আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩

ঋণের কঠিন শর্তে ধীরগতি রেলের ছয় প্রকল্পে
বন্ধ হয়ে যাওয়া মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর সেকশনে ৪৪ কিলোমিটার রেলপথটি ২০১১ সালে পুনর্নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কিন্তু নানা জটিলতায় গত ১১ বছরেও প্রকল্পটির কাজ শেষ হয়নি। এখন তো কাজই বন্ধ রয়েছে, বেতন পাচ্ছেন না প্রকল্পের কর্মীরা। শুধু এই প্রকল্প নয়, ভারতীয় ঋণ বা লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় রেলের চলমান ছয় প্রকল্পের অবস্থা এমনই। এগুলোর মধ্যে তিনটির কাজই শুরু হয়নি, যদিও এগুলো বাস্তবায়নের মেয়াদ শেষদিকে অথবা শেষ হয়ে গেছে। অথচ ভারতীয় ঋণের শর্তানুসারে প্রথম অর্থ ছাড়ের দিন থেকেই ঋণের মেয়াদ শুরু। ভারতের এসব কঠিন শর্তে রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অখুশি। খোঁজ নিয়ে জানা যায়, ঋণের কঠিন শর্ত এবং বিভিন্ন জটিলতার কারণে ভারতীয় এলওসিতে প্রকল্প বাস্তবায়নে আগ্রহ হারাচ্ছে বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থা। অর্থ ছাড়েও দীর্ঘসূত্রতা রয়েছে। কাজের প্রতিটি ধাপে অনুমোদনের শর্ত দিয়েছে ভারত। ভারতীয় ঠিকাদার ও পরামর্শক নিয়োগের বাধ্যবাধকতাও দিয়েছে দেশটি। এদিকে শর্ত অনুযায়ী ঠিকাদার নিয়োগ দিলেও ভারতীয় ঠিকাদার প্রকল্প এলাকায় থাকতে চান না বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র: দৈনিক বাংলা।

প্রাপ্য না পেয়ে নিষ্ক্রিয়
প্রত্যাশা ও প্রাপ্তির যোগফল ভীষণ ফারাক সৃষ্টি করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কমিটিতে, এমন দাবি করেছেন দলটির অন্তত দুই ডজন কেন্দ্রীয় নেতা। তারা বলছেন, এ ফারাক কেন্দ্রীয় নেতাদের মধ্যে হতাশা তৈরি করেছে, যে কারণে দলীয় কাজকর্মে নিষ্ক্রিয় অনেকেই। কেন্দ্রীয় নেতাদের অনেককেই এখন দলীয় কার্যালয়ে দেখা যায়।ক্ষমতাসীন দলটির সভাপতিমন্ডলী, সম্পাদকমন্ডলী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্বাচিত নেতারা দেশ রূপান্তরকে বলেন, ভালো কাজের মূল্যায়ন ও স্বীকৃতি না পাওয়ায় হতাশাগ্রস্ত কেন্দ্রীয় নেতারা অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে আছেন। রাজনীতিতে সক্রিয় থাকার মনোবল হারিয়ে ফেলেছেন তারা। ২০০৯ থেকে গত বছর ২৪ ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে পাঁচটি। একই পদে থাকা একাধিক নেতার পদোন্নতি বা পদাবনতি কিছুই হয়নি। এটিও হতাশার বা নিষ্ক্রিয় থাকার অন্যতম কারণ। আওয়ামী লীগ নেতাদের দাবি, এ ধরনের সমস্যা নেতৃত্ব তৈরিতে ব্যাঘাত ঘটায়। ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের পর কেন্দ্রীয় নেতা নির্বাচন দেখে আওয়ামী লীগের অধিকাংশ নেতা মনোবেদনায় ভুগছেন। অল্পসংখ্যক নেতা যারা কাজ না করেও পদ টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন, ভালো আছেন তারাই। সূত্র: দেশ রুপান্তর

চিহ্নিতদের সরানোর উদ্যোগ
চলতি বছরের শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। সে হিসেবে বর্তমান সরকারের মেয়াদ রয়েছে প্রায় ১০ মাস। তার আগেই সরকার প্রশাসনে বড় রদবদলের পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে মাঠ প্রশাসনে কর্মরত জেলা প্রশাসক (ডিসি), জেলার পুলিশ সুপার (এসপি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তালিকা নিয়ে বিশ্লেষণ শেষ হয়েছে। তাদের পারিবারিক, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে একাধিক গোয়েন্দা সংস্থা। এমনকি যারা নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর-অধিদপ্তরে প্রধান হিসেবে কর্মরত রয়েছেন, তাদের সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এদের অনেকেই বিএনপি সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তা। অনেকের পারিবারিক ও রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে নেতিবাচক তথ্য পেয়েছে গোয়েন্দারা। তাদের চূড়ান্ত তালিকা সরকারের কাছে রয়েছে। নির্বাচনের আগে এসব কর্মকর্তাকে মাঠ প্রশাসন থেকে সরিয়ে আস্থাভাজনদের নিয়োগ দেওয়ার মতামত দিয়েছেন সরকারের আস্থাভাজন একাধিক সিনিয়র কর্মকর্তা। এরই অংশ হিসেবে সরকার জনপ্রশাসনে রদবদল শুরু করতে যাচ্ছে।চলতি ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চের প্রথম সপ্তাহে ফিটলিস্টে থাকা ২৭ ব্যাচের উপসচিবদের নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। পর্যায়ক্রমে দেড় ডজনের বেশি ডিসি প্রত্যাহার করা হবে। এমনকি গুরুত্বপূর্ণ জেলায় ডিসির রদবদল আনা হবে। গোয়েন্দা তথ্যে যাদের ব্যাপারে নেতিবাচক প্রতিবেদন এসেছে, এমন বেশ কয়েকজন এসপি ও ওসিকে সরিয়ে বর্তমান সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের সেসব পদে বসানো হবে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ শাখায় রদবদল এবং কয়েকজন সচিবের দপ্তরও বদল করা হবে। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

মিয়ানমারে সহিংসতা ও বাস্তুচ্যুতি বাড়তে পারে
দক্ষিণ-পূর্ব এশিয়ায় মানবাধিকার নিয়ে কাজ করছে ফোরটিফাই রাইটস। সংস্থাটির পরিচালক তৃতীয় জন কুইনলি মনে করেন, মিয়ানমারে জান্তার বিরুদ্ধে সাধারণ মানুষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াইয়ের প্রভাব পড়তে পারে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন মেহেদী হাসান

মিয়ানমারের পরিস্থিতি এখন কেমন? জন কুইনলি : অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কেড়ে নেওয়ার দুই বছর পেরিয়ে গেছে। অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, সহিংসতার তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করছে ফোরটিফাই রাইটস। এ থেকে দেখা যায়, হত্যা, গ্রেপ্তার, নির্যাতন, গুমসহ মানবতাবিরোধী অপরাধও সংঘটিত হচ্ছে সেখানে।কালের কণ্ঠ : বাংলাদেশের সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য। বিশেষ করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে কী তথ্য আছে?জন কুইনলি : রাখাইন রাজ্য ও রোহিঙ্গাদের পরিস্থিতি তেমন বদলায়নি। রাখাইন রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করলেই রোহিঙ্গাদের গ্রেপ্তার করা হয়। বিদেশি পরিচয়ে ‘নাগরিকত্ব যাচাইকরণ কার্ড (এনভিসি)’ নিতে তাদের বাধ্য করা হচ্ছে। মানে সেখানে তাদের নাগরিক অধিকারও দেওয়া হচ্ছে না। কালের কণ্ঠ : সেখানে সংঘাত, সহিংসতা চলছে বলে খবর আসছে। এই সংঘাত কি মিয়ানমারজুড়ে হচ্ছে?জন কুইনলি : আমরা যে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি তাতে দেখা যাচ্ছে, ইয়াঙ্গুন, মান্দালয়, সব মহানগর, শহরসহ নৃগোষ্ঠীগুলো থাকে এমন এলাকাগুলোতেও সংঘাত, সহিংসতা চলছে। মিয়ানমারের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে চলা নীরব ও সশস্ত্র—দুই ধরনের প্রতিরোধই থামিয়ে দিতে চায়। এ জন্য সেখানে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে আমরা আর্টিলারি হামলা দেখছি। আবার সামরিক বিমান থেকে বেসামরিক এলাকাগুলোতে বোমা হামলা হতে দেখছি। সূত্র: কালের কণ্ঠ

গত বছর প্রায় দেড় কোটি পর্যটক পেয়েছে দুবাই

Nagad

২০২২ সালে প্রায় দেড় কোটি পর্যটক পেয়েছে দুবাই। ২০২১ সালের চেয়ে যা ৯৭ শতাংশ বেশি। করোনা মহামারির ধাক্কা থেকে শহরটির পর্যটন খাত যে ঘুরে দাড়িয়েছে সর্বশেষ উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস। দুবাইয়ের অর্থ ও পর্যটন মন্ত্রণালয় (ডিইটি) প্রকাশিত সর্বশেষ উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে দুবাইয়ে ১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার বিদেশী পর্যটক এসেছে। ২০২১ সালের ৭২ লাখ ৮০ হাজারের চেয়ে যা প্রায় দ্বিগুণ। দুবাইয়ের পর্যটন খাত প্রায় মহামারি-পূর্ব মাত্রায় পুনরোদ্ধার হয়েছে। করোনাপূর্ব ২০১৯ সালে ১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার পর্যটককে স্বাগত জানিয়েছিল শপিং ও পর্যটন নগরীটি। সূত্র: বণিক বার্তা।

তালিকাভুক্ত ছয় কোম্পানি থেকে যেভাবে লভ্যাংশ হারাচ্ছে সরকার

প্রকল্প অর্থায়নে সরকারের কাছ থেকে প্রতিবছর মূলধন নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ২০২১-২২ অর্থবছর পর্যন্ত কোম্পানিটির নেওয়া মূলধনের পরিমাণ ২৯৮ কোটি টাকা। ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর নির্দেশমতে, তিতাস গ্যাস কোম্পানিকে শেয়ারমানি ডিপোজিট হিসাবে নেওয়া মূলধনকে নতুন শেয়ারে রূপান্তর করে পেইড-আপ ক্যাপিটালে স্থানান্তর করতে হবে।কিন্তু কী পদ্ধতি বা কী ধরনের শেয়ার ইস্যু করা হবে, শেয়ার মূল্যও বা কী হবে- সেটা নির্ধারণ না হওয়ায় নতুন শেয়ার ইস্যু করতে পারছে না তিতাস গ্যাস। ফলে এফআরসি- এর নির্দেশনাকে পাশ কাটিয়ে পূর্বের শেয়ার ধরেই শেয়ার প্রতি আয় (ইপিএস) গণনা করছে। আরেক সরকারি কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে ব্যবসা সম্প্রসারণে দুই দফায় ১৯০ কোটি টাকা মূলধন সাপোর্ট নিয়েছে।২০১৫-১৬ অর্থবছরে নেওয়া ১৪০ কোটি টাকার মূলধনের বিপরীতে প্রতিটি নতুন শেয়ার ১১০.২০ টাকায় ও ২০১৬-১৭ অর্থবছরের ২৬ কোটি টাকার বিপরীতে ১২০.১০ টাকায় ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

চমকে দেওয়া পর্যটন রেল

দেশের প্রথম পর্যটন রেল হিসেবে নির্ধারিত সময়ের আগেই চালু হবে দোহাজারী-কক্সবাজার রেলপথ। ২০২৪ সালের জুনে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও আগামী আগস্টেই পরীক্ষামূলক ট্রেন চলাচলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। এর মধ্য দিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের সরাসরি রেল যোগাযোগ চালু হবে। দৈনিক যাতায়াত করতে পারবেন প্রায় ১ লাখ পর্যটক। কক্সবাজারের নতুন রেলপথে চলাচলের জন্য ট্যুরিস্ট কোচের আদলে উন্নত মানের কোচ আমদানি করা হচ্ছে। এ জন্য একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৫৪টি কোচ কেনা হবে যেগুলোর জানালা সুপ্রশস্ত। ট্রেনে বসেই মানুষ অনায়াসে দুই পাশের প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাবে। নির্মাণকাজ সমাপ্তির পথে দেশের প্রথম আইকনিক রেলস্টেশনেরও। দেশি-বিদেশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যের জন্য আইকনিক রেলস্টেশনে থাকবে ‘লাগেজ স্টেশন’, অভ্যর্থনা কক্ষ, শিশুদের বিনোদনের জায়গা, পেসেঞ্জার লাউঞ্জ, শপিং মল, রেস্তোরাঁ। এক দিনেই ঘুরে যাওয়া যাবে পর্যটন শহর কক্সবাজার। রাতের ট্রেনে কক্সবাজার পৌঁছে স্টেশনে লাগেজ রেখে সারা দিন ঘুরে আবার রাতেই ফিরতে পারবেন পর্যটকরা। পর্যটকরা চট্টগ্রাম থেকে আড়াই ঘণ্টা এবং ঢাকা থেকে সাড়ে ৭ ঘণ্টায় পৌঁছে যাবেন কক্সবাজার। প্রায় ১৪০০ শ্রমিকের প্রতিদিনের কর্মযজ্ঞে নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ। সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, দ্রুতগতিতে এগিয়ে চলছে দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণকাজ। জানুয়ারি পর্যন্ত শেষ হয়েছে ৮০ শতাংশ কাজ। দৃশ্যমান হয়েছে ৬৫ কিলোমিটার রেললাইন। প্রতিদিন কাজ করছেন প্রায় ১ হাজার ৪০০ শ্রমিক। ১০০ কিলোমিটার রেললাইন ব্যবস্থাপনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ৭৫০ জনবলের। পণ্য পরিবহনে থাকবে বিশেষ ‘রেফ্রিজারেটেড ওয়াগন সার্ভিস’। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

প্রতিপক্ষের হামলায় ২০ দিনে অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর লুটপাট
ভৈরবে তাণ্ডবের মহোৎসব
হত্যা মামলায় পুলিশের ভয়ে গ্রামছাড়া ভুক্তভোগীরা * আমরা দিনে পাহারায় ছিলাম, হামলা-লুট হয়েছে রাতে-পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে কালা মিয়া নামে একজন হত্যার শিকার হন। এ হত্যা মামলায় পুলিশের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় এক পক্ষের লোকজন।এ সুযোগে তাদের বাড়িঘরে তাণ্ডব চালায় প্রতিপক্ষের লোকজন এবং কিছু সুযোগসন্ধানী লোক। অন্তত অর্ধশত বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। সঙ্গে চলে ব্যাপক লুটপাট।গরু-ছাগল, আসবাবপত্র, টাকাপয়সা, কাঁচা ঘরের টিন এমনকি থালাবাসন ও লেপতোশকও নিয়ে যায় তারা। ২০ দিন ধরে এমন বর্বরতা চলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বোধনগর ইসলামপুর গ্রামে। ভুক্তভোগীরা বলছেন, এ যেন অপরাধের ‘মহোৎসব’। দিনের পর দিন হামলা-লুটপাট চললেও পুলিশ ছিল একেবারেই নির্বিকার। তারা এ নিয়ে কোনো পদক্ষেপই নেয়নি। তবে পুলিশ বলছে, তারা সেখানে দিনে পাহারায় ছিলেন, কিন্তু অপরাধীরা রাতে এসে এমন কাণ্ড ঘটায়। ঘটনাস্থল প্রত্যন্ত এলাকায় হওয়ায় রাতে সেখানে টহল দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। সূত্র: যুগান্তর

শেয়ারবাজার: মুনাফা কমেছে ৭৭ কোম্পানির

জুনে হিসাব বছর শেষ হয়- শেয়ারবাজারে তালিকাভুক্ত এমন কোম্পানিগুলোর বেশিরভাগই গত বছরের শেষ ছয় মাসে ভালো ব্যবসা করতে পারেনি। এর ফলে হিসাব বছরের প্রথম ছয় মাসে লোকসান করেছে তাদের অনেকে। আবার অনেক কোম্পানি মুনাফা ধরে রাখলেও কমেছে আগের বছরের একই সময়ের তুলনায়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে জুনে হিসাব বছর শেষ হয় ২৬৬টির। এর মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত ২১৯টি জুলাই-ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই দিন পর্যন্ত ৪৭টি কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।আর্থিক প্রতিবেদন প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ৬৯টিই গত বছরের শেষ ছয় মাসে লোকসান করেছে বলে জানিয়েছে। নিট মুনাফায় ছিল ১৫০টি। তবে মুনাফায় থাকা এই কোম্পানিগুলোর মধ্যে ৭৭টির নিট মুনাফা আগের বছরের তুলনায় কমেছে, বেড়েছে ৭৩টির। অর্থাৎ সার্বিক হিসাবে ১৪৬টি বা ৬৭ শতাংশ কোম্পানি মুনাফার দিক থেকে নেতিবাচক ধারায়। সমকাল

রেস্তোরাঁয় ঢুকে বাড়ির মালিকের এলোপাতাড়ি গুলি, আহত ৩

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিদ্যুৎ বিল চাওয়াকে কেন্দ্র করে ভবন মালিকের এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হোটেল ম্যানেজারসহ তিন জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় চাষাঢ়া আংগুরা শপিংয়ের নীচতলায় সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ভবন মালিক আজহার তালুকদার, তার ছেলে ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।রেস্টুরেন্টের মালিক শুক্কর জানান, আজাহারের ছোট ভাইয়ের কাছ থেকে রেস্টুরেন্টটি ভাড়া নেয় সে। পানি অপচয়ের কারণে বিদ্যুতের বেশি বিল আসায় তার কাছে টাকা দাবি করেন। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকা‌টির একপর্যায়ে বাসা থেকে নিয়ে আসা লাইসেন্স করা শর্টগান দিয়ে দুই রাউন্ড গুলি ছুঁড়ে আজহার। এতে তার ম্যানেজার ও কর্মচারী গুলিবিদ্ধ হন। সূত্র: দৈনিক আমাদের সময়