস্নাত হয়ে এই কংগ্রেস নেতা বলেন, কাশ্মীর আমার বাড়ি। আমি যদি বাড়িতে যায়, তবে প্রতিবেশীদের মধ্য দিয়ে হেঁটে যাব। আমার ধারণা, জম্মু ও কাশ্মীরে বিজেপির কোনো সদস্য এভাবে হাঁটতে পারবেন না। কারণ তারা ভয় পান। ভারত জোড়ো যাত্রা শ্রীনগরে প্রবেশের মুখে নিরাপত্তারক্ষীরা বলেছিলেন, সারা ভারত ও জম্মুতে হেঁটে যাত্রা করতে পারেন, কিন্তু কাশ্মীরে শেষ চার দিন যেন গাড়ি ব্যবহার করেন। এমনকী তাকে এটাও বলা হয়েছিল, তিনি যদি হেঁটে যান তবে তাকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হতে পারে। কিন্তু কাশ্মীরের মানুষ আমাকে হৃদয়ভরা ভালোবাসা দিয়েছে। সূত্র: কালবেলা

ইউক্রেনকে যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা বাইডেনের

রাশিয়ার হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে প্রথমে ট্যাংক সহায়তা চায় ইউক্রেন। ট্যাংকের প্রতিশ্রুতি পাওয়ার পর এখন যুদ্ধবিমান চাইছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তারা ইউক্রেনকে যুদ্ধবিমান দেবেন না।সোমবার এক সাংবাদিক বাইডেনকে প্রশ্ন করেন কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার কোনো ইচ্ছা তার আছে কি না। এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘না’। খবর এএফপির।প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে প্রায় এক বছর ধরে যুদ্ধ করায় আশঙ্কাজনকভাবে কমেছে ইউক্রেনের বিমানবাহিনীর শক্তি। যখন পশ্চিমারা তাদের ট্যাংক দিতে সম্মত হলো তখন কিয়েভ ভাবল এখন তাদের যুদ্ধবিমানও দিতে পারে তারা। আর এসব যুদ্ধবিমান দিয়ে নিজেদের বিমানবাহিনীর শক্তি আগের অবস্থানে নিয়ে যাওয়া হবে। তবে যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এরআগে জার্মানিও যুদ্ধবিমান দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। সূত্র: যুগান্তর

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনস এলাকার ভেতর একটি মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জন হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।সোমবার স্থানীয় সময় দুপুরে যখন বোমার বিস্ফোরণ ঘটে তখন সেখানে জোহরের নামাজ চলছিল, খবর দেশটির ইংরেজি দৈনিক ডনের। বিস্ফোরণে দোতলা মসজিদটির একটি অংশ ধসে পড়েছে। পুলিশ সদরদপ্তরের কাছের ওই মসজিদে যাওয়ার পথে কড়া পাহারার ব্যবস্থা ছিল।এখনো এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এর সঙ্গে পাকিস্তান তালেবানের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত বছর নভেম্বরে পাকিস্তান তালেবানের যুদ্ধবিরতি শেষ হয়। তারপর থেকে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে গেছে। সূত্র: বিডি নিউজ

পাল্টা বিবৃতি হিন্ডেনবার্গের
জাতীয় পতাকার আড়ালে ভারতকে লুটছেন আদানি

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরিপ্রেক্ষিতে শেয়ার বাজারে বিপুল ক্ষতির মুখে পড়েছেন গৌতম আদানি। হুহু করে সম্পদ খুইয়েছেন তার সংস্থার বিনিয়োগকারীরা। এ অবস্থায় মার্কিন রিসার্চ সংস্থার সমালোচনা করেছেন ভারতীয় ধনকুব আদানি। তার মতে, পরিকল্পিতভাবে ভারতকে হেয় করতেই এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। পরের দিনই পাল্টা দাবিতে বলেছে, আসলে দেশের প্রতি আক্রমণের বিষয়টি প্রচার করে নিজের দিক থেকে অভিযোগের তীর ঘোরাতে চাইছেন আদানি। জাতীয়তাবাদের কথা উল্লেখ করে নিজের সম্পদের উত্থানের কথা গোপন করছেন। রবিবার ৪১৩ পাতার একটি রিপোর্ট প্রকাশ করা হয় আদানি গ্রুপের তরফে। সেখানে বলা হয়, ‘কল্যাণকর উদ্দেশ্যে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ করা হয়নি। সত্যনিষ্ঠভাবে গবেষণা না করেই উদ্দেশ্যহীনভাবে এই রিপোর্ট তৈরি হয়েছে। নির্দিষ্ট কোনো সংস্থা নয়, সমগ্র ভারতকে আক্রমণ করেছে এই রিপোর্ট। সূত্র: বিডি প্রতিদিন।