কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় কিম
উত্তর কোরিয়ায় খাদ্যঘাটতি ও মানবিক সংকট বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা। এই অবস্থায় কৃষি উৎপাদনে আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
![](https://www.saradin.news/wp-content/uploads/2024/08/KSRM_Tunnel_-320-x-100.png)
![](https://www.saradin.news/wp-content/uploads/2024/08/KSRM_Tunnel_-320-x-100.png)
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএন মঙ্গলবারের এক প্রতিবেদনে জানিয়েছে, এই নিয়ে দলের দ্বিতীয় দিনের বৈঠকে শস্য উৎপাদনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।
কিম জং উনের বক্তব্যের বরাত দিয়ে কেসিএনএন বলছে, তিনি ব্যর্থতা ছাড়াই কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনতে পার্টির কেন্দ্রীয় কমিটির দৃঢ় সংকল্প ও ইচ্ছা ব্যক্ত করেন।
কিম বলেন, যতক্ষণ পর্যন্ত পার্টিতে শক্তিশালী নেতৃত্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে এবং জনগণের ঐক্যবদ্ধ শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত কিছুই অসম্ভব নয়।
সারাদিন/২৮ ফেব্রুয়ারি/এমবি