গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়, ধীরে ধীরে ফিরছে নেটওয়ার্ক

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

সারা দেশে হঠাৎই গ্রামীণফোনের নেটওয়ার্কে বিপর্যয় দেখা দিয়েছে। গ্রামীণফোনের নম্বরে কল যাচ্ছে না, কল আসছেও না। এতে গ্রামীণফোনের সিমকার্ড ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েছেন। নেটওয়ার্ক না থাকায় ফোনের কোনো সেবা নিতে পারছেন না তারা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ধীরে ধীরে নেটওয়ার্ক ফিরে পাচ্ছেন গ্রামীণফোন ব্যবহারকারীরা।

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ অধিকাংশ গ্রামীণফোন ব্যবহারকারী অভিযোগ করেন তাদের ফোনে নেটওয়ার্ক চলে গেছে। ফলে কল আদান-প্রদান করতে অসুবিধায় পড়েন।

এ বিষয়ে গ্রামীণফোন বিবৃতি দিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, ‘সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা অন্তরিকভাবে দুঃখিত। ফাইবার অপটিক্যাল ক্যাবল কাটা পড়ায় এই নেটওয়ার্কে বিভ্রাট দেখা দেয়। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

প্রসঙ্গত, বর্তমানে দেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৯১ লাখ। এছাড়াও দেশজুড়ে গ্রামীণফোন ১৯ হাজারের বেশি ফোরজি টাওয়ার দিয়ে সেবা প্রদান করছে।