আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন নিকি হ্যালি
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নেতা নিকি হ্যালি একটি ‘বিশেষ ঘোষণা’ দিতে যাচ্ছেন। ঘোষণাটি দেওয়া হবে ১৫ ফেব্রুয়ারি। এদিন তিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।৫১ বছর বয়সী নিকি হ্যালি দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। তিনি ইতিমধ্যে ই-মেইলের মাধ্যমে ‘বিশেষ ঘোষণা’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে নিকি হ্যালির পাঠানো আমন্ত্রণপত্র পোস্ট করা হয়েছে। আমন্ত্রণপত্র বলা হয়েছে, বিশেষ ঘোষণার জন্য নিকি হ্যালি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিন।২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আগে থেকেই মাঠে রয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের নভেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন ট্রাম্প। তাঁর এই জয় বিশ্বকে চমকে দিয়েছিল। সূত্র: প্রথম আলো
মিয়ানমারে সামরিক বাহিনীর নতুন কৌশল
জান্তার বিমান হামলায় মৃত্যু আর ধ্বংসযজ্ঞ
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের দুই বছর পূর্তি হয়েছে গতকাল বুধবার। এমন প্রেক্ষাপটে বিবিসি রাজনৈতিক বিরোধী ও গৃহযুদ্ধে লিপ্ত সশস্ত্র সংগঠনগুলোর ওপর মিয়ানমার জান্তার নির্মম বিমান হামলার নতুন কৌশলের চিত্র তুলে ধরেছে।গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মী ও বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সদস্যরা জান্তার বিরুদ্ধে গত দুই বছরে লড়াই তীব্রতর করেছেন। এর বিপরীতেই সামরিক বাহিনী হত্যা, মৃত্যুদণ্ড কার্যকর ও গণহারে কারাবন্দি করার কৌশল গ্রহণের পর বিমান হামলার মতো পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
বিবিসির তুলে ধরা কাহিনিগুলোর একটি দেশের মধ্যাঞ্চলের লেট ইয়েট কোন নামের একটি গ্রামের। সেখানকার ৯ বছর বয়সী স্কুল শিক্ষার্থী জিন নিউই ফিয়ো গত বছরের ১৬ সেপ্টেম্বর সকালে চাচার সঙ্গে স্কুলে যাওয়ার সময় আকাশে দুটি হেলিকপ্টারকে গ্রামের ওপর চক্কর দিতে দেখে। হঠাৎই শুরু হয় গুলি। পরে স্কুলের ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয় জিন নিউই ফিয়োর লাশ। সূত্র: কালের কণ্ঠ
জরুরি অবস্থার মেয়াদ বাড়াল জান্তা
অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে মিয়ানমারে সুনসান নীরবতা
অভ্যুত্থানের দুই বছর পূর্ণ করল মিয়ানমারের জান্তা সরকার। গণতান্ত্রিক সরকারকে ছলে-বলে-কৌশলে হটানোর পর বুধবার দুই বছর পূর্তি উদযাপন করেছে দেশটি। তবে যেমনটা প্রাপ্য তেমনটাই যেন ঘটল। উদযাপন তো দূরের কথা, দেশের মানুষ এই দিনে ঘর থেকে বের হয়নি। রাস্তা-ঘাটে ছিল সুনসান নীরবতা। জরুরি অবস্থার শেষ হতে না হতেই এদিনই মেয়াদ আরও ছয় মাস বাড়াল সেনাবাহিনীর নিরাপত্তা পরিষদ।অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে বিক্ষোভকারীরা মিয়ানমারের বিভিন্ন শহরে সমাবেশ ও নীরব ধর্মঘট পালন করেন। দেশের বাইরেও চলেছে এই প্রতিবাদ। সামরিকদের দ্বারা নির্বাসিত বেসামরিক নেতারা প্রতিশ্রুতি দেন দ্রুত জান্তা সরকারের অবৈধ ক্ষমতা দখলের সমাপ্তি ঘটানোর। গণতন্ত্রকামীরা জনগণকে বাড়ির বাইরে না গিয়ে ও দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করতে আহ্বান জানান। নির্বাচনে কারচুপির অভিযোগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি দেশটির শীর্ষ জেনারেলের নেতৃত্বে দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটানো হয়। ওই দিন মিয়ানমারের নতুন পার্লামেন্টে অধিবেশনের প্রস্তুতি চলছিল। আর তার আগেই ভোরবেলা অভিযান চালিয়ে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সুচিসহ আইনপ্রণেতাদের আটক করেন সেনাসদস্যরা। অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারব্যবস্থার ইতি টানা হয়। মিয়ানমারে ওই অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে বিশৃঙ্খলা চলছে। দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন বিক্ষোভকারীরা। চলছে রক্তক্ষয়ী আন্দোলন, সংঘাত, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ। তাদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে। এদিকে গঠিত হয়েছে জান্তাবিরোধী ছায়া সরকার ও প্রতিরোধ বাহিনী। পশ্চিমা দেশগুলো মিয়ানমারের ওপর জারি করেছে বেশ কিছু নিষেধাজ্ঞা। চলতি মাসের শুরুতেই মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, দেশে বহু দলের অংশগ্রহণে একটি ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের আয়োজন করবে সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের ভাষ্য, সামরিক জান্তার অধীনে নির্বাচনের আয়োজন করা হলে, তা হবে একটি ‘ধোঁকাবাজি’। সূত্র: যুগান্তর
টানা বৃষ্টি, ভারতের ২ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের তামিলনাড়ু রাজ্যের দুই জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের নাগাপট্টিনম এবং তিরুভারুর জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিপাতে নাজেহাল নাগাপট্টিনামের স্কুল ও কলেজগুলো একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে তিরুভারুর জেলায় শুধু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।ভারতের আবহাওয়া বিভাগ বলছে, উপকূলীয় তামিলনাড়ু এবং পুদুচেরির অনেক জায়গায় বৃহস্পতিবারও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণ তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সূত্র: দৈনিক বাংলা ।
ভারতের বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর
ভারতের ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন বাজেটে স্টার্টআপ কোম্পানিগুলোর উৎসাহিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন দেশটির অর্থনীতিবিদদের একাংশ। তারা বলছেন, বুধবার পেশ করা বাজেটে নতুন উদ্যোক্তাদের সুবিধা আরও কিছুটা বাড়ানো হচ্ছে। আগের নিয়ম অনুযায়ী, যে স্টার্টআপ সংস্থাগুলো ২০১৬ সালের ১ এপ্রিল থেকে ২০২৩ সালের ২৩ মার্চ সময়সীমার মধ্যে নথিভুক্ত হতো এবং যে সংস্থাগুলোর আয় ১০০ কোটি টাকার কম, সেসব সংস্থাগুলোকে ইন্টার মিনিস্টেরিয়াল বোর্ডের (আইএমবি) পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়। ব্যবসা শুরু হওয়ার প্রথম ১০ বছরের মধ্যে পর পর যেকোনো তিন বছরে লাভের পরিমাণের ওপর কর দেওয়া থেকে ছাড় মিলত। নতুন অর্থবছরের এই সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ পর পর চার বছর লাভের ওপর কর ছাড় দেওয়া হবে এবার থেকে।ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য বলছে, শুধু তা-ই নয়, কোনো স্টার্টআপ সংস্থা খোলার প্রথম ৭ বছরের মধ্যে তার লোকসান হলে কর দেওয়া থেকে ছাড় মিলত। এখন সেই সময়সীমা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। তাই এখন আর তড়িঘড়ি কর দিতে হবে না স্টার্টআপ সংস্থাগুলোকে। সূত্র: সমকাল
চীনের ‘সুপার কাউ’ বছরে দুধ দেবে ১৮ টন
চীনের দাবি, দেশটির বিজ্ঞানীরা সফলভাবে তিনটি ‘সুপার কাউ’ ক্লোন করতে সক্ষম হয়েছে। গাভীগুলো অস্বাভাবিক হারে দুধ উৎপাদন করতে পারবে। খবর সিএনএন। রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, আমদানি করা জাতের ওপর নির্ভরতা কমাতে এই উদ্যোগ ‘চীনের দুগ্ধ শিল্পের জন্য একটি অগ্রগতি’ হিসেবে প্রশংসা পাচ্ছে। বাছুর তিনটি প্রজনন নিয়ে কাজ করেছেন নর্থওয়েস্ট ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল অ্যান্ড ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা। গত ২৩ জানুয়ারি শুরু হওয়া চন্দ্র নববর্ষের আগের সপ্তাহে নিংজিয়া অঞ্চলে সুপার কাউগুলোর জন্ম।
নেদারল্যান্ডের হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের উচ্চ উৎপাদনশীল গরু থেকে এগুলো ক্লোন করা হয়েছিল। গাভীগুলো প্রতি বছর ১৮ টন দুধ ও জীবদ্দশায় ১০০ টন দুধ উৎপাদন করতে সক্ষম। সূত: বণিক বার্তা
গ্রামের চায়ের দোকানে ঢুকে নিজ হাতে চা বানালেন মমতা ব্যানার্জি
জেলা সফরে বেরিয়ে গ্রামের চায়ের দোকানে ঢুকে নিজ হাতে চা বানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার (১ ফেব্রুয়ারি) বীরভূম জেলায় একটি প্রশাসনিক সভা শেষে মুখ্যমন্ত্রী স্থানীয় একটি গ্রাম ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমসহ অন্যান্য নেতা ও মন্ত্রীরা। গ্রামে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই সোনাঝুরির একটি চায়ের দোকানে ঢুকে পড়েন মমতা ব্যানার্জি। সবাই যখন ভাবছিলেন তিনি চা পান করতে ঢুকেছেন, তখন সবাইকে অবাক করে দিয়ে নিজেই চা বানানোর বন্দোবস্ত করেন মুখ্যমন্ত্রী। নিজেই দোকানির কাছ থেকে চা পাতা, চিনি, দুধ চেয়ে নেন এবং চুলায় বসিয়ে দেন চা। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
মিয়ানমারে সেনাশাসনের দুই বছর
চার পশ্চিমা দেশের নতুন নিষেধাজ্ঞা
গণতান্ত্রিক সরকারকে বন্দুকের নলের মুখে হটিয়ে সামরিক শাসনের দুই বছর গতকাল পার করল মিয়ানমার। দুই বছর আগে ওই দিনে গ্রেফতার করা হয় নোবেলজয়ী অং সান সুচিসহ দেশটির অনেক রাজনৈতিক নেতাকে। দেশটিতে মাঝের সময়টা বেশ উত্তাল কেটেছে। অভ্যুত্থানবিরোধী তুমুল বিক্ষোভ ও তা দমাতে জান্তার দমন-পীড়নে দেশটিতে বদলে গেছে অনেকের জীবন। বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে জান্তা সরকার। মিয়ানমারের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দমন ও জান্তার হামলায় হাজারো মানুষের প্রাণ গেছে। মিয়ানমারে ‘গণতন্ত্র হত্যার’ দুই বছর উপলক্ষে সে দেশের গণতন্ত্রপন্থি কর্মীরা ‘নীরব ধর্মঘট’ পালন করছেন। বিক্ষোভকারীরা জনসাধারণকে বুধবার বাড়ির ভিতরে থেকে এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিশ্বও সামরিক সরকারের বিরোধিতা করে এ বার্ষিকীতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া সেনাবাহিনী-সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা করেছে। জনগণের দাবিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না দেশটির জান্তা সরকার। সামরিক বাহিনী বলছে মিয়ানমার এক ‘অস্বাভাবিক পরিস্থিতির’ সম্মুখীন হচ্ছে, ফলে সে দেশে চলতি বছর একটি নির্বাচন আয়োজনের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি নিয়ে নতুন সন্দেহ তৈরি হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন
ভারতে বাজেট ঘোষণার আগে যে কারণে কর্মকর্তাদের হালুয়া খাইয়ে ‘আটকে’ রাখা হয়
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার পরবর্তী আর্থিক বছরের জন্য বাজেট পেশ করেছেন।
কিন্তু এই বাজেট পেশের আগে ভারতের অর্থমন্ত্রকের অনেক কর্মকর্তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে লক ইন বা তালা বন্দী অবস্থায় আটকিয়ে থাকতে হয় দপ্তরেই।আর সেই ‘বন্দীদশায়’ যাওয়ার আগে তাদের মন্ত্রী নিজে হাতে হালুয়া খাওয়ান। বাজেটের তথ্য যাতে বাইরে প্রকাশ না পেয়ে যায়, তাই যে সব কর্মীরা বাজেটের চূড়ান্ত রূপ দেন আর যারা তা ছাপার কাজ করেন, তাদেরই ‘বন্দীদশায়’ পাঠানোর আগে মিষ্টিমুখ করানো হয় হালুয়া খাইয়ে। বহু দশক ধরেই এই রীতি চলে আসছে ভারতে।কেন আটকে রাখা হয় কর্মকর্তাদের?ইতিহাস বলছে, ১৯৫০ সালে পার্লামেন্টে পেশ করার আগেই একবার বাজেটের তথ্য বাইরে বেরিয়ে গিয়েছিল।সেই সময়ে রাষ্ট্রপতি ভবনের ছাপাখানায় বাজেট ছাপা হত। সূত্র: বিবিসি বাংলা।
এলিজাবেথের ছবি সরছে, মুদ্রায় নতুন রাজাকেও রাখছে না অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার নতুন ৫ ডলারের মুদ্রায় রাজা তৃতীয় চার্লসের ছবি থাকছে না বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।নতুন নকশায় ‘আদিবাসী অস্ট্রেলীয়দের ইতিহাস ও সংস্কৃতির’ প্রতি শ্রদ্ধা জানানো হবে, ঘোষণায় বলেছে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ)।দেশটির এখনকার সব ৫ ডলারের মুদ্রার এক পাশে প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি আছে। গত বছর তার মৃত্যু অস্ট্রেলিয়া ভবিষ্যতে ‘সাংবিধানিক রাজতন্ত্রে’ থাকবে কিনা তা নিয়ে বিতর্কও ফিরিয়েছে বলে জানিয়েছে বিবিসি।“অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনার পর রিজার্ভ ব্যাংক পরিচালনা পর্ষদ (৫ ডলারের মুদ্রায়) পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে, সরকার এতে সমর্থনও দিয়েছে। সূত্র: বিডি নিউজ