খুলনাকে হারিয়ে শীর্ষে সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এই জয়ে প্রথম দল হিসেবে বিপিএলের ৯ম আসরের প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সিলেট।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে ধুঁকতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে পারে খুলনা টাইগার্স।
১১৪ রানের ছোট লক্ষ্যে লড়তে নামে মাশরাফী বিন মোর্ত্তজার দল সিলেট স্ট্রাইকার্স। এদিন জাকির হাসান ৪৬ বলে ৫০ রান এবং মুশফিকুর রহিমের ৩৫ বলে ৩৯ রানের সময়োপযোগী ইনিংস খেলে জয়ের পথ সহজ করেন। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট স্ট্রাইকার্স।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১১৩/৮ (মুনিম ৩, বালবার্নি ৭, হোপ ৯, জয় ৪১, ইয়াসির ১২, সাব্বির ৬, সাইফ উদ্দিন ৬, নাহিদুল ২২, নাসুম ১*, ফন মিকেরেন ১*; নাইব ৪-০-২২-০, ইমাদ ৪-০-১০-২, আমির ৪-০-৩২-১, রুবেল ৪-০-২৪-২, তানজিম ৪-০-২২-৩)
সিলেট স্ট্রাইকার্স: ১৭.৩ ওভারে ১১৪/৪ (হৃদয় ৫, শান্ত ৩, জাকির ৫০, মুশফিক ৩৯, বার্ল ১২*, নাইব ২*; নাহিদুল ৪-০-২৩-১, সাইফ উদ্দিন ৩-০-১৩-১, ফন মিকেরেন ৩-০-২৪-০, নাসুম ৪-০-২৮-০, মুরাদ ৩.৩-০-২৬-১)
ফলাফল: সিলেট স্ট্রাইকার্স ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইমাদ ওয়াসিম
সারাদিন/০৮ ফেব্রুয়ারি/এমবি