ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২ মার্চ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

বি- সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (০২ মার্চ) থেকে তিন দিনব্যাপী শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)’।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) ১১তম আয়োজন এটি। আন্তর্জাতিক এই মেলায় তিনটি হলে ১৪টি প‍্যাভিলিয়নসহ মোট ১৪৬টি স্টল থাকবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী। তিনি বলেন, মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে ছাত্র-ছাত্রীদের টাকা লাগবে না।

শিবলুল আজম কোরেশী বলেন, টোয়াব বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ স্থানীয় বাণিজ্য সংগঠন হিসেবে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলার আয়োজন করছে। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার প্রধান উদ্দেশ্য। এবারের পর্যটন মেলা ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটন শিল্প সংশ্লিষ্ট সবার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। এই মেলা বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার ঘটাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাদিন/২৮ ফেব্রুয়ারি/এমবি

Nagad