মোটরসাইকেলের গতি বেঁধে দেওয়া নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩

সংগৃহীত ছবি

ঢাকা ও অন্যান্য শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার বেঁধে দেওয়ার প্রস্তাব করে একটি নীতিমালার খসড়া তৈরি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এছাড়াও মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করার প্রস্তাবও করা হয়েছে।

তবে এটি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৬ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এটা এখনো আমার টেবিলে আসেনি। নীতিমালার একটা ড্রাফট করলেই যে সেটি ফাইনাল, সেটা মনে করার কোনো কারণ নেই। আমার টেবিলে এখনো আসেনি, আমি এটি দেখব।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমরা জনগণের সঙ্গে আছি। জনগণের মনের ভাষা, চোখের ভাষা আমরা বুঝি।

এ সময় পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর চিন্তাভাবনা আপাতত নেই-জানিয়ে মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের আপাতত কোনো চিন্তাভাবনা নেই এখন তো শান্তিতেই আছে পদ্মা সেতু।

Nagad